CLASS-V, MATH, MODEL ACTIVITY TASK-2, 2021//
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
গণিত
পঞ্চম শ্রেণি
CLASS-V, MATH, MODEL ACTIVITY TASK-2, |
১. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও :
৪২০ মিনিটে হয়
(ক) ৭ ঘণ্টা
(খ) ৮ ঘন্টা
(গ) ৬ ঘণ্টা
(ঘ) ৪ ঘন্টা
২. শূন্যস্থান পূরণ করাে :
দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু.____
৩. নীচের প্রশ্নগুলি উত্তর দাও :
(ক) উপর নীচে বসিয়ে যােগ করাে :
৫৬৮৫২ + ২০২০৮ + ৪০৬ + ৫০
(খ) দুটি সংখ্যার গ. সা. গু. ৫ ও ল. সা. গু. ৬০, একটি সংখ্যা ১৫ হলে, অন্য সংখ্যাটি কতাে?
৪। ৭৫ লিটার কেরােসিন তেল ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু-প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে?
উত্তরসমূহ
১. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও :
৪২০ মিনিটে হয়
উঃ- (ক) ৭ ঘণ্টা
(খ) ৮ ঘন্টা
(গ) ৬ ঘণ্টা
(ঘ) ৪ ঘন্টা
২. শূন্যস্থান পূরণ করাে :
দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু.____
উঃ- সংখ্যা দুটির গুনফল
৩/ (ক) উপর নীচে বসিয়ে যােগ করাে :
৫৬৮৫২ + ২০২০৮ + ৪০৬ + ৫০
উঃ- ৫৬৮৫২
২০২০৮
৪০৬
+ ৫০
____________
৭৭৯১৬
৩/ (খ) দুটি সংখ্যার গ. সা. গু. ৫ ও ল. সা. গু. ৬০, একটি সংখ্যা ১৫ হলে, অন্য সংখ্যাটি কতাে?
উঃ- দুটি সংখ্যার গ.সা.গু= ৫
দুটি সংখ্যার ল.সা.গু= ৬০
একটি সংখ্যা ১৫
অপর সংখ্যাটি হবে = (ল.সা.গু x গ.সা.গু)÷একটি সংখ্যা
= (৬০ x ৫)÷১৫
= ২০
৪। ৭৫ লিটার কেরােসিন তেল ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু-প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে?
উঃ- ৭৫ লিটার কেরোসিন ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের একটি টিনে ভরলে সবথেকে বড় টিন লাগবে ২৫ লিঃ এর
(৭৫ ও ২৫ এর গ.সা.গু করে পাই= ২৫)
৭৫ লিটার কেরোসিন রাখার জন্য টিন লাকগবে ৭৫÷ ২৫= ৩ টি
এবং ২৫ লিটার পেট্রোলের জন্য টিন লাগবে ২৫÷ ২৫= ১ টি
প্রতি টিনে ২৫ লিটার করে তেল ধরবে।
আমাদের পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
দ্রুত আপডেট পেতে আমাদের ইউটুব চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে নাও