মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ষষ্ঠ শ্রেণী
পরিবেশ ও বিজ্ঞান
নতুন জুলাই মাসের পার্ট -৪
CLASS 6 MODEL ACTIVITY TASK ENV SCIENCE NEW PART 4 JULY -2021(NEW) |
১. ঠিক উত্তর নির্বাচন করো |
1.1 সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় (ক) রজন (খ) কুইনাইন (গ) রবার ( ঘ) আঠা |
1.2 কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহৃত হয় তা হল – (ক) নুন (খ) ম্যালাথায়ন (গ) কার্বারিল (ঘ) ইউরিয়া |
1.3 কার্বন টেট্রাক্লোইডের সংকেত হলো- (ক) CCI, (খ) CCl2 (গ)CCl4 (ঘ) CCl3 |
2. শূন্যস্থান পূরন করো |
2.1 সাগরকুসুম আর জেলিফিশ মাছের মধ্যে মিথোজীবী সম্পর্ক দেখা যায়। |
2.2 কোন কঠিন পদার্থের বড়ো টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরো গুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়োটার । উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় বেড়ে যায়। |
2.3 রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারন হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহনের ক্ষমতা কম। |
3.একটি বা দুটি বাক্যে উওর দাও: |
3.1 বিভিন্ন প্রানীদের থেকে জামাকাপড়
তৈরির উপাদান পাওয়া যায়-উদাহরণের সাহায্য ব্যাখা কর। উঃ- আমাদের জীবনে অন্যতম অনুষঙ্গ হয়ে রয়েছে চামড়ার বিভিন্ন পন্য যেমন গরুর চামড়াঃ- গরুর চামড়া দিয়ে তৈরি হয়। অফিসিয়াল ব্যাগ, লেডিস ব্যাগ,বেল্ট,পার্স। ইত্যাদি ভেড়ার চামড়াঃ- ভেড়ার চামড়া দিয়ে। জ্যাকেট,ও লোম দিয়ে পােশাক তৈরি হয়। |
3.2 জল ও বালির মিশ্রণ থেকে কী কী উপায়ে বালিকে পৃথক করা যায়? উঃ- বিভিন্ন পদ্ধতি দিয়ে পৃথক করা যায় যেমন i) ফিল্টার পেপার দিয়ে এটি আলাদা করা যায় ii) তাপ প্রয়োগ করে জলকে বাষ্প আকারে বের করে আলাদা করা যায়। |
4. তিন-চারটি বাক্যে উত্তর দাও : |
4.1 স্ট্রেপ্টোমাইসেস হলো উপকারী ব্যাকটেরিয়া - বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা কর। উঃ- স্ট্রেপ্টোমাইসেস হল একটি উপকারি ব্যাকটেরিয়া। এটি ব্যাবহার করা হয় টিবারকুলেসিস এবং বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমন থেকে বাচতে এটি ব্যাবহার করা হয়।ত্বকের সমস্যা রোগ এর জন্য এটি উপকারি। এছাড়া বিভিন্ন ফল, সবজি,বীজ এদের ব্যাকটেরিয়া রোগ নিয়ন্ত্রনেও ব্যাবহার করা হয়। |
4.2 জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবন থেকে ফিরে পেতে হবে।এই কাজে। কোন পদ্ধতিটি- পরিস্রবন,না পাতনঅনুপযুক্ত এবং কেন? উঃ- পাতন। তরলের সাথে কঠিনের সমসত্ব মিশ্রনকে দ্রবন । বলা হয়। কিন্তু, দ্রবনটি যেহেতু তরল, ওর মধ্যে মিশে থাকা কঠিন দ্রাবনকে পৃথক করা মশকিল হয়ে যায়।পাতন পদ্ধতিতে তরল কঠিন পদার্থে রুপান্তর করে পৃথক করা হয়। |
2.3 ER UUTOR TA VUL MONE HOCCHE SIR
উত্তরমুছুনউত্তরটি সঠিক করা হয়েছে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ
মুছুনকোনটা ভুল আছে
মুছুনtyping mistake ছিল সঠিক করা হয়েছে এবার লিখে নিতে পার
উত্তরমুছুন