176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস
প্রশ্ন ও উত্তর(Part-2)
1. .লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- বহলুল লোদী
2. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি?
উত্তর:- আঙ্কোরভাটের বিষ্ণু মন্দির
3. লাখবক্স নামে কে পরিচিত ছিলেন?
উত্তর:- কুতুবউদ্দিন আইবক
4. কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন?
উত্তর:- মোহম্মদ বিন তুঘলক
5. তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন?
6. উত্তর:- নাসিরুদ্দিন মাহমুদ শাহ
7. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- খিজির খাঁ সৈয়দ
8. লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর:- ইব্রাহিম লোদী
9. বাংলায় ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:-লশামসুদ্দিন ইলিয়াস শাহ
10. বাংলায় ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন? উত্তর:- জালালউদ্দিন ফতেশাহ
11. বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়?
উত্তর:- আলাউদ্দিন হোসেন শাহ
12. বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- জাফর খাঁ
13. বাহনী বংশের শেষ সুলতান কে ছিলেন?
উত্তর:- কলিমউল্লাহ শাহ
14. আদিনা মসজিদ কে নির্মান করেন?
উত্তর:- সিকান্দার শাহ
15. কার সমাধির উপর পান্ডুয়ার একলাখী মসজিদ নির্মিত হয়েছে?
16. উত্তর:- নসরৎ শাহ
17. বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুনরাজ খাঁ উপাধি পান?
18. উত্তর:- মালাধর বসু
19. শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে?
উত্তর:- মালাধর বসু
20. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
উত্তর:- জয়নাল আবেদীন
21. পদ্মপুরাণ কে রচনা করেন?
উত্তর:- বিজয় গুপ্ত
22. বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর : কৃষ্ণদেব রায়
23. আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:- কৃষ্ণদেব রায়
24. কাকে ‘অন্ধ্র কবিতার পিতামহ’ বলা হয়?
উত্তর:- তেলেগু কবি পেদ্দন কে
25. ইবনবতুতা রচিত ভ্রমণ বৃত্তান্ত টির নাম কি?
উত্তর:- রেহলা।
26. সমরখন্দে জুম্মা মসজিদ’ কে নির্মান করেন?
উত্তর:- তৈমুর লং
27. ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক কে ছিলেন?
উত্তর:- গুরু রামানন্দ
28. নানক কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর:- লাহোরে
29. রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন?
উত্তর:- কবীর
30. শিখদের ধর্মগ্রন্থের নাম কি?
উত্তর:- গ্রন্থসাহেব
31. .গ্রন্থসাহেব প্রথম সংকলন কে করেন?
উত্তর:- গুরু অর্জুন।
32. অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির টি কে নির্মাণ করেন?
উত্তর:- গুরু রামদাস
33. কুতুব মিনারের নির্মাণকার্য কার আমলে শেষ হয়?
উত্তর:- ইলতুৎমিস
34. মিতাক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর:- বিজ্ঞানেশ্বর
35. ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- বাবর
36. মধ্য যুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামান ব্যবহার করেন?
উত্তর:- বাবর
37. কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মুঘল শাসনের ছেদ পড়ে?
উত্তর:- বিল্বগ্রামের যুদ্ধ
38. বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন?
উত্তর:- তুর্কি
39. হুমায়ুননামা র রচয়িতা কে?
উত্তর:- বাবর কন্যা গুলবদন বেগম
40. হুমায়ুনের সেনাপতি কে ছিলেন?
উত্তর:- বৈরাম খাঁ
41. বিল্বগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন?
উত্তর:- হুমায়ূনকে
42. শেরশাহের প্রকৃত নাম কি?
উত্তর:- ফরিদ খাঁ
43. দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- আদিল শাহ
44. শেরশাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন একজন হিন্দু তার নাম কি?
উত্তর:- ব্রহ্মজিৎ গৌড়
45. পাট্টা ও কবুলিয়ত কে প্রচলন করেন?
উত্তর:- শেরশাহ।
46. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর:- 1761 খ্রিস্টাব্দে
47. শেরশাহের সমাধি মন্দির কোথায় অবস্থিত?
উত্তর:- সাসারামে
48. বিক্রমজিত উপাধি কে গ্রহণ করেন?
উত্তর:- হিমু
49. হলদিঘাটের যুদ্ধ আকবর সাথে কার হয়েছিল?
উত্তর:- রানা প্রতাপ সিংহ
50. হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর:- মানসিংহ
51. দ্বীন-ই-ইলাহী নামে এক ধর্মমত কে প্রচার করেন?
উত্তর:- আকবর
52. ‘আকবর নামা’ ও ‘আইন-ই-আকবরী’ কে রচনা করেন? উত্তর:- আবুল ফজল
53. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? উত্তর:- বৈরাম খাঁ এবং হিমু।
54. নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয়?
উত্তর:- আকবর
55. ,ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন?
উত্তর:- আকবর
56. তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন?
উত্তর:- আকবর
57. আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন?
উত্তর:- শেখ মুবারক
58. সুর সাগর এর রচয়িতা কে?
উত্তর:- সুরদাস
59. ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেছিলেন?
উত্তর:- বীর সিং বুন্দেলা
60. নুরজাহানের পূর্ব নাম কি ছিল?
উত্তর:- মেহেরুন্নেসা
61. জাহাঙ্গীর কোন শিখ গুরু কে হত্যা করেন?
উত্তর:- অর্জুন।
62. শাহজাহান কত সালে সিংহাসনে আরোহন করেন?
উত্তর:- 1628 খ্রিস্টাব্দে
63. শাহজাহানের আমলে বাংলার রাজধানী কি ছিল?
উত্তর:- রাজমহল
64. শাহজাহানের শাসন কালে দেশে এসেছেন এমন একজন বিদেশীর নাম কি?
উত্তর:- উইলিয়াম হকিন্স
65. শাহজাহানের শিল্পসৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি?
উত্তর:- ময়ূর সিংহাসন
66. শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি?
উত্তর:- তাজমহল
67. কার রাজত্বকাল কে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়?
উত্তর:- শাহজাহান
68. দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ দুর্গ লাল কেল্লা নির্মাণ করেন?
উত্তর:- যমুনা
69. ময়ূর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে যান কে?
উত্তর:- নাদির শাহ
70. নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসনে আরোহন করেন? উত্তর:- ঔরঙ্গজেব
71. আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন?
উত্তর:- ঔরঙ্গজেব
72. ঔরঙ্গজেব কোন শিখ গুরু কে বন্দী করেন?
উত্তর:- গুরু তেগ বাহাদুর
73. মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো?
উত্তর:- ঔরঙ্গজেব
74. পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর:- ঔরঙ্গজেব ও শিবাজীর মধ্যে
75. ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক’ বলে অভিহিত করেন? উত্তর:- শিবাজী কে
76. .ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করেন?
উত্তর:- 1679 খ্রিস্টাব্দে
77. শিবাজী রাজধানী কোথায় ছিল?
উত্তর:- রায়গড়
78. শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়?
উত্তর:-১৬৭৪ খ্রিস্টাব্দে
79. শিবাজী ‘বাঘ নখ দিয়ে কাকে হত্যা করেন?
উত্তর:- আফজাল খাঁকে
80. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে?
উত্তর:- মঙ্গল পান্ডে
81. সবাইয়ের সন্ধি কত সালে হয়?
উত্তর:-1782 সালে
82. জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর:- ডাফরিন।
83. গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে?
উত্তর:- অশ্বত্থা
84. কবিরের ভক্তিমূলক গান কে কি বলে?
উত্তর:-দোঁহা
85. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? উত্তর:-মলেমিন্টো
86. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল?
উত্তর:- ফার্সি
87. অতীশ দীপঙ্কর কে ছিলেন?
উত্তর:-বৌদ্ধ পণ্ডিত
88. জামা মসজিদ কে নির্মান করেন?
উত্তর:-শাহজাহান
89. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর:-কৃষ্ণকুমার মিত্র
90. 1792 খ্রিঃ বেনারসে কে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? উত্তর:-জোনাথন ডানকান
91. 1817 খ্রিষ্টাব্দে কোলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজের বর্তমানে কি নামে পরিচিত?
উত্তর:-প্রেসিডেন্সি কলেজ
92. . 1882 খ্রিঃ দমন মূলক দেশীয় সংবাদপত্র আইন কে প্রত্যাহার করেন?
উত্তর:-লর্ড রিপন
93. 1946 খ্রি অন্তর্বর্তী সরকারের মুসলিম লিগ নেতা কে ছিলেন?
উত্তর:-লিয়াকত আলি
94. 1950 খ্রিষ্টাব্দে নাগা জাতীয় কাউন্সিলের সর্বসম্মত সভাপতি কে নির্বাচিত হন?
উত্তর:-ফিজো
95. 1951 সালে NEFA বলতে কোন অঞ্চলকে বোঝায়?
উত্তর:- নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি
96. A nation in making' কার লেখা?
উত্তর:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
97. C.R.Martin কার ছদ্মনাম?
উত্তর:- মানবেন্দ্রনাথ রায়
98. Gathering storm গ্রন্থের লেখক কে?
উত্তর:-চার্চিল
99. GCPI-এর পুরু নাম কী?
উত্তর:-জেনারেল কমিটি অব্ পাবলিক ইন্সট্রাকশন।
100. ILO বলতে কী বোঝো?
উত্তর:-Tes: Internationl Labour Organization
101.INA-এর সম্পুর্ন নাম কি?
উত্তর:- ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি
102.Life divine গ্রন্থের রচ্যিতা কে?
উত্তর:-শ্রী অরবিন্দ ঘোষ
103.M.N.Roy(মানবেন্দ্রনাথ রায়)-এর আসল নাম কি?
উত্তর:-নরেন্দ্রনাথ ভট্টাচার্য
104.MEIN KEMPF-এর রচয়িতা কে?
উত্তর:-হিটলার।
105.N.E.FA- কী?
উত্তর:-নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি।
106.NATO-এর পুরো নাম কী?
উত্তর:- North
Atlantic Trity Organization(নর্থ আটলান্টিক ত্রিয়েটি অর্গানাইজেসন)
107.NEFA-এর পুরু নাম কী?
উত্তর:-নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি
108.. Now or never-ইস্তাহার কার রচনা? উত্তর:-চৌধুরী রহমত আলি
109.Poverty and un-British rule in India-
গ্রন্থের লেখক কে? উত্তর:-দাদাভাই নৌরজি
110.SEATO কে গঠন করেন?
উত্তর:-মার্কিন যুক্তরাষ্ট্র
111.Soul of India(ভারতের আত্মা)-গ্রন্থটির রচয়িতা কে? উত্তর:- মহাত্মা গান্ধি
112.The blue mutiny'-গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:- ব্লেয়ার কিং।
113.The Indian Struggle-গ্রন্থটি কে রচনা করেন? উত্তর:- সুভাসচন্দ্র বসু।
114.TISCO-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- জামসেদজি টাটা
115.UNO-এর পুরু নাম কি?
উত্তর:- ইউনাইটেড নেশন্স অর্গানাইজেন
116.Welth politik- গ্রন্থটির লেখক কে?
উত্তর:- অটোভন বিমার্ক
117.. White Man's Burden তত্ত্ব কারা প্রচার করেন?
উত্তর:- ইউরোপীয় সাম্রাজ্যবাদীগণ
118.WHO-এর পুরু নাম কী?
উত্তর:- ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেসন
119.অক্ষচুক্তি কাদের মধ্যে হয়?
উত্তর:-রোম- বার্লিন- টোকিও
120.অক্ষশক্তি কাদের বলা হয়?
উত্তর:- ইতালি-জার্মানি-জাপান
121.অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে?
উত্তর:- মুখ্যমন্ত্রী
122.অনুশীলন সমিতি কবে স্থাপিত হয়?
উত্তর:-1902 খ্রিঃ
123.অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- সতীসচন্দ্র বসু
124.অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে?
উত্তর:-প্রমথনাথ মিত্র
125.অনুশীলন সমিতির সভাপতি কে ছিলেন?
উত্তর:- সতীশচন্দ্র বসু
126.অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- গণেশ সাভারকর ও বিনায়ক সাভারকর
127.অ্যাকাডেমিক অ্যাসোসিয়ন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
128.অ্যান্টি সার্কুলার সােসাইটি কে স্থাপন করেন?
উত্তর:- শচীন্দ্র প্রসাদ বসু
129.অ্যাসেস অন ইন্ডিয়ান ইকোনমিক গ্রন্থটির রচয়িতা কে? উত্তর:- মহাদেব গোবিন্দ রানাডে
130.অর্থনৈতিক লুণ্ঠন তত্ত্ব কে প্রচার করেন?
উত্তর:- 1922খ্রিঃ
131.‘অর্ধনগ্ন ফকির’- নামে কে পরিচিত?
উত্তর:- মহাত্মা গান্ধি
132.অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্দকে কে হত্যা করেন? উত্তর:- ম্যাভরিলো প্রিন্সেপ
133.অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এমন দুজন মহিলার নাম লেখো।
উত্তর:- বাসন্তী দেবী ও সরোজিনী নাইডু
134.আইন অমান্য আন্দোলনের দুজন নারী নেতৃর নাম করো। উত্তর:-সরোজিনী নাইডু ও বাসন্তী দেবী
135.আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনেরেল কে ছিলেন?
উত্তর:- লর্ড আরুউইন
136.আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার কোথায় হয়েছিল?
উত্তর:-লালকেল্লায়
137.আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়?
উত্তর:- 1941 খ্রিঃ
138.আত্মসমর্পণের দলিল কবে জার্মানি স্বাক্ষর করে?
উত্তর:- 1918 খ্রিঃ, 11 নভেম্বর
139.আত্মীয় সভা কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 1815 খ্রিঃ
140.আত্মীয় সভা কে গঠন করেন?
উত্তর:- রাজা রামমোহন রায়
141.আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত?
উত্তর:- 15 জন
142.আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উত্তর:-নেদারল্যান্ড এর দ্যা হেগ-এ
143.আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর:-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
144.আনজ নীতি কী?
উত্তর:- অস্ট্রিয়া দখলের জন্য হিটলার কর্তৃক গৃহীত
145.আমার স্বপ্নের ভারত(The India of my dreams) কে বলেছিলেন?
উত্তর:- ডঃ আব্দুল কালাম
146.আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন?
উত্তর:- গান্ধিজি
147.আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- স্বামী দয়া নন্দ সরস্বতী
148.আর্যসমাজ কত সালে সারা ভারত শুদ্ধি সভা গঠন করেন? উত্তর:- 1877 খ্রিঃ
149.আলি ভ্রাতৃদ্বয় কাদের বলা হয়?
উত্তর:- মহম্মদ আলি ও শওকত আলি।
150.আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী কে ছিলেন? উত্তর:- নরেন গোঁসাই
151.আলীগড় আন্দোলনের প্রবর্তক কে?
উত্তর:- স্যার সৈয়দ আহমদ খান
152.আলীগড় কলেজের প্রথম অধক্ষ্য কে ছিলেন?
উত্তর:- স্যার থিওডর বেক
153.আসাম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 1905 খ্রিঃ।
154.ইউরোপের রুগ্নমানুষ কাকে বলা হয়?
উত্তর:- তুরস্ক।
155.ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন? উত্তর:- রমেশচন্দ্র দত্ত
156.ইকবাল কে ছিলেন?
উত্তর:- একজন উর্দু কবি, যিনি সারে জাহাসে আচ্ছা গান রচনা করেছিলেন।
157.ইটালি কবে আবিসিনিয়া দখল করেন?
উত্তর:- 1936 খ্রিঃ
158.ইতালিতে কার্বোনারি দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- ম্যাৎসিনি
159.ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- ডঃ বি. আর আম্বেদকর
160.ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- শ্যামজি কৃষ্ণ বর্মা
161.ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- সুৰ্য্যসেন
162.ইন্দো চীনের বর্তমান নাম কী?
উত্তর:- ভিয়েতনাম।
163.
কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন?
উত্তর:- প্রথম কৃষ্ণ
164.খানুয়ার যুদ্ধ হয় কত সালে?
উত্তর:- 1527 খ্রিস্টাব্দে
165.তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- গিয়াসউদ্দিন তুঘলক
166.
তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর:- 1565খ্রিস্টাব্দে
167.তুজক-ই-বাবর-ই’ আত্মজীবনী টি কে লেখেন?
উত্তর:- বাবর
168.দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন?
উত্তর:- বহলুল লোদী
169.পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করায় কোন স্তুপ কে?
উত্তর:- বরবুদুরের স্তুপকে
170.পরিষদ ছিল?
উত্তর:- শিবাজীর
171.ভারত অভিযানে সুলতান মামুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? উত্তর:- আনন্দপাল
172.ভারতে প্রথম মুসলমান আক্রমণ কারী কারা
উত্তর:- আরবরা
173.ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত?
উত্তর:- মোহম্মদ বিন তুঘলক
174.‘শাহজাহান’ উপাধি দান করেন?
উত্তর:- খুররম কে
175.‘হাজারা মন্দির’ ও ‘বিটল স্বামী মন্দির’ কে নির্মাণ করেন? উত্তর:- কৃষ্ণদেব রায়
176.হিন্দু উত্তরাধিকার আইন এর গ্রন্থ ‘দায়ভাগ’ এর প্রণেতা কে ছিলেন?
উত্তর:- জীমৃত বাহন
File Details -
PDF Name / Book Name : 176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-2)
Language : Bengali
Size : 540 kb
Download Link : Click Here to Download
For More Questions Download Link are bellow
File Details -
PDF Name / Book Name : 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download