Model Activity Task History Class 6 Part 2 2021/ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস ষষ্ঠ শ্রেণি Part-2

Model Activity Task History Class 6 Part 2 2021//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক -Part-2 

ইতিহাস 

ষষ্ঠ শ্রেণি 

Model Activity Task History Class 6 Part 2 2021




নীচের প্রশ্নগুলির উত্তর লেখ:

 . নীচের শব্দগুলি সম্পর্কে একটি বাক্য লেখ-

) হোমো ইরেকটাস :

 ) ভীমবেটকা :

) সিটাডেল :

. আদিম মানুষ যাযাবর ছিলনিজের উত্তরের সপক্ষে তিনটি বাক্য লেখ

. উপযুক্ত তথ্য দিয়ে দুটি সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো

 

মেহেরগড়

 

হরপ্পা সভ্যতা

 

অবস্থান

 

 

 

 

 

 

 

সময়কাল

 

 

 

 

 

 

 

 

বৈশিষ্ট্য

 

 

 

 

 

 

 

 

 

 

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ইতিহাস

ষষ্ঠ শ্রেণি

নীচের প্রশ্নগুলির উত্তর লেখ:

 . নীচের শব্দগুলি সম্পর্কে একটি বাক্য লেখ-

) হোমো ইরেকটাস :'হােমাে ইরেকটাস’ (সােজা হয়ে দাঁড়াতে পারা মানুষ) (Homo Erectus) এখন থেকে প্রায় ২০ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার বছর আগে পৃথিবীতে ছিল। 

বৈশিষ্ট্য:-

i) এরা দু-পায়ে সােজা হয়ে দাঁড়াতে পারত। এরা দলবদ্ধভাবে গুহায় বসবাস করত।

ii) এরা পশুশিকার করতে পারত। 

iii) প্রথম আগুনের ব্যবহার শিখেছিল।

) ভীমবেটকামধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহায় পুরােনাে পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষেরা অনেক ছবি এঁকেছে। এই ছবিগুলির প্রায় সবগুলিই শিকারের ছবি। ছবিগুলিতে আছে নানা রকমের বন্য পশু, পাখি, মাছ, কাঠবেড়ালি, কুকুর প্রভৃতি। ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে (ছবিগুলিতে দেখা যায় হাতে ও পায়ে গয়না ও কারও মুখে মুখােশ পরা আছে।

) সিটাডেলহরপ্পা সভ্যতার প্রতিটি নগর দুটি আলাদা অংশ নিয়ে গড়ে উঠেছিল— i) একটি উঁচু ঢিবি এলাকা ও ii) একটি নীচু এলাকা। নগরের উঁচু এলাকাকে বলা হত “সিটাডেল' সম্ভবত এই অংশে শাসকরা থাকতেন। মাটি দিয়ে উঁচু করে ঢিবি বানিয়ে তার উপর পােড়া ইটের মজবুত ও বড়াে সিটাডেল তৈরি করা হত। সাধারণত আয়তাকারে সিটাডেল তৈরি করা হত।

. আদিম মানুষ যাযাবর ছিলনিজের উত্তরের সপক্ষে তিনটি বাক্য লেখ

আদিম মানুষ ছিল যাযাবর, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাত। তাদের কোনাে এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না।

যাযাবর জীবনযাপনের কারণ :

খাদ্যসংগ্রহ : আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না। তারা বনজঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত।

শিকার ও ফলমূল জোগাড়: আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাত। আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হত। আর এই কারনেই আদিম মানুষের জীবনযাত্রা ছিল যাযাবর প্রকৃতির।

. উপযুক্ত তথ্য দিয়ে দুটি সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো

 

মেহেরগড়

 

হরপ্পা সভ্যতা

 

অবস্থান

 

বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে — অর্থাৎ বোলান গিরিপথের কাছে ও কোয়েটা শহর থেকে ১৫০ কি.মি. দূরে মেহেরগড় সভ্যতা অবস্থিত ছিল ।

 

বর্তমানে পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের  পাঞ্জাবের মন্টোগোমারি জেলার রাভি নদীর তীরে হরপ্পা অবস্থিত। 

সময়কাল

 

 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত

 

 

 

 

 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ

বৈশিষ্ট্য

 

 

 মেহেরগড় সভ্যতার বৈশিষ্ট্য: ভারতের প্রাচীনতম সভ্যতা মেহেরগড়ের বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ করা যায়

 

প্রাগৈতিহাসিক সভ্যতা : মেহেরগড় সভ্যতা ছিল প্রাগৈতিহাসিক যুগেরসভ্যতা এই সময়কার কোন লিখিত উপাদান পাওয়া যায়নি প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে এই সভ্যতার সম্পর্কে অনুমান করা হয়

 

গ্রামীণ সভ্যতা : মেহেরগড় ছিল প্রাচীন ভারতের একটি উন্নত গ্রামীণ সভ্যতা তবে এখানকার গ্রামীণ জীবন ছিল বৈচিত্র্যে পূর্ণ

 

সমাধিক্ষেত্র : সমাধিক্ষেত্রে মৃতদেহ সমাহিত করা ছিল মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য মৃতদেহকে রং মাখিয়ে লাল কাপড় জড়িয়ে সমাহিত করা হত মৃতদেহের সঙ্গে ব্যবহৃত জিনিসপত্র, অলংকার প্রভৃতি দেওয়া হত উত্তর ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতায় প্রথম নগর গড়ে উঠেছিল


 

 

 

 হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য:

প্রাগৈতিহাসিক সভ্যতা : হরপ্পা সভ্যতা ছিল প্রায় ঐতিহাসিক যুগের

সভ্যতা। এই সময়কার  লিখিত উপাদান পাওয়া গেলেও সেগুলি 

পাঠোদ্ধার সম্ভব হয়নি।

প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর ভিত্তি করে এই সভ্যতার 

সম্পর্কে অনুমান করা হয়

নগরকেন্দিক সভ্যতা : হরপ্পা সভ্যতা  ছিল প্রাচীন ভারতের একটি উন্নত

 নগরকেন্দ্রিক সভ্যতা এই সভ্যতার নগরগুলির জনবসতি এলাকার দুটি ভাগ ছিল— উঁচু এলাকা (সিটাডেল  নীচু এলাকা

নিকাশি ব্যবস্থা : হরপ্পা সভ্যতার পাকাবাড়িগুলি থেকে ছোট ছোট নালা দিয়ে নোংরা জল বেরিয়ে এসে রাস্তার বড়ো নর্দমায় পড়ত  

শহরের বাইরে বেরিয়ে যেত

সমাধিক্ষেত্র মৃতদেহ সমাধিস্ত করা  ছিল হরপ্পা 

সভ্যতা অন্যতম বৈশিষ্ট্যসাধারনত কবর দেওয়া উত্তর-দক্ষিন 

দিকে মুখ করে।

 আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ

দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে 

সাবস্ক্রাইব করে নাও 

 


 

 

 

 


Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown ২৫ জুন, ২০২১ এ ৭:০৪ AM

    Nice posts

Add Comment
comment url