CLASS 6 MODEL ACTIVITY TASK BENGALI PART 3 -2021(NEW) // মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 3 ষষ্ঠ শ্রেনী BENGALI /বাংলা

0

CLASS 6  MODEL ACTIVITY TASK BENGALI PART 3 -2021(NEW)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 3

ষষ্ঠ শ্রেনী

BENGALI /বাংলা

CLASS 6  MODEL ACTIVITY TASK BENGALI PART 3 -2020(NEW)

বিষয়: এক ভুতুড়ে কান্ড

লেখক: শিবরাম চক্রবর্তী

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ।

1.লেখক হুর্ড্রুর দিকে  পাড়ি জমিয়ে ছিলেন - (a) রিকশা চেপে (b) সাইকেল চেপে (c) ট্যাক্সি চেপে (d) বাসে চেপে।

উ:- (b) সাইকেল চেপে ।

2. সেদিন পর্যন্ত এ ধারে কিসের উপদ্রবের কথা শোনা গিয়েছিল - (a)ডাকাতের (b)ভাল্লুকের (c)হায়নার (d)বাঘের ।

উ:-(d)বাঘের।

3. লেখক কার সঙ্গে কোনদিনই পারেন না- (a) শত্রুর সঙ্গে (b) ভয়ের সঙ্গে (c) যুক্তির সঙ্গে (d) আলস্যের সঙ্গে।

উ:-(d) আলস্যের সঙ্গে।

2. একটি বাক্যে উত্তর দাও।

1. রাঁচি কি জন্য বিখ্যাত?

Ans.শিবরাম চক্রবর্তীর লেখা "এক ভুতুড়ে কান্ড" গল্পে রাঁচি বিখ্যাত কারণ রাঁচিতে পাগলা গারদ আছে।

2. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়" প্রবাদটির অর্থ কি?

Ans.যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়" প্রবাদটির অর্থ হলো- যেখানে যে বিপদের আশঙ্কা করা হয় সেখানে সেই দুর্ঘটনায় ঘটে।

3. ভূতেদের স্বভাব কেমন?

Ans.শিবরাম চক্রবর্তীর লেখা "এক ভুতুড়ে কান্ড" গল্পে ভূতেদের স্বভাব ইউকেড প্রকৃতির বা শয়তান প্রকৃতির।

4. ঘন্টাদুয়েক পর গাড়িটা কোথায় পৌঁছেছিল?

Ans.শিবরাম চক্রবর্তী রচিত "এক ভুতুড়ে কান্ড" গল্পে ঘন্টা দুয়েক পর গাড়িটা একটা লেভেল ক্রসিং এর মুখে পৌঁছেছিল।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top