CLASS 7 MODEL ACTIVITY TASK HISTORY PART 3 -2021(NEW) // মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 3 সপ্তম শ্রেনী HISTORY /ইতিহাস

CLASS 7 MODEL ACTIVITY TASK HISTORY PART 3 -2021(NEW)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 3

সপ্তম শ্রেনী

HISTORY /ইতিহাস



(ক) সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করে।

(1) সড়ক-ই-আজম নির্মাণ করেন (হুমায়ুন/ শেরশাহ আকবর)।

উ:-শেরশাহ ।

 

(2) বীরবলের প্রকৃত নাম কি ছিল (বিষেন দাস/ চরন দাস /মহেশ দাস ) ।

উ:-মহেশ দাস ।

 

(3) দহসালা বন্দোবস্ত প্রবর্তন করেন- (আকবর/ শাহজাহান/ ঔরঙ্গজেব)।

উ:-আকবর ।

 

(খ) ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলিয়ে লেখো ?

ক স্তম্ভ

খ স্তম্ভ

(i) মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা

(b) বাবর

(ii) হুমায়ুন পরবর্তী আফগান শাসক

(a) শেরশাহ

(iii) শেরশাহ পরবর্তী মুঘল শাসক

(d) হুমায়ুন

(iv) দিন-ই-ইলাহী

(c) আকবর

 

(গ) দু-এক কথায় উত্তর দাও

 

(1) পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উ:-পানিপথের  প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল ইব্রাহিম লোদী এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এর মধ্যে (1526 খ্রিস্টাব্দে )।

(2) পাট্টা ও কবুলিয়ত কী ?

উ:-  পাট্টা একটি অতি পুরোনো ভূমি বন্দোবস্ত চুক্তিপত্র । পাট্টা প্রচলন করেছিলেন শেরশাহ।  জমিতে কৃষকের স্বত্ব স্বীকার করে সেসব কৃষককে দলিল দিতেন তাকে বলে পাট্টা। কবুলিয়তের প্রচলন করেছিলেন শেরশাহ । কৃষক  নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে  শেরশাহকে যে  দলিল দিত তাকে  বলে কবুলিয়াত।

(3) দাগ ও হুলিয়া কী ?

উ:- আলাউদ্দিন খলজী সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন।  হুলিয়া হল প্রতিটি সেনার দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা আর দাগ হল ঘোড়া চিহ্নিত করা।

 

(4) আবুল ফজল কে ছিলেন ?

উ :- আকবরের নবরত্নের এক সদস্য ছিলেন আবুল ফজল । তিনি  আকবরনামা গ্রন্থের রচয়িতা



  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url