CLASS-VI, MATH, MODEL ACTIVITY TASK-1//
মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১
গণিত
ষষ্ঠ শ্রেণি
CLASS-VI, MATH, MODEL ACTIVITY TASK-1 |
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.7994424 -এই সংখ্যাটিতে তিনটি 4-এর স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করাে।
২. একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহু দৈর্ঘ্যে সমান।
৩. 1টি বর্গাকার তৈরির জন্য 4টি দেশলাই-এর কাঠি, 2টি বর্গাকার তৈরির জন্য 2 x 4 টি দেশলাই -এর কাঠির প্রয়ােজন।এইভাবে এটি বর্গাকার তৈরির জন্য মােট কাঠির সংখ্যা কতাে হবে? এই সংখ্যাটির ধ্রুবক এবং চল লেখাে।
৪. একটি ছবি আঁকতে সমীরের 1 ঘণ্টার অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘণ্টার অংশ সময় লাগলে, কে কত
মিনিট সময় নিয়েছে? কার কতাে বেশি সময় লেগেছে?
উত্তরসমূহ
১.7994424 -এই সংখ্যাটিতে তিনটি 4-এর স্থানীয় মানগুলির সমষ্টি নির্ণয় করাে।
উঃ- 7994424 -এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান হল- 4x1000=4000
7994424 -এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান হল- 4x100-400
7994424 -এই সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান হল- 4x1=4
অতএব, 7994424 -এই সংখ্যাটিতে তিনটি 4-এর স্থানীয় মানগুলির সমষ্টি হল
4000+400+4= 4404
২. একটি স্থূলকোণী ত্রিভুজ আঁকো যার দুটি বাহু দৈর্ঘ্যে সমান।
উঃ-
৩. 1টি বর্গাকার তৈরির জন্য 4টি দেশলাই-এর কাঠি, 2টি বর্গাকার তৈরির জন্য 2 x 4 টি দেশলাই -এর কাঠির প্রয়ােজন।এইভাবে n টি বর্গাকার তৈরির জন্য মােট কাঠির সংখ্যা কতাে হবে? এই সংখ্যাটির ধ্রুবক এবং চল লেখাে।
উঃ- 1 টি বর্গাকার তৈরির জন্য 4টি দেশলাই-এর কাঠি লাগে
2 টি বর্গাকার তৈরির জন্য 2 x 4= 8 টি দেশলাই এর কাঠি লাগে
n টি বর্গাকার তৈরির জন্য n x 4= 4n টি দেশলাই এর কাঠি লাগে
অতএব, n টি বর্গাকার তৈরির জন্য n x 4= 4n টি দেশলাই এর কাঠি লাগে
এখানে চলরাশি হল- n
এবং ধ্রুবক হল- 4
৪. একটি ছবি আঁকতে সমীরের 1 ঘণ্টার ⅖ অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘণ্টার 5/12 অংশ সময় লাগলে, কে কত মিনিট সময় নিয়েছে? কার কতাে বেশি সময় লেগেছে?
উঃ- সমীরের সময় লেগেছে 1 ঘন্টার 2/5 অংশ= 60x2/5=24 মিঃ
মিতার সময় লেগেছে 1 ঘন্টার 5/12 অংশ= 60x5/12=25 মিঃ
অতএব, সমীর সময় নিয়েছে 24 মিঃ
মিতা সময় নিয়েছে 25 মিঃ
এবং মিতা সমীরের থেকে 1 মিঃ সময় বেশী নিয়েছে
আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে নাও