CLASS 6 MODEL ACTIVITY TASK HISTORY NEW PART 4 JULY -2021(NEW)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণী
ইতিহাস নতুন জুলাই মাসের পার্ট -৪
CLASS 6 MODEL ACTIVITY TASK HISTORY NEW PART 4 JULY -2021(NEW) |
1. সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরন করোঃ |
(ক) এখনও পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে। এশিয়াতে পূর্ব আফ্রিকাতে আমেরিকাতে। |
(খ) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন জাঁ ফ্রাঁসোয়া জারিজ চার্লস ম্যাসন দয়ারাম সাহানী |
(গ) হরপ্পা সভ্যতা যুগের সভ্যতা প্রাক-ইতিহাস। প্রায়-ইতিহাস ঐতিহাসিক। | |
2. ক- স্তম্ভের সাথে খ-স্তম্ভ মিলিয়ে লেখো |
ক - স্তম্ভ। |
খ - স্তম্ভ |
বন্দর-নগর |
লোথাল। |
বৃহৎস্নানাগার |
মহেনজোদাড়ো |
উঁচু এলাকা |
সিটাডেল। |
3. একটি বা দুটি বাক্যে লেখো |
(ক) মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পন্য উৎপাদিত হত? উঃ- এখান বিভিন্ন কৃষি পন্য চাষ হত তারমধ্যে অন্যতম হল গম,যব, বার্লি,তিল ইত্যাদি। |
(খ) উপমহাদেশের পুরোনো গুহা-বসতি প্রমান পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখো। উঃ- উপমহাদেশে সবচেয়ে বেশি গুহা-বসতি পাওয়া গেছে। ভীমবেটকা(মধ্যপ্রদেশ) এছাড়াও মেহেরগড়, কালিবাঙ্গান, রাখিগিরি ইত্যাদি। |
4. নিজের ভাষায় লেখো (3-4টি বাক্যে): |
তুমি কি মনে করো, আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরির্তন? উঃ- মানব সভ্যতার দ্রুত অগ্রগতির অন্যতম কারন হল আগুনের ব্যবহার। এই আগুন ব্যবহার করেই আদিম যুগের মানব সমাজ জঙ্গল সাফাই, পোড়ামাটির ব্যবহার, পোড়া মাংস এবং বিভিন্ন ধারালো অস্ত্রের ব্যবহার শেখে। এছাড়া হরপ্পা সভ্যতায় যে পোড়া মাঠির নিদর্শন গুলি পাওয়া যায় সেগুলি থেকে বুঝতে পারি ইতিহাসের অগ্রগতির জন্য এটা একটি অন্যতম পরির্তন। |