CLASS-V, MATH, MODEL ACTIVITY TASK-2, 2021// মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পঞ্চম শ্রেণি

                                   CLASS-V, MATH, MODEL ACTIVITY TASK-2, 2021//

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

গণিত

পঞ্চম শ্রেণি 

 CLASS-V, MATH, MODEL ACTIVITY TASK-2,



১. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও :

৪২০ মিনিটে হয়

(ক) ৭ ঘণ্টা

(খ) ৮ ঘন্টা

(গ) ৬ ঘণ্টা

(ঘ) ৪ ঘন্টা

২. শূন্যস্থান পূরণ করাে :

দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু.____

৩. নীচের প্রশ্নগুলি উত্তর দাও :

(ক) উপর নীচে বসিয়ে যােগ করাে :

৫৬৮৫২ + ২০২০৮ + ৪০৬ + ৫০

(খ) দুটি সংখ্যার গ. সা. গু. ৫ ও ল. সা. গু. ৬০, একটি সংখ্যা ১৫ হলে, অন্য সংখ্যাটি কতাে?

৪। ৭৫ লিটার কেরােসিন তেল ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু-প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে?



উত্তরসমূহ


১. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও :

৪২০ মিনিটে হয়

উঃ- (ক) ৭ ঘণ্টা

(খ) ৮ ঘন্টা

(গ) ৬ ঘণ্টা

(ঘ) ৪ ঘন্টা


২. শূন্যস্থান পূরণ করাে :

দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু.____

 

উঃ- সংখ্যা দুটির গুনফল


৩/ (ক) উপর নীচে বসিয়ে যােগ করাে :

৫৬৮৫২ + ২০২০৮ + ৪০৬ + ৫০

উঃ- ৫৬৮৫২

        ২০২০৮

             ৪০৬

       +      ৫০

____________

        ৭৭৯১৬




৩/ (খ) দুটি সংখ্যার গ. সা. গু. ৫ ও ল. সা. গু. ৬০, একটি সংখ্যা ১৫ হলে, অন্য সংখ্যাটি কতাে?


উঃ- দুটি সংখ্যার গ.সা.গু= ৫

       

       দুটি সংখ্যার ল.সা.গু= ৬০

একটি সংখ্যা ১৫

অপর সংখ্যাটি হবে = (ল.সা.গু x গ.সা.গু)÷একটি সংখ্যা  

                             = (৬০ x ৫)÷১৫

                                 = ২০



৪। ৭৫ লিটার কেরােসিন তেল ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু-প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে?


উঃ- ৭৫ লিটার কেরোসিন ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের একটি টিনে ভরলে সবথেকে বড় টিন লাগবে ২৫ লিঃ এর

(৭৫ ও ২৫ এর গ.সা.গু করে পাই= ২৫)

৭৫ লিটার কেরোসিন রাখার জন্য টিন লাকগবে ৭৫÷ ২৫= ৩ টি

এবং ২৫ লিটার পেট্রোলের জন্য টিন লাগবে ২৫÷ ২৫= ১ টি

প্রতি টিনে ২৫ লিটার করে তেল ধরবে।

আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ

দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে 

সাবস্ক্রাইব করে নাও 






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url