2ND SERIES CLASS 7 GEOGRAPHY MODEL ACTIVITY TASK 2021 Part 5 QUESTION WITH ANSWER (AUGUST) // সপ্তম শ্রেণি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ (আগস্ট)

0

 

2ND SERIES CLASS 7 GEOGRAPHY

MODEL ACTIVITY TASK 2021 Part 5

QUESTION WITH ANSWER (AUGUST)

সপ্তম শ্রেণি ভূগোল

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব  (দ্বিতীয় সিরিজ)

প্রশ্ন  উত্তরসহ (আগস্ট)

2ND SERIES CLASS 7 GEOGRAPHY


 

. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

. ভূভাগ ভাজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো

) সাতপুরা ) ভোজ ) কিলিমাঞ্জারো ) হিমালয়

. ঠিক জোড়াটি নির্বাচন করো

) নদীর উচ্চপ্রবাহভূমির ঢাল কম ) নদীর উচ্চপ্রবাহনদীর প্রধান কাজ ক্ষয় ) নদীর নিম্নপ্রবাহভূমির ঢাল বেশি ) নদীর নিম্নপ্রবাহনদীর প্রধান কাজ বহন

. আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো

) কর্কটক্রান্তি রেখা ) মকরক্রান্তি রেখা ) মূলমধ্যরেখা ) বিষুবরেখা

 

. বাক্যটি সত্য হলেঠিকএবং অসত্য হলেভুললেখো:

. ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি।

. শীতল শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে।

. জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল।

 

সংক্ষিপ্ত উত্তর দাও :

. সুউচ্চ হিমালয় পর্বত কীভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে?

. মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণিবিভাগ করো। প্রতিটি শ্রেণির একটি করে বৈশিষ্ট্য লেখো।

 

. আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো।

. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

                                                                                                     

. ভূভাগ ভাজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো

) সাতপুরা

) ভোজ

) কিলিমাঞ্জারো

) হিমালয়

 

. ঠিক জোড়াটি নির্বাচন করো

) নদীর উচ্চপ্রবাহভূমির ঢাল কম

) নদীর উচ্চপ্রবাহনদীর প্রধান কাজ ক্ষয়

) নদীর নিম্নপ্রবাহভূমির ঢাল বেশি

) নদীর নিম্নপ্রবাহনদীর প্রধান কাজ বহন

 

. আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো

) কর্কটক্রান্তি রেখা

) মকরক্রান্তি রেখা

) মূলমধ্যরেখা

) বিষুবরেখা

 

. বাক্যটি সত্য হলেঠিকএবং অসত্য হলেভুললেখো:

 

. ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি।

উঃ- ঠিক

 

. শীতল শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে।

উঃ- ঠিক

 

. জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল।

উঃ- ঠিক

 

সংক্ষিপ্ত উত্তর দাও :

 

. সুউচ্চ হিমালয় পর্বত কীভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে?

 

উঃ- ভারতের উত্তরে ২৫০০ কিমি দীর্ঘ এবং গড়ে ৪০০০ মিটার উচ্চতা বিশিষ্ট ধনুক আকৃতির হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে বিভিন্ন ভাবে নিয়ন্ত্রণ করে। যেমন- অধিক উচ্চতার কারনেই উপক্রান্তিয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয়ের জলবায়ু হয়েছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। হিমালয় পর্বত অবস্থানের কারণে শীতকালে মধ্য এশিয়ার অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না। হিমালয়ের দক্ষিণ ঢালে দখিন-পশ্চিম মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হয়ে শৈলোৎক্ষেপ পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটায়। মৌসুমি বায়ুর উৎপত্তিতেও পরোক্ষভাবে হিমালয়ের প্রভাব রয়েছে

 

. মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণিবিভাগ করো। প্রতিটি শ্রেণির একটি করে বৈশিষ্ট্য লেখো।

 

উঃ- মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন- বেলেমাটি, এঁটেল মাটি, দোয়াঁশ মাটি। বেলেমাটির দানা মোটা এবং দানাগুলির মধ্যে ফাঁক বেশি। এঁটেল বা কাদামাটির দানা সূক্ষ্ম এবং দানার মধ্যে ফাঁক কম তাই জল ধারণ ক্ষমতা বেশি। দোয়াঁশ মাটিতে বালি কাদা সমান সমান থাকে এবং এই মাটি ফসল ফলানোর জন্য বেশ ভালো।

 

. আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করো।

 

উঃ- নিরক্ষরেখার কাছাকাছি ১০ ডিগ্রি উত্তর থেকে ১০ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। আফ্রিকা মহাদেশ এর অন্তর্গত। নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা বেশি বৃষ্টিপাতের জন্য ঘন চিরহরিৎ গাছ দেখা যায়। যেমন- মেহগনি, রোজউড, আয়রন উড, সেগুন, আব্লুস, রবার ইত্যাদি।

 

            আবার, ভূমধ্যসাগরের তীরে সিরিয়া, লেবানন, তুরস্ক, ইজরায়েল, জর্ডন প্রভৃতি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এখানে গ্রীষ্মকালে মাঝারি উষ্ণতা থাকে, প্রায় ২১ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর পশ্চিমা বায়ুর জন্য সারা শীতকালেও ৩০-৫০ সেমি বৃষ্টিপাত হয়। যার ফলে প্রচুর ফলের গাছ যেমন- জলপাই, আঙ্গুর, লেবু, এছাড়া অন্যান্য আরও গাছ যেমন- কর্ক, ওকে, অলিভ, আর ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ জন্মায়। যেমন- লরেল, ল্যাভেণ্ডর, রোজমেরি

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top