CLASS 6 MODEL
ACTIVITY TASK BENGALI PART 3 -2021(NEW)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 3
ষষ্ঠ শ্রেনী
BENGALI /বাংলা
CLASS 6 MODEL ACTIVITY TASK BENGALI PART 3 -2020(NEW) |
বিষয়:
এক ভুতুড়ে কান্ড লেখক:
শিবরাম চক্রবর্তী 1.
সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ। 1.লেখক
হুর্ড্রুর দিকে পাড়ি জমিয়ে ছিলেন -
(a) রিকশা চেপে (b) সাইকেল চেপে (c) ট্যাক্সি চেপে (d) বাসে চেপে। উ:-
(b) সাইকেল চেপে । |
2. সেদিন পর্যন্ত এ ধারে কিসের
উপদ্রবের কথা শোনা গিয়েছিল - (a)ডাকাতের (b)ভাল্লুকের (c)হায়নার (d)বাঘের । উ:-(d)বাঘের। |
3. লেখক কার সঙ্গে কোনদিনই পারেন
না- (a) শত্রুর সঙ্গে (b) ভয়ের সঙ্গে (c) যুক্তির সঙ্গে (d) আলস্যের সঙ্গে। উ:-(d) আলস্যের সঙ্গে। |
2. একটি বাক্যে উত্তর দাও। 1. রাঁচি কি জন্য বিখ্যাত? Ans.শিবরাম চক্রবর্তীর লেখা
"এক ভুতুড়ে কান্ড" গল্পে রাঁচি বিখ্যাত কারণ রাঁচিতে পাগলা গারদ আছে। |
2. যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা
হয়" প্রবাদটির অর্থ কি? Ans.যেখানে বাঘের ভয় সেখানে
সন্ধ্যা হয়" প্রবাদটির অর্থ হলো- যেখানে যে বিপদের আশঙ্কা করা হয় সেখানে সেই
দুর্ঘটনায় ঘটে। |
3. ভূতেদের স্বভাব কেমন? Ans.শিবরাম চক্রবর্তীর লেখা
"এক ভুতুড়ে কান্ড" গল্পে ভূতেদের স্বভাব ইউকেড প্রকৃতির বা শয়তান প্রকৃতির। |
4. ঘন্টাদুয়েক পর গাড়িটা কোথায়
পৌঁছেছিল? Ans.শিবরাম চক্রবর্তী রচিত
"এক ভুতুড়ে কান্ড" গল্পে ঘন্টা দুয়েক পর গাড়িটা একটা লেভেল ক্রসিং এর
মুখে পৌঁছেছিল। |