CLASS 7 MODEL ACTIVITY TASK ENV SCIENCE NEW PART 4 JULY -2021(NEW) // মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পরিবেশ নতুন জুলাই মাসের পার্ট -৪

 

CLASS 7 MODEL ACTIVITY TASK ENV SCIENCE NEW PART 4 JULY  -2021(NEW)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 সপ্তম শ্রেণী   

পরিবেশ

নতুন জুলাই মাসের পার্ট -

CLASS 7 MODEL ACTIVITY TASK ENV SCIENCE NEW PART 4 JULY  -2021(NEW)




 

১. ঠিক বাক্যের পাশে ‘’ আর ভুল বাক্যের পাশে ‘×’ দাও :

 

. কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই।-  x

 

. ভিটামিন D-এর অভাবে বেরিবেরি রোগ হয়।- x

 

. কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই।-

 

. সংক্ষিপ্ত উত্তর দাও :

 

. সমীকরণটি ব্যালান্স করে লেখো:  P4 +     5   O2 → P4O10

 

. মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো। অথবা, মানবদেহে আয়োডিনের অভাবে কি হয়?

 

:- আয়োডিন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের বিকাশে বিশেষ ভূমিকা গ্রহণ করে। আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায় এবং গলা অস্বাভাবিক ভাবে ফুলে যায়। একেই গয়টার বা গলগন্ড বলা হয়। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে গিয়ে মহিলাদের বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। তাছাড়াও আয়োডিনের অভাবে শারীরিক মানসিক অবসাদ দেখা দিতে পারে।

 

. আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও।

 

:- আম দিয়ে তৈরি এমন একটি প্রক্রিয়াজাত খাবার হলো আমসত্ত্ব।

 

. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

 

. কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার সমীকরণ লেখো।

 

:- কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে দস্তা বা জিংক যোগ করলে, দস্তা কিউপ্রিক ক্লোরাইড এর মধ্যে কার কপার কে প্রতিস্থাপিত করবে। লালচে বাদামী রং-এর তামা (কপার) শেষ পর্যন্ত এই বিক্রিয়ায় থিতিয়ে পড়বে।

 

বিক্রিয়াঃ- Zn+CuCl2 → ZnCl2 + Cu

 

কিউপ্রিক ক্লোরাইড এর জলীয় দ্রবণে জিঙ্ক এক টুকরো যোগ করলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে।

 

. কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়?

 

:- ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় বিভিন্ন ভাবে।

যেমন:- জলকে ফুটিয়ে: জলকে বিশুদ্ধ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো অনেকক্ষণ ধরে উচ্চ তাপমাত্রায় জল ফোটানো। এটি করলে জলের ভিতর ব্যাকটেরিয়া ভাইরাস মারা যায় জলের অশুদ্ধি দূর হয়।

 

পাতন পদ্ধতিতে:- পতন হলো জল পরিশোধনের আর একটি কার্যকর ঘরোয়া পদ্ধতি। একটি বদ্ধ পাত্রে জল কেমন ভাবে ফোটানো হয় নির্গত জলীয় বাষ্পকে পুনরায় জলে পরিণত করাই হল পাতন। এতে জলের অশুদ্ধি দূর হয় পাতিত জল পাওয়া যায়।

 

. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

 

. যে উষ্ণতায় সেলসিয়াস ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো।

 

:- ধরি x°C = x°F অর্থাৎ x উষ্ণতায় সেলসিয়াস ফারেনহাইট স্কেলের পাঠ সমান।

অর্থাৎ,   কোন উষ্ণতায় সেলসিয়াস ফারেনহাইট স্কেলের পাঠ সমান

বা,  সেলসিয়াস ফারেনহাইট স্কেলের পাঠ সমান অংক

সুতরাং -40° উষ্ণতায় সেলসিয়াস ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে।

 

. কোয়াশিওরকর রোগ কেন হয় এবং এই রোগে কী কী লক্ষণ দেখা যায়?

 

:- খাদ্য উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের অপুষ্টিজনিত কোয়াশিয়রকর রোগ দেখা যায়। কোয়াশিয়রকর রোগ এর লক্ষণ:  শিশুর গায়ের চামড়া গাঢ় বর্ণের হয়ে যায়।মশিশুর পেট ফুলে যায়। দেহ এত অপুষ্টিতে ভোগে যে, দেখে মনে হয় চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। হাত পা সরু হয়ে যায়।

 

 


 

 

 

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ৭ সেপ্টেম্বর, ২০২১ এ ৭:২৩ AM

    Thanks

Add Comment
comment url