CLASS-VI, BENGALI, MODEL ACTIVITY TASK-2, 2021// মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা ষষ্ঠ শ্রেণি

0

                               CLASS-VI, BENGALI, MODEL ACTIVITY TASK-2, 2021//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

বাংলা

ষষ্ঠ শ্রেণি

 CLASS-VI, BENGALI, MODEL ACTIVITY TASK-2, 2021


১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

১.১ ও তাে পথিক জনের ছাতা

– পথিক জনের ছাতাটি কী?

১.২ ‘কী দেখছিলে বাইরে’?

– এই প্রশ্নের উত্তরে শংকর কী বলেছিল?

১.৩ ‘স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে।– কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে?

১.৪ ‘মন-ভালাে-করা’ কবিতায় কবি রােদুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?

১.৫ ‘একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে, পশুদের ভাষার জ্ঞান।

– কে একথা বলেছেন?

১.৬ ‘ঘাসফড়িং’ কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং -এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল?

১.৭ কুমােরে পােকা কীভাবে মাকড়সা শিকার করে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :

২.১ বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয় -- অতঃ + এব = অতএব / ছন্দঃ + বদ্ধ = ছন্দবদ্ধ | সরঃ + বতী = সরস্বতী নিঃ + অবধি = নিরবধি

২.২ যেটি জোড়বাঁধা সাধিত শব্দ নয় – দয়াময় / দশানন / তেলেভাজা / সিংহাসন

২.৩ বিসর্গসন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে, এমন দুটি উদাহরণ দাও।

 

 

উত্তরসমূহ

 

 

 ১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :


১.১ ও তাে পথিক জনের ছাতা

– পথিক জনের ছাতাটি কী?


উঃ- আলােচ্য উক্তিটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা 'ভরদুপুরে' কবিতা থেকে নেওয়া হয়েছে কবিতাটিতে অশ্বত্থ গাছকে পথিক জনের ছাতা বলা


১.২ ‘কী দেখছিলে বাইরে’?

– এই প্রশ্নের উত্তরে শংকর কী বলেছিল?


উঃ- মাষ্টারমশাই এর এই প্রশ্ন শুনে শংকর ঘাবড়ে গেলাে এবং বললাে শঙ্খচিল দেখছিলাম মাষ্টারমশাই।




১.৩ ‘স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে।– কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে?


উঃ- আলােচ্য কবিতাটিতে পাইন গাছ আকাশে নয়ন তুলে বরফের রুপালি কাপড় পড়ে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে।


১.৪ ‘মন-ভালাে-করা’ কবিতায় কবি রােদুরকে কীসের সঙ্গে তুলনা করেছেন?


উঃ- মন-ভালাে-করা কবিতায় কবি রােদুরকে মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করেছেন।


১.৫ ‘একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, সেটি হচ্ছে, পশুদের ভাষার জ্ঞান।– কে একথা বলেছেন?


উঃ- রিউ বেন ক্যাস্টাং নামক একজন সাহেব এ কথা বলেছেন।


১.৬ ‘ঘাসফড়িং’ কবিতায় কবির সঙ্গে ঘাসফড়িং -এর নতুন আত্মীয়তা কখন শুরু হয়েছিল?


উঃ- কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতাই কবি যখন ঝির ঝির বৃষ্টির পর ভিজে ঘাসে পা দিয়েছেন তখনই ঘাসফড়িং এর সাথে তার আত্মীয়তা শুরু হলাে।


১.৭ কুমােরে পােকা কীভাবে মাকড়সা শিকার করে?


উঃ- কোন রকমে মাকড়সা একবার চোখে পড়লেই হল, ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে। কিন্তু কামড়ে ধরে একেবারে মেরে ফেলে না। শরীরে হুল ফুটিয়ে এক রকম বিষ ঢেলে দেয়। একবার হুল ফুটিয়ে নিরস্ত হয় না । কোন কোন মাকড়সাকে ৫/৭ বার হুল ফুটিয়ে দেয়। মাকড়সা অসাড় হয়ে পড়লে রে তাকে কুটিরের মধ্যে নিয়ে আসে। এইভাবে কুমােরে পােকা মাকড়সা শিকার করে।


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :


২.১ বিসর্গ সন্ধির ক্ষেত্রে যেটি ঠিক নয়


অতঃ + এব = অতএব

ছন্দঃ + বদ্ধ = ছন্দবদ্ধ

সরঃ + বতী = সরস্বতী

নিঃ + অবধি = নিরবধি


২.২ যেটি জোড়বাঁধা সাধিত শব্দ নয় – দয়াময় / দশানন / তেলেভাজা / সিংহাসন


২.৩ বিসর্গসন্ধির ফলে বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হয়েছে, এমন দুটি উদাহরণ দাও।


উঃ- নিঃ+ আনন্দ= নিরানন্দ

চক্ষুঃ+রোগ= চক্ষুরোগ

আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ

দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে 

সাবস্ক্রাইব করে নাও 

 




 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top