2ND SERIES CLASS 9 HISTORY
MODEL ACTIVITY TASK 2021 Part 5
QUESTION WITH ANSWER (AUGUST)
নবম শ্রেণি ইতিহাস
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরি
জ)
প্রশ্ন ও উত্তরসহ
(আগস্ট)
1. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও : |
|||
|
‘ক’ স্তম্ভ |
‘খ’ স্তম্ভ |
|
1.1 |
ইয়ং ইতালি |
(খ) জোসেফ ম্যাৎসিনি |
|
1.2 |
সেফটি ল্যাম্প |
(ঘ) হামফ্রি ডেভি |
|
1.3 |
ইউটোপীয় সমাজতন্ত্র |
(ক) সাঁ সিমো |
|
1.4 |
রক্ত ও লৌহ নীতি |
(গ) বিসমার্ক |
|
2.সত্য বা মিথ্যা নির্ণয় করো
: |
|||
2.1 |
ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে। [সত্য] |
||
2.2 |
শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসাবে পরিচিতি পায়। [ সত্য] |
||
2.3 |
হিটলারের ভাষায় ইতালি ছিল – ‘একটি ভৌগলিক সংজ্ঞা মাত্র। [মিথ্যা] |
||
2.4 |
এড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে। [সত্য] |
||
3. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : |
|||
3.1 রিসর্জিমেন্টো কী?
উ:- কার্বোনারি সমিতির হাত
ধরে ইতালিতে এক জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসর্জিমেন্টো
বা পুনরুত্থান বা নবজাগরণ। এই জাগরণের মধ্যদিয়ে ইটালিবাসী তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি
ও বীরগাথা সম্পর্কে বিশেষ অবগত হয়। |
|||
3.2 ঘেটো কাকে বলা হত? উ:- ইউরোপের বিভিন্ন শহরের
সংখ্যালঘু সম্প্রদায় (যেমন ইহুদিরা) তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট
ঘেরা জায়গায় এক সঙ্গে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলিকেই বলা হত ঘেটো। উল্লেখ্য
ঘেটো কথাটির উদ্ভব হয় ইটালির ভেনিস শহরকে কেন্দ্র করে। |
|||
4. সাত বা আটটি বাক্যে
উত্তর দাও : |
|||
4.1 কাকে ‘মুক্তিদাতা জার’ বলা হয় এবং কেন? উ:- জার দ্বিতীয় আলেকজাণ্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ববন্ধন থেকে মুক্তি দেবার জন্য মুক্তিদাতা জার নামে পরিচিত। সিংহাসনে আরোহনের পর জার দ্বিতীয় আলেকজান্ডারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হলো ভুমিদাস প্রথার উচছেদ। রাশিয়ার ইতিহাসে এটা তার এক অক্ষয় কীর্তি। ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। 1) ভুমিদাস প্রথা বিলোপের সিদ্ধান্ত গ্রহণঃ - জার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করে অনুধাবন করলেন যে, রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে একমাত্র ভুমিদাস প্রথাই দায়ী। রাশিয়ার আইন অনুসারে ভুমিদাসগণ ছিল মালিকের ব্যক্তিগত সম্পত্তি। মালিকেরা তাদের নিলামে বিক্রয় অথবা শারীরিক পীড়ণ করলে রাষ্ট্র তাদের বাধা দিত না। ভুমিদাসরা বংশানুক্রমে ভুমিদাসের কাজ কর। 2) আলেকজান্ডার কর্তৃক ভুমিদাস প্রথা বিলোপের ঘোণাপত্রঃ- 1861 সালের 19ই ফ্রেবুয়ারী
মুক্তির ঘোষণা দ্বারা জঘন্য দাসপ্রথার উচ্ছেদ সাধন করেন। এ ঘোষণা অনুযায়ী i) ভুমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পায় ii) ভুমিদাসরা নাগরিক অধিকার লাভ করে iii) জমিদারদের ভুমির একাংশ ভূমিদাসরা পায় ও কৃষরা জীবীকা নির্বাহের
সুযোগ পায়। iv) জমিদাররা জমির জন্য ক্ষতিপুরণ সরকারের কাছ থেকে পায় । v) কৃষকেরা 4 বছরের কিস্তিতে এ অর্থ সরকারকে পরিশোধ করবে । |
|||