ইতিহাস সপ্তমশ্রেনী প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন ও উত্তর
ইতিহাস সপ্তমশ্রেনি প্রথমঅধ্যায় 2 নম্বরের প্রশ্ন ও উত্তর |
1.ইতিহাস বলতে কী বােঝাে ?
মানুষের জীবনযাত্রা ও মানবসভ্যতার ক্রমবিকাশের কাহিনিই হল ইতিহাস।
2.আমরা ইতিহাস পড়ি কেন ?
আমরা ইতিহাস পড়ি, অতীতের মানবসভ্যতার কাহিনি তথা মানবসভ্যতার ক্রমবিকাশের কাহিনি জানার জন্য।
3.ইতিহাসের উপাদান বলতে কী বােঝাে ?
সমস্ত বিষয় বা সূত্র থেকে অতীত দিনের কথা জানা যায় তাকেই বলা হয়, ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানগুলিকে নানা ভাগে ভাগ করা যায়। যেমন— লেখ, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য ও লিখিত উপাদান ।
4.প্রত্নতাত্ত্বিক উপাদান কী ?
মাটি খুঁড়ে যে-সমস্ত ‘প্রত্ব বা প্রাচীন নথিপত্রগুলি পাওয়া যায়, তাকেই বলা হয় ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান।
5.লিখিত উপাদান বলতে কী বােঝাে?
প্রাচীন যুগের ইতিহাস জানতে গেলে কিছু লেখ বা লিপি এবং সাহিত্যমূলক গ্রন্থের ওপর নির্ভর করতে হয়। এই উপাদানগুলিকেই বলা হয় লিখিত উপাদান।
6.শিলালিপি কী ?
প্রাচীনকালের রাজারা তাদের রাজ্যবিস্তার, শাসনব্যবস্থা ও কৃতিত্ব সম্পর্কে মানুষকে জানানাের জন্য কিছু কথা পাথরের গায়ে লিপির আকারে খােদাই করে গেছেন। এই লিপিগুলিকেই বলা হয় শিলালিপি ।
7.ইতিহাসে সময় মাপার হিসাবগুলি কী কী ?
ইতিহাসের সময় মাপার হিসাব বা এককগুলি হল— তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ ইত্যাদি।
8.প্রাচীন ইতিহাসের দুটি উপাদানের নাম লেখাে।
প্রাচীন ইতিহাসের দুটি উপাদানের নাম হল- লেখ ও মুদ্রা।
9.তাম্রলেখ কাকে বলে ?
ঐতিহাসিক যুগের রাজারা তাঁদের কীর্তি ও গুণাবলি প্রচার করার জন্য তামার পাতে সেইসব কথা খােদিত করিয়েছিলেন। এগুলিকেই তাম্রলেখ বলা হয়।
10.প্রাচীন ভারতের দুটি তাম্ৰলেখ-এর নাম লেখাে।
প্রাচীন ভারতের দুটি তাম্রলেখ হল খালিমপুর তাম্ৰলেখ’ ও ‘গৌড় তাপট ।
11.প্রাচীন ভারতের দুটি শিলালেখ-এর নাম লেখাে।
প্রাচীন ভারতের দুটি শিলালেখ-এর নাম ‘এলাহাবাদ শিলালেখ’ (প্রশস্তি) এবং ‘আইহােল’ শিলালেখ (প্রশস্তি)।
12. সুলতানি বা মােগল যুগে ‘বিদেশি’ কাদে বলা হত ?
সুলতানি বা মােগল যুগে থাম বা শহরের বাইরে থেকে আসা যে-কোনাে লােককেই ‘বিদেশি’ বলা হত।
13.হিদুষ বলতে কী বােঝায় ?
উত্তর-পশ্চিম ভারতের সিধুনদের দ্বীপ এলাকা কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। তখন এই অঞ্চলকে বলা হত হিদুষ। ইরানি ভাষায় সিধুর স’-এর উচ্চারণ বদলে গিয়ে হয়েছিল ‘হ'। ফলে সিন্ধু-বিধৌত অঞ্চলগুলি হিদুষ নামে পরিচিত হয়।
14.হিন্দুস্থান বলতে কোন্ অঞ্চলকে বােঝায় ?
গ্রিকদের বিবরণী থেকে জানা যায় যে, উত্তরে হিমালয় ও দক্ষিণে সমুদ্র—এই প্রধান দুই সীমানার মধ্যবর্তী এলাকা হিন্দুস্থান নামে পরিচিত। ২৬২ খ্রিস্টাব্দে ইরানের সাসানীয় শাসকের খােদাই করা শিলালেখতে হিন্দুত্থান কথাটি পাওয়া যায়।
15.কবে এবং কোন শাসকের শিলালিপি থেকে হিন্দুস্থান শব্দটির সঙ্গে পরিচিতি ঘটে ?
২৬২ খ্রিস্টাব্দে খােদিত সাসানীয় শাসকের শিলালিপি থেকে হিন্দুস্থান শব্দটির সঙ্গে পরিচিতি ঘটে।
16.কার এবং কোন গ্রন্থে হিন্দুস্থান শব্দের দ্বারা সমগ্র ভারতকে বােঝানাে হয়েছে ?
দশম শতকের শেষভাগে অজ্ঞাতনামা এক লেখকের ‘হুদুদ অল্ আলম রচিত গ্রন্থে হিন্দুস্থান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বােঝানাে হয়েছে।
17.সাধারণভাবে ইতিহাসের সময়কালকে ক-টি এবং কী কী ভাগে ভাগ করা হয় ?
সাধারণভাবে ইতিহাসের সময়কালকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা—প্রাচীনযুগ, মধ্যযুগ ও আধুনিকযুগ।
File Details -
PDF Name / Book Name : ইতিহাস সপ্তমশ্রেনী প্রথম অধ্যায় 2 নম্বরের প্রশ্ন ও উত্তর
Language : Bengali
Size : 466 kb
Download Link : Click Hereto Download