200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর (Part-1)

0

 

200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-1)


200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর (Part-1)

1.   ‘গঙ্গইকোণ্ড চোল’ উপাধি কে ধারণ করেন-প্রথম রাজেন্দ্র চোল

2.       ‘পবন দূত’  এর রচয়িতা কে-ধোয়ী

3.       বেঙ্গল হরকরাপ্রকাশিত হয় কবে-১৭৯৮ সালে

4.       ‘মনসবদারী প্রথাকর প্রবর্তন করেন ? - আকবর

5.       অকালি আন্দোলন কোথায় হয়েছিল-পাঞ্জাব

6.       অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি-জাতক

7.       অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে-শচীন্দ্রকুমার বসু

8.       অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন-বিক্রমশিলা বিহার এর

9.       অদ্বৈতবাদের প্রবক্তা কে-শংকরাচার্য

10.    অদ্ভুত সাগর কে রচনা করেন-বল্লাল সেন

11.    অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়-পোদ্দন

12.    অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা কে-কালিদাস

13.    অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন- শিশির কুমার ঘোষ

14.    অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দিরটি কে তৈরী করেন ? -গুরু রামদাস

15.    অল বিরুনি কার সঙ্গে ভারতে আসেন-সুলতান মামুদ

16.    আঙ্কোরভাট এর মন্দির কোন দেবতার-বিষ্ণু

17.    আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন ? - আকবর

18.    আমির খসরু কার সভাকবি ছিলেন-আলাউদ্দিন খলজির

19.    আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে-৭১২ সালে

20.    ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন-শিশির কুমার ঘোষ

21.    ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট-রাষ্ট্রকূট

22.    ইলতুৎমিসের রাজত্বকালে কোন মােঙ্গল নেতা ভারত আক্রমণ করেন-চেঙ্গিস খাঁ

23.    ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়-১৮৮৩ সালে

24.    ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে-ফারুকশিয়ার

25.    ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে-১৮৬৬ সালে

26.    উড়িষ্যার কোন মন্দির কে ব্ল্যাক প্যাগোডা বলা হয়-কোনারকের সূর্য মন্দির কে

27.    উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে-১৮৫৪ সালে

28.    এলিফ্যান্ট গুহামন্দির কোন রাজাদের আমলে তৈরি? -চালুক্য

29.    এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে-উইলিয়াম জোন্স

30.    ঔরঙ্গজেব কাকে 'পার্বত্য মুষিকবলে অভিহিত করেন ? - শিবাজিকে

31.    কাকোরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন-  রামপ্রসাদ বিসমিল

32.    কালিদাস কার সভাকবি ছিলেন- দ্বিতীয় চন্দ্রগুপ্তের

33.    কাশ্মীরের আকবর কাকে বলা হয় ? -জয়নাল আবেদিনকে

34.    কিরাতাৰ্জুনীয়ম কে রচনা করেন-ভারবি

35.    কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন ? - জব চার্নক

36.    কে ফারসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন ? - বাদাউনী

37.    কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

38.    কে 'সড়ক--আজম' (গ্র্যান্ড ট্রাঙ্ক রোডনির্মাণ করেন ? -শেরশাহ

39.    কোন মন্দিরে নটরাজ মূর্তি জগতবিখ্যাত-তাঞ্জোর

40.    কোন সুলতান ‘চাহেলগান’ বা চল্লিশ চক্র গঠন করেছিলেন-ইলতুৎমিস

41.    কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন-প্রথম নরসিংহ বর্মন

42.   কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন-প্রথম নরসিংহ বর্মন

43.    কোল বিদ্রোহ হয় কত সালে- ১৮৩১ সালে

44.    ক্যাপ্টেন হকিন্স কার সময় ভারতে আসেন-জাহাঙ্গীর

45.    কুনিক উপাধি কে গ্রহণ করেন- অজাতশত্রু

46.    কনিষ্কের সভাকবি কে ছিলেন- অশ্বঘোষ

47.   কুমারসম্ভব কে লেখেন-কালিদাস

48.    কম্বোজের ‘বেয়নের মন্দির’টি কোন দেবতার মন্দির-শিবের মন্দির

49.    কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে- ১৭৮১ সালে

50.    কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে- বেন্টিঙ্কের আমলে

51.    কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে-১৮৩৫ সালে

52.    কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন-দ্বিতীয় তৈলপ

53.    কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন-চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে

54.    খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয় ? ১৫২৭ খ্রিস্টাব্দে

55.    খিলাফত আন্দোলন হয় কত সালে-১৯২০ সালে

56.    খেদা সত্যাগ্রহ হয় কত সালে- ১৯১৮ সালে

57.    খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন-জালালউদ্দিন খলজি

58.    গঙ্গোইকোন্ড উপাধি কে গ্রহণ করেন-প্রথম রাজেন্দ্র চোল

59.    গান্ধার শিল্প কোন যুগের- কুষাণ যুগের

60.    গান্ধী আরউইন চুক্তি অপর নাম কি- দিল্লি চুক্তি

61.    গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়- ১৯৩১ সালে

62.    গান্ধী বুড়ি কাকে বলা হয়- মাতঙ্গিনী হাজরা

63.    গান্ধীজী প্রথম সত্যাগ্রহ কোথায় করেন- দক্ষিণ আফ্রিকার নাটালে

64.    গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে-জয়দেব

65.    গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়-গুপ্ত যুগে

66.    গদর পার্টির প্রতিষ্ঠাতা কে- লালা হরদয়াল

67.    গুপ্তাব্দের প্রচলন কবে হয়- ৩২০ সালে

68.    চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন-দ্বিতীয় পুলকেশী

69.    চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে-১৭৯৩ সালে

70.    চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন-বিজয়ালয়

71.    চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন-বীর রাজেন্দ্র চোল দেব

72.    চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন-কারিকল

73.    চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি-ব্রহ্মচর্য

74.    চর্যাপদ রচিত হয়েছিল কোন যুগে-পাল যুগে

75.    ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে-১৭৭০ সালে

76.    জাভার বরবুদুর এর স্তুপ রাজাদের সৃষ্টি-শৈলেন্দ্র রাজাদের

77.    তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন-রাজরাজ চোল

78.    তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেন-রাজরাজ

79.    তাহাকিব-অল-অখলক কে রচনা করেন-সৈয়দ আহমেদ

80.    তৈমুর লং এর ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিলেন-নাসিরউদ্দিন মামুদ

81.    তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন-১৩৯৮ সালে

82.    তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কার আমলে-লর্ড হেস্টিংস এর আমলে

83.    তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে-টিপু  কর্নওয়ালিস এর মধ্যে

84.    তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল-১১৯২ সালে

85.    তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে-১১৯২ সালে

86.    তরাইনের প্রথম যুদ্ধ হয় কত সালে-১১৯১ সালে

87.    তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন-মহাম্মদ  ঘুরী

88.    দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে-১৮৭৫ সালে

89.    দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে-ঔরঙ্গজেবের আমলে

90.    দানসাগর  অদ্ভুত সাগর কে রচনা করেন-বল্লাল সেন

91.    দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন-আলাউদ্দিন খলজী

92.    দিল্লির সুলতানির পত্তন কে করেছিলেন-কুতুবউদ্দিন আইবক

93.    দিল্লির সুলতানদের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার’ উপাধি কে গ্রহণ করেন-আলাউদ্দিন খলজী

94.    দুদুমিয়া কে ছিলেন-ফরাজি আন্দোলনের নেতা

95.    ধীমান কে-পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী

96.    নাগানন্দ কে রচনা করেন-হর্ষবর্ধন

97.    নিকোলো কন্টি কার আমলে ভারতে আসেন-প্রথম দেবে রায়ের আমলে

98.    নিস্ক  মনা কোন যুগের মুদ্রা-বৈদিক

99.    নৌ বিদ্রোহ কত সালে হয়- ১৯৪৬ সালে

100.পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন- ওয়ারেন হেস্টিংস

101.পাটলিপুত্র কোথায় অবস্থিত-গণ্ডক-গঙ্গা-শোন নদীর সঙ্গম স্থলে

102.পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল ? - ১৫৫৬ খ্রিস্টাব্দে

103.পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয় ?- ১৫২৬ খ্রিস্টাব্দে

104.পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? -দেবপাল

105.পুনা চুক্তি হয় কত সালে- ১৯৩২ সালে

106.প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌ বাহিনী ছিল-চোল

107.প্রিয়দর্শীকা কে লিখেন- হর্ষবর্ধন

108.পরিব্রাজক রচনা করেন কে- স্বামী বিবেকানন্দ

109.পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন-অনন্ত বর্মন

110.পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়-অনন্ত বর্মন

111.প্রজ্ঞাপারমিতা কে রচনা করেন-অতীশ দীপঙ্কর

112.পুরন্দরের চুক্তি হয় কত সালে-১৭৭৬ সালে

113.            পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে-ইংরেজ  মারাঠাদের মধ্যে

114.পরমেশ্বর পরমভট্টরক মহারাজাধিরাজ উপাধি কে নেন-ধর্মপাল  দেবপাল দুজনেই

115.পুলিশি ব্যবস্থা সংস্কার করেন কে- লর্ড কর্নওয়ালিস

116.পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন-অপরাজিত বর্মন

117.পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন-রাজা অপরাজিত পল্লব

118.পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন-প্রথম নরসিংহ বর্মন

119.পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে-প্রথম নরসিংহ বর্মন

120.পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল-থানেশ্বর

121.ফা হিযেন কত বছর ভারতে ছিলেন-১৫ বছর

122.ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে-১৮০০ সালে

123.ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন- সুভাষচন্দ্র বসু

124.বঙ্গভঙ্গ রদ করা হয় কবে?- 1911 সালে

125.বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ? - মুর্শিদকুলি খাঁ

126.বাঙালি সমাজে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন-বল্লাল সেন

127.বাতাপিকোণ্ড উপাধি কে গ্রহণ করেন-প্রথম নরসিংহ বর্মন

128.বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন-দ্বিতীয় কীর্তিবর্মন

129.বাহমনী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন-ফিরোজ শাহ

130.বিক্রম শীল উপাধি কে গ্রহণ করেন- ধর্মপাল

131.বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে-১৮৬৪ সালে

132.বিলহন রচিত গ্রন্থের নাম কি-বিক্রমাংকদেব চরিত

133.বিশ্বম্ভর কার নাম ছিল?

134.বৈদিক যুগের প্রধান বাহন কি ছিল-ঘোড়া

135.বজ্ৰসূচী কে রচনা করেন-অশ্বঘোষ

136.বন্দীজীবন কে লেখেন-শচীন সান্যাল

137.বন্দেমাতরাম কি-একটি ইংরেজী দৈনিক

138.ব্রহ্মানন্দ উপাধি কে পান-কেশবচন্দ্র সেন

139.বৃহত্তথা কে লেখেন-গুণাঢ্য

140.ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন- গান্ধীজি

141.ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কেগ ছিলেন-ড রাজেন্দ্র প্রসাদ

142.ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন- চম্পারনে

143.ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা কারা চালু করে-কুষাণরা

144.ভারতের কোন বিহারটি সবচেয়ে প্রাচীন? -তক্ষশীলা

145.ভারতের প্রাচীনতম গ্রন্থ হল?-ঋকবেদ

146.ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা-তুর্কি

147.ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন- লর্ড মাউন্টব্যাটেন

148.ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে– বাসুদেব বলবন্ত ফাঁড়কে

149.ভার্সাই সন্ধি কত সালে হয়-১৭৮৩ সালে

150.ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে-ইংল্যান্ড  ফ্রান্সের মধ্যে

151.ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন-কেশব চন্দ্র সেন

152.ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শেরশাহ প্রবর্তিত দলিল দুটির নাম কি ? - পাট্টা  কবুলিয়ত

153.মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন-আলাউদ্দিন খলজী

154.মালবিকাগ্নিমিত্রম কে লেখেন-কালিদাস

155.মাস্টারদা নামে কে পরিচিত- সূর্য সেন

156.মিতাক্ষরা আইন কে রচনা করেন-বিজ্ঞানেশ্বর

157.মিলিন্দপহ কে লেখেন-নাগসেন

158.মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন-চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে

159.মেঘদুত এর রচয়িতা কে- কালিদাস

160.মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন?-জা ফ্রঁসোয়া জারিজ

161.মোঘলযুগে তাম্রমুদ্রার নাম কি ছিল ? - দাম

162.            ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়-ইংরেজ  টিপু সুলতানের মধ্যে

163.ম্যাঙ্গা্লোরের সন্ধি হয় কত সালে-১৭৮৪ সালে

164.মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার ড়াপত্তন করেন কে-ইলতুৎমিস

165.মর্লেমিন্টো সংস্কার হয় কত সালে-১৯০৯ সালে

166.মুসলমানেরা কাকে জিন্দাপীর বলত- ঔরঙ্গজেবকে

167.মহাম্মদ ঘুরীর প্রকৃত নাম কি ছিল-মুইজউদ্দিন

168.মহামল্ল উপাধি কে গ্রহণ করেন-প্রথম নরসিংহ বর্মন

169.মহেন্দ্রাদিত্য উপাধি কে গ্রহণ করেন-প্রথম কুমার গুপ্ত

170.রঙ্গিলা খান কে কি বলা হয়-দ্বিতীয় আকবর

171.রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়- ১৯৩০ সালে

172.রাওলাট আইন পাস হয় কত সালে- ১৯১৯ সালে

173.রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে- ১৯১৭ সালে

174.রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন-দন্তীদুর্গ

175.রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন-দন্তিদুর্গ

176.রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন-তৃতীয় গোবিন্দ

177.রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন-তৃতীয় গোবিন্দ

178.লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন-বহুলুল লোদী

179.শকাব্দ কে প্রচলন করেন- কনিষ্ক

180.শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন- হর্ষবর্ধন

181.শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন-দয়ানন্দ সরস্বতী

182.শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি-বৈষ্ণব

183.শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কি ছিল-আদিনাথ চন্দ্রগর্ভ

184.সগৌলির সন্ধি হয় কত সালে-১৮১৬ সালে

185.সাইমন কমিশন কত সালে ভারতে আসে- ১৯২৮ সালে

186.সাঁচি স্তুপ কোথায় অবস্থিত-ভোপাল

187.সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে- শিমুক

188.সিংহবিন্দুর সভাকবি কে ছিলেন-ভারবি

189.সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন-বিজয় সেন

190.সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন-বল্লাল সেন

191.সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন-সুলতান মামুদ

192.স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে-আদিত্য (১ম)

193.স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন কে করেছিলেন- যতীন দাস

194.সম্রাট জাহাঙ্গীর কোন শিখগুরুর প্রাণদন্ড দেন ? - গুরু অর্জুন সিংহ

195.সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমন করেন-১৭ বার

196.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেনহরিশচন্দ্র মুখোপাধ্যায়

197.হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে-১৮৬৭ সালে

198.হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়-আমির খসরু কে

199.হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে- বিম্বিসার

200.হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল ? - ১৫৭৬ খ্রিস্টাব্দে

 File Details -

PDF Name / Book Name 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস  প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top