2ND SERIES CLASS 8 SCIENCE MODEL ACTIVITY TASK 2021 Part 5 QUESTION WITH ANSWER (AUGUST)// অষ্টম শ্রেণী বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ (আগস্ট)

0

  2ND SERIES CLASS 8 SCIENCE

MODEL ACTIVITY TASK 2021 Part 5

QUESTION WITH ANSWER (AUGUST)

অষ্টম শ্রেণী  বিজ্ঞান

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব  (দ্বিতীয় সিরিজ)

প্রশ্ন  উত্তরসহ (আগস্ট)



. ঠিক উত্তর নির্বাচন করো :

. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে -

() পরিবহন পরিচালন পদ্ধতিতে

() পরিবহন বিকিরণ পদ্ধতিতে

() পরিচলন বিকিরণ পদ্ধতিতে

() বিকিরণ পদ্ধতিতে

 

. যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হল -

() সোডিয়াম ক্লোরাইড

() অ্যামোনিয়াম সালফেট

() গ্লুকোজ

() অ্যাসিটিক অ্যাসিড

 

. ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হল -

() সঞ্চয়ী পুকুর

() হ্যাচারি

() পালন পুকুর

() আঁতুর পুকুর

 

. সংক্ষিপ্ত উত্তর দাও :

. আলুর যে এজাইম হাইড্রোজেন পারক্সাইডকে জল অক্সিজেনের ভেঙে ফেলে তার নাম লেখো।

উঃ- ক্যাটালেজ

 

. বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটনা সম্ভব কিসের জন্য?

উঃ- বায়ুর মধ্যে জলীয়বাষ্প থাকলে বা বায়ুর আর্দ্রতা বেশি হলে

 

. মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি "ডিপ লিটার" 'লিটার' কি?

উঃ- খর, বিচালি, শুকনো পাতা, কাঠের গুঁড়ো, ধান, তুলে আর জবের তুষ, ভুট্টা, আমের খোলা প্রভৃতি দিয়ে ঘরের মেঝেতে প্রস্তুত পোল্ট্রি পাখির বিশেষ ধরনের শয্যাকে লিটার বলে।

 

. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

. উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন?

উঃ- কোন রাসায়নিক বিক্রিয়ার উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বেড়ে যায়। যার কারনে বিক্রিয়ক অণু গুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পায়।

 

. ইনফ্লুয়েঞ্জা রোগে কি কি লক্ষণ দেখা যায়?

উঃ- নফ্লুয়েঞ্জা রোগের লক্ষণ গুলি হলো, - জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা ব্যাথা, পেশীতে ব্যাথা, মাথাব্যাথা, কাশি, অবষাদগ্রস্থতা।

 

. তিনটি চারটি বাক্যে উত্তর দাও :

. তামার আপেক্ষিক তাপ 0.09 cal / g°C 70 গ্রাম ভরের তামার টুকরোর উষ্ণতা 20°C বৃদ্ধি করতে হলে কত পরিমান তাপ লাগবে তা নির্ণয় করো।

উঃ- দেওয়া আছে, ভর=70 gm, আপেক্ষিক তাপ=0.09 cal/gm°C, বর্ধিত উষ্ণতা  = 20°C

আমরা জানি,

প্রয়োজনীয় তাপ= ভর আপেক্ষিক তাপবর্ধিত উষ্ণতা = 70x0.09x20 cal

অতএব, 70x0.09x20 cal   তাপ লাগবে।

 

. "জৈব সার অজৈব সারের চেয়ে ভালো" - বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো।

উঃ- জৈব সার অজৈব সারের চেয়ে ভালো বক্তব্যটির কারণ,-

(i) রাসায়নিকের কুপ্রভাব থেকে মাটিকে সুরক্ষা প্রদান কয়েক বছর ধরে পুনঃপুন রাসায়নিক সার ব্যবহারে মাটির গুণমানতা হ্রাস হয়।কিন্তু জৈব সার মাটির অম্লত্ব ক্ষারত্বের নিয়ন্ত্রণে সাহায্য কাজ করে এবং মাটির সহনশীলতা বৃদ্ধি করে।

 (ii) নিরাপদ:জৈব সার ব্যবহারে উৎপাদিত ফসল হয় স্বাস্থ্যসম্মত নিরাপদ স্বাস্থ্যসম্মত নিরাপদ।

 (iii) মাটির জলধারণ বৃদ্ধি:জৈব সার মাটিতে হিউমাস এর পরিমাণ বৃদ্ধি করে ফলে মাটির জলধারণ ক্ষমতা বেড়ে যায়।

 (iv) অণুজীবের বৃদ্ধি:জৈব সার ব্যবহারে মাটির উপকারী অণুজীবের কার্য্যকলাপ বেড়ে যায় এবং এদের বংশ বিস্তারেও তা সহায়ক হয়।

 (v) কম খরচ:কম খরচে শস্যে জৈব কীটনাশক ব্যবহার করে কৃষকদের অর্থ সাশ্রয় করা সম্ভব।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top