CLASS-VII, HISTORY, MODEL ACTIVITY TASK-1,2021// মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১ পরিবেশ ও ইতিহাস সপ্তম শ্রেণি

 

CLASS-VII, HISTORY, MODEL ACTIVITY TASK-1,2021//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১

পরিবেশ ও ইতিহাস

সপ্তম শ্রেণি


CLASS-VII, HISTORY, MODEL ACTIVITY TASK-1,2021



১. ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা।

২. ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা।

নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

১. সেনযুগে বৌদ্ধধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল – এই উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখাে।

২. প্রাচীন বাংলার যে অঞল ও নদী গুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছে, তার একটি তালিকা তৈরি করাে।

৩. ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করাে। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতিই কেন জরুরি? দুটি অথবা তিনটি বাক্যে লেখাে।

৪. পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হত তার একটি তালিকা তৈরি করাে। সেই ফসলগুলির কোন কোনটি এখনাে চাষ করা হয়?

 

 উত্তরসমূহ

 

১. সেন যুগে বৌদ্ধধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল – এই উক্তিটির সপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখাে।

উঃ- পাল রাজারা বদ্ধো ধর্মের অনুরাগী ছিলেন তাই পাল যুগে বাংলা পদ্য ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল কিন্তু সেন রাজারা ব্রাহ্মণ ও ধর্মকে প্রাধান্য দিতেন। ব্রাহ্মণ্য ধর্মের মধ্যে বৈদিক ধর্ম ও পৌরাণিক ধর্ম এই দুইয়ের মিশন ঘটেছিল সেন যুগে। সেন বংশের বল্লাল সেন সমাজ সংস্কার করে রক্ষণশীল গোড়া ব্রাহ্মন্য ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন। সেন যুগে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব থাকলেও তা বিশেষ প্রধান্য পেত না।

২. প্রাচীন বাংলার যে অঞল ও নদী গুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায়ে পড়েছে, তার একটি তালিকা তৈরি করাে।

 প্রাচীন বাংলার যে অঞল গুলির নাম আমি  দ্বিতীয় অধ্যায়ে পড়েছি  সেগুলি হল-

SL No

 বাংলার অঞল

 1.

 বরেন্দ্র

 2.

 বঙ্গ

 3.

 বঙ্গাল

 4.

গৌড়

 5.

সমটত ও

 6.

 হারিকেল

 

প্রাচীন বাংলার যে নদী গুলির নাম আমি  দ্বিতীয় অধ্যায়ে পড়েছি  সেগুলি হল-

 

SL No

 বাংলার অঞল

 1.

 ভাগীরথী

 2.

 পদ্মা-

 3.

 মেঘনা

 4.

যমুনা

 5.

দামোদর

 

৩. ভারতের সামন্ততন্ত্রকে একটি ছবি এঁকে বর্ণনা করাে। সামন্ততন্ত্রকে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিডের আকৃতিই কেন জরুরি? দুটি অথবা তিনটি বাক্যে লেখাে।

সাধারণভাবে সামন্ততন্ত্র বলতে এক বিশেষ ধরনের শাসনতান্ত্রিক কাঠামাে বােঝায় যেখানে কেন্দ্রীর শক্তির অধীনে বিভিন্ন আঞ্চলিক শক্তির বিকাশ ঘটে এবং কেন্দ্রীয় প্রশাসনের পরিবর্তে স্থানীয় ভূস্বামীদের হাতে রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে থাকে।


ভারতের সামন্ততন্ত্রের ছবি বা চিত্র আঁকতে গেলে একটি ত্রিভুজের মত দেখায় কারণ, ভারতের শাসনব্যবস্থার স্তম্ভে সবথেকে উপরে অবস্থান করেন রাজা, তার নীচের স্তরে থাকেন মহাসামন্তরা তার আবার নীচে থাকে একাধিক উপ-সামন্তরা । এভাবেই ধীরে ধীরে বাড়তে বাড়তে শেষের স্তরে আমরা দেখতে পাই ভুমিদাস বা কৃষকদের। এখানে দেখা যাচ্ছে যে নিচের থেকে উপরের স্তর ক্রমশ সরু হয়ে যাচ্ছে এবং ত্রিভুজ বা পিরামিডের মতো আকৃতি নিচ্ছে। তাই আমরা ভারতের সামন্ততন্ত্র যখনই ব্যাখ্যা করব তার চিত্রটি স্বাভাবিকভাবেই ত্রিভুজ বা পিরামিডের মতো করে ব্যাখ্যা করতে হবে।

 ৪. পাল ও সেন যুগে কী কী ফসল চাষ হত তার একটি তালিকা তৈরি করাে। সেই ফসলগুলির কোন কোনটি এখনাে চাষ করা হয়?

 

পাল-সেন যুগের ফসল

SL No

পাল-সেন যুগের ফসল

 1.

ধান

 2.

সরষে

 3.

আম

 4.

কাঠাল

 5.

কলা

 6.

 ডালিম

7.

খেজুর

8.

নারকেল

9.

কার্পাস বা তুলো

10.

পান

11.

সুপারি

12.

এলাচ

13.

মহূয়া

 

পাল ও সেন যুগের যে সব ফসলের চাষ হতো সেই সব ফসলের চাষ এখনো হয়। যেমন ধান, সর্ষে বিভিন্ন ফল, এলাচ, তুলো পান-সুপারি ইত্যাদি।

 


 

 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url