নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায়||১ মার্কের প্রশ্ন ও উত্তর||বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ||Class 9 History 2nd Chapter||1 mark Questions & Answers
নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর |
নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায়|১ মার্কের প্রশ্ন ও উত্তর|বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো|নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|Nine History Examination|নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|এছাড়াও তোমরা ইতিহাস মক টেস্ট পেয়ে যাবে|History Mock Test| Class 9 History Question and Answer|এই ওয়েবসাইটের মাধ্যমে নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|এটি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।
তো বন্ধুরা নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ থেকে ১ মার্কের প্রশ্ন ও উত্তর আলোচনা করা আছে। আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায়|১ মার্কের প্রশ্ন ও উত্তর|বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
1. প্যারিসের দ্বিতীয় সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ- ১৮১৫ খ্রিস্টাব্দে
2. কোন্ গ্রন্থে নেপোলিয়নের রুশ অভিযানের কাহিনি জানা যায়?
উঃ- লিও টলস্টয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’
3. ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন কাকে পরাস্ত করেন?
উঃ- অস্ট্রিয়াকে
4. নেপোলিয়ন কবে রাশিয়া অভিযান করেন?
উঃ- ১৮১২ খ্রিস্টাব্দে
5. নেপোলিয়নকে প্রথম কোন্ দ্বীপে নির্বাসন দেওয়া হয়?
উঃ- এলবা দ্বীপে
6. লিজিয়ন অব অনার' কে প্রবর্তন করেন?
উঃ- নেপোলিয়ন
7. নেপোলিয়ন কবে, কোন্ সন্ধি দ্বারা সিংহাসন ত্যাগ করে এলবা দ্বীপে নির্বাসিত হন?
উঃ- ১৮১৪ খ্রিষ্টাব্দে
8. নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ কোনটি?
উঃ- ওয়াটার লুর যুদ্ধ
9. ওয়াগ্রামের যুদ্ধে (১৮০৯ খ্রি.) নেপোলিয়ন কাকে পরাস্ত করেন ?
উঃ- অস্ট্রিয়াকে
10. নেপোলিয়ন কবে ফ্রান্সের সম্রাট হন?
উঃ- ১৮০৪ খ্রিস্টাব্দে
11. সেন্ট হেলেনা দ্বীপটি কোথায় অবস্থিত?
উঃ- ফ্রান্স থেকে ৫ হাজার মাইল দূরে আটলান্টিক মহাসাগরে
12. এলবা দ্বীপটি কোথায় অবস্থিত?
উঃ- ফ্রান্স ও ইতালির মাঝে ভূমধ্যসাগরের উত্তর দিকে
13. কর্সিকা দ্বীপটি কোথায় অবস্থিত?
উঃ- ফরাসি উপকূল থেকে ১০০ মাইল দূরে ভূমধ্যসাগরে কর্সিকা দ্বীপটি
14. এলবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ন ফ্রান্সে কত দিন রাজত্ব করেন ?
উঃ- ১০০ দিন
15. নেপোলিয়ন কোন্ দ্বীপে নির্বাসিত হন?
উঃ- সেন্ট হেলেনা দ্বীপে
16. নেপোলিয়ন কোন ইংরেজ সেনাপতির কাছে চুড়ান্তভাবে পরাজিত হন?
উঃ- ডিউক অফ ওয়েলিংটন
17. কোন্ যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ধর্টে?
উঃ- ওয়াটার্লর যুদ্ধে
18. কে বলেছিলেন ‘স্পেনের ক্ষতই আমার ধ্বংসের কারণ?
উঃ- নেপোলিয়ন
19. কবে, কোথায় নেপোলিয়নের মৃত্যু হয়েছিল?
উঃ- ৫ মে ১৮২১ খ্রিস্টাব্দে সেন্ট হেলেনা দ্বীপে
20. ওয়াটার যুদ্ধে কে, কার কাছে পরাজিত হন?
উঃ- নেপোলিয়ন ওয়েলিংটন ও ব্লকারের সম্মিলিত বাহিনীর কাছে
21. কোথায় নেপোলিয়নের অভিষেক সম্পন্ন হয়?
উঃ- নটোরডাম গির্জায়
22. ওয়াটার যুদ্ধ কবে হয়েছিল?
উঃ- ১৮ জুন ১৮১৫ খ্রিস্টাব্দে
23. ড্রেসডেনের যুদ্ধে নেপোলিয়ন কাকে পরাস্ত করেন?
উঃ- অস্ট্রিয়াকে
24. লাইপজিগের যুদ্ধে কটি দেশ শামিল হয়েছিল?
উঃ- ১৩টি
25. লাইপজিগের যুদ্ধ কী নামে পরিচিত?
উঃ- ‘জাতিসমূহের যুদ্ধ’
26. বোরোডিনের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?
উঃ- ১৮১২ খ্রিস্টাব্দে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে
27. কবে ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তিজোট গঠিত হয়?
উঃ- ১৮১৩ খ্রিস্টাব্দে
28. উপদ্বীপের কোন্ যুদ্ধে ফরাসি বাহিনীর চূড়ান্ত পরাজয় হয়?
উঃ- ভিত্তোরিয়ার যুদ্ধে
29. নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি’ কোন অভিযানে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছিল?
উঃ- রাশিয়া অভিযানে
30 ‘পোড়ামাটির নীতি’ কোন্ দেশ গ্রহণ করেছিল?
উঃ- রাশিয়া
31. নেপোলিয়নের পতাকার চিহ্ন কী ছিল?
উঃ- ঈগল।
32. কবে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের উচ্ছেদ ঘটিয়ে ক্ষমতা দখল করেন?
উঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে
33. কাকে বিপ্লবের সন্তান বলা হয়?
উঃ- নেপোলিয়নকে
34. ‘জুন্টা’ কী?
উঃ- নেপোলিয়ন বিরোধী স্পেনের জাতীয়তাবাদী আন্দোলনের বিদ্রোহী সংগঠন
35. স্পেন দখল করে নেপোলিয়ন কাকে স্পেনের সিংহাসনে বসান?
উঃ- তাঁর ভ্রাতা জোশেফ বোনাপার্টকে
36. নেপোলিয়ন কবে পোর্তুগাল দখল করেন?
উঃ- ১৮০৭ খ্রিস্টাব্দে
37. জার্মানিতে ‘কোড নেপোলিয়ন’ কবে প্রবর্তিত হয়?
উঃ- ১৮১০ খ্রিস্টাব্দে
64. পেনিনসুলার যুদ্ধ কবে হয়?
উঃ- ডিসেম্বর ১৮০৮ খ্রিস্টাব্দে
38. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের রাজ্য আক্রমণ করেন?
উঃ- ১৮০৯ খ্রিস্টাব্দে
39. কনফেডারেশন অফ দি রাইন’ কে গঠন করেন?
উঃ- নেপোলিয়ন
40. কনফেডারেশন অফ দি রাইন’ কবে গঠিত?
উঃ- ১৮০৬ খ্রিস্টাব্দে।
41. ‘আমি বিপ্লবকে ধ্বংস করেছি’ উক্তিটি কার?
উঃ- নেপোলিয়নের।
42. ফ্রান্সে ডাইরেক্টরি শাসনব্যবস্থা কত দিন চালু ছিল?
উঃ- ১৭৯০-৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত
43. নেপোলিয়নের প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কী?
উঃ- ব্যাংক অফ ফ্রান্স।
44. নেপোলিয়নের সেনাবাহিনীকে কী বলা হত ?
উঃ- ‘মহতী সেনাদল’ (গ্রান্ড আর্মি)
45. নেপোলিয়নের শাসনকালে ফ্রান্সে ক-টি ডিপার্টমেন্ট বা বিভাগ ছিল?
উঃ- ৮৩ টি
46. অর্ডারস ইন কাউন্সিল’ কবে ঘোষিত হয়?
উঃ- ১৮১০ খ্রিস্টাব্দে
47. তৃতীয় বর্ষের সংবিধান কী?
উঃ- ১৭৯৫ খ্রি. ডাইরেক্টরি শাসন
48. কোন্ রাজবংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডস এর সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়?
উঃ- অরেঞ্জ রাজবংশ
49. নেপোলিয়ন প্রেসবার্গের সন্ধি (১৮০৫ খ্রি.) কোন্ দেশের সঙ্গে করেছিলেন?
উঃ- অস্ট্রিয়ার সম্রাট দ্বিতীয় ফ্রান্সিসের সঙ্গে
50. নেপোলিয়নের আইন পরিষদের একজন সক্রিয় সদস্যের নাম
উঃ- ট্রনসেন।
51. বেলেনের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়?
উঃ- ১৮০৭ খ্রিস্টাব্দে স্পেন ও ফ্রান্সের মধ্যে
52 নেপোলিয়ন কবে মিলান ডিক্রি জারি করেন?
উঃ- ১৮০৬ খ্রিস্টাব্দে
53. কেন নেপোলিয়ন মিশর অভিযান করেন?
উঃ- ইংল্যান্ডের সঙ্গে ভারতস্থ ব্রিটিশ সাম্রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন করতে
54. নেপোলিয়ন কবে বার্লিন ডিক্রি জারি করেন?
উঃ- ১৮০৬ খ্রিস্টাব্দে
55. ফ্রিডল্যান্ডের যুদ্ধ কবে হয়েছিল?
উঃ- ১৮০৭ খ্রিস্টাব্দে
56. ফ্রিডল্যান্ডের যুদ্ধে (১৮০৭ খ্রি.) নেপোলিয়ন কাকে পরাজিত করেন?
উঃ- রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারকে
57. কবে মহাদেশীয় অবরোধ শুরু হয়েছিল?
উঃ- ১৮০৬ খ্রিস্টাব্দে
58. নেপোলিয়ন কর্তৃক ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের নাম কী?
উঃ- মহাদেশীয় অবরোধ।
59. নেপোলিয়ন কবে ‘লিজিয়ন অব অনার’ প্রবর্তন করেন?
উঃ- ১৮০২ খ্রিস্টাব্দে
60. মহাদেশীয় ব্যবস্থার ফলে ফ্রান্সে কীসের সংকট দেখা দেয়?
উঃ- কঁচামালের
61. গ্রান্ড ডাচি অব ওয়ারিশ কী?
উঃ- টিলসিটের চুক্তির পর প্রাশিয়ার অন্তর্ভুক্ত পোল্যান্ড নিয়ে নেপোলিয়ন গ্রান্ড ডাচি অব ওয়ারিশ গঠন করেন।
62. টিলসিট-এর সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
উঃ- রুশ জার প্রথম আলেকজান্ডার ও ফরাসি সম্রাট নেপোলিয়নের মধ্যে।
63. নেপোলিয়ন কবে পোর্তুগাল দখল করেন?
উঃ- ১৮০৭ খ্রিস্টাব্দে
64. কে কনসুলেটের সংবিধান রচনা করেন?
উঃ- অ্যাবে সিয়েস
65. ‘ইউনির্ভাসিটি অব ফ্রান্স’ কে প্রতিষ্ঠিত করেন?
উঃ- নেপোলিয়ন
66. জেনার যুদ্ধে নেপোলিয়ন কোন্ রাজ্যকে পরাজিত করেন?
উঃ- প্রাশিয়াকে
67. জেনার যুদ্ধ কবে হয়েছিল?
উঃ- ১৮০৬ খ্রিস্টাব্দে।
68. ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ন কোন্ দেশের কাছে পরাজিত হন?
উঃ- ইংল্যান্ডের কাছে
69. ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল?
উঃ- ১৮০৫ খ্রিস্টাব্দে।
70. উলম-এর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ- ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে
71. তৃতীয় রাষ্ট্রজোট কবে গঠিত হয়?
উঃ- ১৮০৫ খ্রিস্টাব্দে
72. নেপোলিয়ন কোন কোন রাজবংশ নিয়ে কিংডম অব ওয়েস্টফেলিয়া গঠন করেন?
উঃ- হ্যানোভার, ব্রান্সউইক, হেসেকোসল প্রভৃতি
73. অ্যামিয়েন্স-এর সন্ধি কবে হয়েছিল?
উঃ- ১৮০২ খ্রিস্টাব্দে।
74. লুনেভিলের সন্ধি (১৮০১ খ্রি.) কাদের মধ্যে হয়েছিল?
উঃ- অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে
75. ১৭৯৩ খ্রিস্টাব্দে ইংরেজ নৌবহরের অবরোধ থেকে তুলো বন্দরকে কে মুক্ত করেন?
উঃ- নেপোলিয়ন
76. ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়ার ম্যারেঙ্গার যুদ্ধ কবে হয়েছিল?
উঃ- ১৮০০ খ্রিস্টাব্দে
77. কবে ফ্রান্সে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮০০ খ্রিস্টাব্দে
78. কবে ফ্রান্স বিরোধী চতুর্থ শক্তিজোট গঠিত হয়?
উঃ- ১৮১৩ খ্রিষ্টাব্দে
79. কবে ফ্রান্সে জাতীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮০০ খ্রিষ্টাব্দে
80. কে নেপোলিয়নকে প্রথম ফ্রান্সের সম্রাট বলে স্বীকৃতি দেয়?
উঃ- পোপ সপ্তম পায়াস
81. কবে ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট গঠিত হয়?
উঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দে
82. কবে ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট গঠিত হয়?
উঃ- ১৭৯৩ খ্রিস্টাব্দে
83. ফরাসি সমাজের বাইবেল’ কাকে বলা হয়?
উঃ- কোড নেপোলিয়নকে
84. কবে ফ্রান্স বিরোধী প্রথম শক্তিজোট গঠিত হয়?
উঃ- ১৭৯৩ খ্রিস্টাব্দে
85. ‘সিভিল কোড’ বা ‘কোড নেপোলিয়ন’ রচনার জন্য মোট ক-টি অধিবেশন হয়েছিল?
উঃ- ৮৪ টি
86. নেপোলিয়ন কবে এবং কত বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীতে যোগ দেন?
উঃ- ১৭৮৫ খ্রিস্টাব্দে মাত্র
87. ‘সিভিল কোড’ কবে ‘কোড নেপোলিয়ন নামে পরিচিত হয়?
উঃ- ১৮০৭ খ্রিস্টাব্দে
88. কোড নেপোলিয়নে ক-টি ধারা আছে?
উঃ- ২২৮৭টি
89. নেপোলিয়নের সঙ্গে পোপের ধর্ম মীমাংসা চুক্তি (১৮০১ খ্রি.) কী নামে পরিচিত?
উঃ- কনকরডাট
90. ফ্রান্সের প্রদেশগুলি কী নামে পরিচিত?
উঃ- ডিপার্টমেন্ট
91. নেপোলিয়ন কবে ‘সিভিল কোড’ চালু করেন?
উঃ- ১৮০৪ খ্রিস্টাব্দে
92. নেপোলিয়ন কত বছর বয়সে ফ্রান্সের সম্রাট হন?
উঃ- ৩৫ বছর
93. নীলনদের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হন?
উঃ- ইংরেজ সেনাপতি নেলসনের কাছে
94. কবে নেপোলিয়ন স্থায়ীভাবে ফ্রান্সের প্রথম কনসাল পদে বসেন?
উঃ- ১৮০২ খ্রিস্টাব্দে
95. ব্লমেইয়ার ঘটনা কী?
উঃ- নেপোলিয়ন কর্তৃক ডাইরেক্টরি ক্ষমতার উচ্ছেদ সাধন ও ফ্রান্সের ক্ষমতা দখল
96. নীলনদের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?
উঃ- ১৭৯৮ খ্রিস্টাব্দে, ইংল্যান্ডের সঙ্গে নেপোলিয়নের।
97. নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন?
উঃ- ফরাসি জাতির সম্রাট।
98. কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান' বলা হয়?
উঃ- নেপোলিয়ান বোনাপার্টকে
99. কার নেতৃত্বে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে ?
উঃ- নেপোলিয়ান বোনাপার্টের
100. ডাইরেক্টরি কী?
উঃ- ফ্রান্সের জাতীয় সভা পাঁচজন ডাইরেক্টর ও আইনসভার মাধ্যমে যে শাসনব্যবস্থা চালু করেন
101. কোন সাহিত্যিকের বর্ণনা থেকে নেপোলিয়ানের রাশিয়া অভিযানের কথা জানা যায় ?
উঃ- লিও টলস্টয় রচিত ‘ওয়ার অ্যান্ড পিস’ নামক গ্রন্থ থেকে
102. পেনিনসুলার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?
উঃ- নেপোলিয়ান বোনাপার্ট এবং স্পেন ও পোর্তুগালের অধিবাসীদের মধ্যে
103. নেপোলিয়ান পোপ সপ্তম পায়াসকে কেন বন্দি করেন ?
উঃ- পোপ সপ্তম পায়াস নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ অমান্য করায়
104. ইউনিভার্সিটি অফ ফ্রান্স’ কে প্রতিষ্ঠা করেন?
উঃ- নেপোলিয়ান বোনাপার্ট
105. ‘বোনাপার্টিস্ট কোলবার্টিজম’ কী ?
উঃ- নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সে শিল্পোন্নয়নের জন্যযে পদক্ষেপ নিয়েছিলেন
106. 1795 খ্রিস্টাব্দে নতুন সংবিধান অনুসারে কতজন ডাইরেক্টরকে নিয়ে গঠিত আইনসভার হাতে ফ্রান্সের শাসন পরিচালনা ও আইন প্রণয়নের দায়িত্ব অর্পিত হয় ?
উঃ- পাঁচজন
107. নেপোলিয়ান ছাড়া আর দুজন কনসালের নাম
উঃ- রজার ডুকোস ও অ্যাবে সিয়েস।
108. নেপোলিয়ানের কয়েকজন উল্লেখযোগ্য সৈন্যাধ্যক্ষের নাম
উঃ- ম্যাসেনা, ক্যামবেসেরেস, লেবার্ন
109. কোন গির্জায় নেপোলিয়ানের ফরাসি সম্রাট রূপে অভিষেক ক্রিয়া সম্পন্ন হয় ?
উঃ- নটারদাম গির্জায়
110. ফরাসি সমাজের বাইবেল' কাকে বলা হয় ?
উঃ- নেপোলিয়ানের আইন- সংহিতাকে
111. নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিক্রি জারি করেন ?
উঃ- 1807 খ্রিস্টাব্দে
112. পদাতিক সেনাবাহিনীর অফিসারদের জন্য নেপোলিয়ান বোনাপার্ট কোন্ কলেজ নির্মাণ করেন?
উঃ- ‘সেন্ট সেসির সামরিক কলেজ
113. করুন্নার যুদ্ধ’ কাদের মধ্যে সংঘটিত হয়?
উঃ- ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে 1809 খ্রিস্টাব্দে
114. প্রেসবার্গের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ- 1805 খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্য
115. রাশিয়া কেন পোড়ামাটি নীতি অনুসরণ করে ?
উঃ- নেপোলিয়ান ফ্রান্স আক্রমণ করায়
116. নেপোলিয়ানের কোথায় মৃত্যু হয়?
উঃ- সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায়
117. ডাইরেক্টরি শাসনব্যবস্থা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়?
উঃ- 1795 খ্রিস্টাব্দে
118. লেজিসলেচার’ কী?
উঃ- ফ্রান্সের আইনভার নিম্নকক্ষকে বলা হত লেজিসলেচার।
119. কবে ও কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ সংঘটিত হয়?
উঃ- 1798 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে
120. ফন্টেন ব্লু’-র সন্ধি দ্বারা নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেওয়া হয় ?
উঃ- এলবা দ্বীপে
121. কত খ্রিস্টাব্দে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ- 1801 খ্রিস্টাব্দে
122. ধর্মমীমাংসা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ- নেপোলিয়ান ও পোপ সপ্তম পায়াসের মধ্যে
123. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ানব্যাংক অফ ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন?
উঃ- 1800 খ্রিস্টাব্দে
124. কবে ও কাদের মধ্যে নীলনদের যুদ্ধ সংঘটিত হয় ?
উঃ- 1798 খিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে
125. নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উঃ- 1769 খ্রিস্টাব্দের 15 আগস্ট
126. ট্রাইবুনেট’কী?
উঃ- ফ্রান্সের আইনসভার উচ্চকক্ষের নাম ট্রাইবুনেট।
127. ‘আর্মি অফ ইংল্যান্ড’ কাকে বলা হত?
উঃ- নেপোলিয়ান বোনাপার্ট ইংল্যান্ডকে পরাজিত জন্য যে বৃহৎ নৌবাহিনী গঠন করেন
128. নেপোলিয়ান কোন্ সামরিক বিদ্যালয়ে শিক্ষালাভ করেন?
উঃ- ব্রিয়েনের সামরিক বিদ্যালয়
129. উপদ্বীপের যুদ্ধের সময় স্পেনের রাজপদে কে অধিষ্ঠিত ছিলেন ?
উঃ- চতুর্থ চার্লস।
130. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন ?
উঃ- 1812 খ্রিস্টাব্দে
131. নেপোলিয়ান ফরাসি বাহিনীকে বিব্রত করার জন্য স্পেনীয় জনতা কী ব্যবস্থা গ্রহণ করেছিল?
উঃ- চোরাগোপ্তা হামলা বা গেরিলা যুদ্ধ
132. কত খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধ সংঘটিত হয়?
উঃ- 1815 খ্রিস্টাব্দে
133. গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ সংগঠন তৈরির পর নেগেট ডাচিকে কোন রাজার শাসনাধীনে রাখেন?
উঃ- স্যাক্সনির
134. ইটালির উত্তরে কোন্ প্রজাতন্ত্র সুইস কনফেডারেশন পরিণত হয় ?
উঃ- হেলেভেটিক
135. সুইস কনফেডারেশনের কয়টি ক্যানটন ফ্রান্সের ওপর নির্ভরশীল ছিল?
উঃ- উনিশটি
136.নেপোলিয়ান প্রাশিয়া অধিকৃত কোন রাষ্ট্র নিয়ে গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ সংগঠন তৈরি করেন ?
উঃ- প্রাশিয়া অধিকৃত পোল্যান্ড
137. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করেন ?
উঃ- 1812 খ্রিস্টাব্দে
138. কোন্ যুদ্ধে ফ্রান্সের কাছে প্রাশিয়া পরাজিত হয় ?
উঃ- জেনার যুদ্ধে
139. নেপোলিয়ানের পিতার নাম কী?
উঃ- কার্লো বোনাপার্ট।
140. কত খ্রিস্টাব্দে ফ্রান্সের কাছে প্রাশিয়া পরাজিত হয় ?
উঃ- 1806 খ্রিস্টাব্দে
141. নেপোলিয়ান কাদের নিয়ে কনফেডারেশন অফ দ্য রাইন’ গঠন করেন?
উঃ- জার্মান রাজ্যগুলিকে নিয়ে
142. 1805 খ্রিস্টাব্দের ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ নৌ-সেনাপতি কে ছিলেন?
উঃ- নেলসন।
143. ট্রাফালগারের নৌযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উঃ- 1805 খ্রিস্টাব্দে
144. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান সম্রাটের মুকুট ধারণ করেছিলেন?
উঃ- 1804 খ্রিস্টাব্দে
145. কোন প্রজাতন্ত্রকে নেপোলিয়ান ইতালীয় প্রজাতন্ত্র নামে আখ্যা দিয়েছিলেন?
উঃ- সিজালপাইন প্রজাতন্ত্রকে
146. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজেকে ‘ফরাসি সম্রাট রূপে ঘোষণা করেন ?
উঃ- 1804 খ্রিস্টাব্দে
147. কোন্ আইনের বলে নেপোলিয়ান যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন?
উঃ- 1802 খ্রিস্টাব্দে
148. নেপোলিয়ান কত বছরের জন্য ফরাসি কনসাল নিযুক্ত হুন ?
উঃ- 10 বছরের জন্য
149. কোড নেপোলিয়ানের অংশ ফৌজদারি কোডের আইনবিধিগুলি কীসের উপর গুরুত্ব দিয়ে রচিত হয়েছিল?
উঃ- যুক্তিবাদ ও প্রাকৃতিক আইনের উপর
150. প্রথম জীবনে নেপোলিয়ান কী ছিলেন?
উঃ- ফরাসি গোলন্দাজ বাহিনীর দ্বিতীয় লেফটেন্যান্ট ছিলেন।
151. কোড নেপোলিয়ানের মাধ্যমে সমগ্র ইউরোপে কীসের বাণী ছড়িয়ে পড়েছিল?
উঃ- সাম্যের বাণী
152. সামাজিক ক্ষেত্রে ফরাসি বিপ্লবের লক্ষ্য কী ছিল?
উঃ- সমাজে সাম্য প্রতিষ্ঠা।
153. কোড নেপোলিয়ানের ধারার সংখ্যা কত?
উঃ- মোট 2287টি
154. নেপোলিয়ান যে আইনবিধিটি প্রবর্তন করেন সেটি কী নামে ইতিহাস প্রসিদ্ধ ?
উঃ- ‘কোড নেপোলিয়ান’
155. নেপোলিয়ান কাদের প্রস্তাবানুসারে নিজেকে গণভোটের মাধ্যমে ফরাসি জাতির সম্রাট’ বলে ঘোষণা করেন?
উঃ- ফরাসি সিনেটের প্রস্তাবানুসারে
156. নেপোলিয়ানের গণভোটের মাধ্যমে ফরাসি জাতির সম্রাট’ উপাধি ধারণের সময়কাল
উঃ- 1804 খ্রিস্টাব্দে
157. নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ফ্রান্সে কনসুলেট নামে নতুন এক শাসনব্যবস্থা প্রবর্তন করেন?
উঃ- 1799 খ্রিস্টাব্দে
158. ফরাসি বিপ্লবের আদর্শগুলি কী কী?
উঃ- সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।
159. কত খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসনের অবসান ঘটে?
উঃ- 1799 খ্রিস্টাব্দে
160. নেপোলিয়ান কাদের সহায়তায় ফ্রান্সে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান?
উঃ- অ্যাবে সিয়েস এবং ব্যারাস
161. নেপোলিয়ান বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ- ইটালির অ্যাজাকসিওতে
162. 1799-1804 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের প্রচলিত সংবিধানকে বলা হয়
উঃ- অষ্টম বর্ষের সংবিধান
163. সম্রাট নেপোলিয়নের সময় পোপ ছিলেন
উঃ- সপ্তম পায়াস ।
164. কোন্ ফরাসি সম্রাটকে ‘আধুনিক যুগের সিজার’ বলা
উঃ- নেপোলিয়নকে
165. ফরাসি বিপ্লবের ‘অগ্নিময় তরবারি’ বলা হয়
উঃ- নেপোলিয়নকে
166. ‘জাতিসমুহের যুদ্ধ’ বলা হয়
উঃ- লিপজিগের যুদ্ধকে
167. স্পেন দখলের পর নেপোলিয়ন স্পেনের সিংহাসনে
উঃ- জোসেফকে স্থাপন করেন।
168. ‘কনফেডারেশন অভ দ্য রাইন’ গঠিত হয়
উঃ- জার্মানির রাজ্য নিয়ে
169. সম্রাট নেপোলিয়ন ব্যাংক অভূ ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন
উঃ- 1800 খ্রিস্টাব্দে
170. সম্রাট নেপোলিয়ন প্রথম জীবনে
উঃ- জ্যাকোবিন দলের সদস্য ছিলেন।
171. ‘আমি বিপ্লবের সন্তান’ এই উক্তিটি করেছিলেন
উঃ- সম্রাট নেপোলিয়ন
172. কত খ্রীষ্টাব্দে নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান?
উঃ- 1799 খ্রিস্টাব্দে
173. সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করেন
উঃ- বার্লিন ডিক্রি দ্বারা
174. 1799-1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হয়
উঃ- প্রথম ফরাসি সাম্রাজ্য
175. ফ্রান্সের মুকুটধারী জ্যাকোবিন' বলা হত
উঃ- নেপোলিয়ন বোনাপার্টকে ।
176. রাশিয়া অভিযানে নেপোলিয়ন গঠন করেন
উঃ- গ্র্যান্ড আর্মি
177. ফ্রান্সে একশত দিবসের রাজত্ব করেছিলেন
উঃ- নেপোলিয়ন বোনাপার্ট
178. আর্থার ওয়েলেসলি ছিলেন একজন
উঃ- ইংরেজ সেনাপতি
179. নেপোলিয়ন কনফেডারেশন অভ দি রাইন’ গঠন করেন
উঃ- জার্মানিতে
180. ফ্রান্সের বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ চলেছিল
উঃ- 1808–1813 খ্রিস্টাব্দ পর্যন্ত
181. জাতিসমূহের যুদ্ধে (1808-13) কতগুলি দেশ বা জাতি যযাগদান করে ?
উঃ- 13টি
182. ওয়াটারলুর যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি ছিলেন
উঃ- ডিউক অভ ওয়েলিংটন
183. পিরামিডের যুদ্ধ কবে হয়?
উঃ- 1798 খ্রিস্টাব্দে
184. ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয় ?
উঃ- সেন্ট হেলেনা দ্বীপে
185. ওয়াটারলুর যুদ্ধ হয় 1815 খ্রিস্টাব্দের
উঃ- 18 জুন।
186. ফ্রান্সের বিরুদ্ধে গড়ে ওঠা চতুর্থ রাষ্ট্রজোটে নিম্নোক্ত কোন দেশটি ছিল না ?
উঃ- পোল্যান্ড
187. কোন অভিযানকে নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সংগীত বলা হয় ?
উঃ- রাশিয়া
188. উপদ্বীপের যুদ্ধের সঙ্গে কোন সন্ধিটি সম্পর্কযুক্ত ?
উঃ- লিপজিগ
189. ফ্রান্সে দ্বিতীয় জাস্টিনিয়ান’ নামে পরিচিত ছিলে
উঃ- নেপোলিয়ন
190. ‘ফরাসি সমাজের বাইবেল’ বলা হয়
উঃ- কোড নেপোলিয়নকে।
191.‘কোড নেপোলিয়ন’ -এ কতগুলি আইন সংকলিত হয় ?
উঃ- 2287টি
192. ফ্রান্সে প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়
উঃ- 1804 খ্রিস্টাব্দে
193. ফ্রান্সে অষ্টম বর্ষের সংবিধান টিকেছিল
উঃ- 1799-1804 খ্রিস্টাব্দ পর্যন্ত ।,
194. নেপোলিয়ন পোপ ষষ্ঠ পায়াসের সঙ্গে কী সন্ধি করেন?
উঃ- টলেন্টিনোর সন্ধি
194. ব্লুমাইয়ার’ -এর ঘটনা বলা হয়
উঃ- নেপোলিয়ন কর্তৃক ডাইরেক্টরি শাসন উচ্ছেদের ঘটনাকে
195. ইউরোপে কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয় ?
উঃ- 1799–1814 খ্রিস্টাব্দ পর্যন্ত
196. ‘বিপ্লবের বরপুত্র বলা হয়
উঃ- নেপোলিয়নকে
197. বার্লিন ডিক্রির প্রতিবাদে ইংল্যান্ড জারি করে
উঃ- অর্ডারস-ইন-কাউন্সিল
198. মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন
উঃ- নেপোলিয়ন বোনাপার্ট
199. ‘টিলসিট সন্ধি স্বাক্ষরিত হয়েছিল
উঃ- 1807 খ্রিস্টাব্দে
200. নেপোলিয়নকে ফ্রান্সের সম্রাট’ বলে ঘোষণা করেন
উঃ- পোপ সপ্তম পায়াস
201. কনসুলেট শাসনব্যবস্থায় কনসাল ছিলেন
উঃ- তিনজন
202. নেপোলিয়ন নীলনদের যুদ্ধে পরাজিত হন
উঃ- নেলসনের কাছে।
203. ফ্রান্সের সঙ্গে ক্যাম্পো ফোর্মিয়ো সন্ধি করেছিল
উঃ- অস্ট্রিয়া
204. কত খ্রিস্টাব্দে ক্যাম্পো ফোর্মিয়ো-র সন্ধি স্বাক্ষরিত হয় ?
উঃ- 1797 খ্রিস্টাব্দে।
205. নেপোলিয়ন কনস্যুলেট শাসনব্যবস্থা চালু করেছিলেন
উঃ- 1799 খ্রিস্টাব্দে
206. ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয়েছিল
উঃ- 1795 খ্রিস্টাব্দে
207. নেপোলিয়নের সমসাময়িক রাশিয়ার জার কে ছিলেন ?
উঃ- প্রথম আলেকজান্ডার।
208. মার্শাল জুদান কে ছিলেন ?
উঃ- ফরাসি সেনাপতি।
209. স্পেন আক্রমণ করে নেপোলিয়ন সেখানে কাকে রাজা করেন ?
উঃ- তাঁর নিজের ভাই জোসেফকে।
210. নেপোলিয়ন কোন্ দেশকে ‘দোকানদারের জাত’ বলতেন ?
উঃ- ইংল্যান্ডকে।
211. টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ- 1807 খ্রিস্টাব্দে।
212. ওয়াটারলুর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ?
উঃ- ডিউক অভ ওয়েলিংটন।
213. এলবা দ্বীপ থেকে ফিরে এসে নেপোলিয়ন ফ্রান্সে কতদিন রাজত্ব করেন ?
উঃ- 100 দিন।
214. লিপজিগের যুদ্ধের পর ফ্রান্সে কে রাজা হন ?
উঃ- অষ্টাদশ লুই।
215. ফ্রান্সের উত্তেজিত জনতা কবে জাতীয় মহাসভা আক্রমণ করে ?
উঃ- 5 অক্টোবর 1795 খ্রিস্টাব্দে।
216. ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয় ?
উঃ- সেন্ট হেলেনা দ্বীপে।
217. ওয়াটারলুর যুদ্ধক্ষেত্রটি বর্তমানে কোথায় অবস্থিত ?
উঃ- বেলজিয়ামে।
218. কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয় ?
উঃ- 1821 খ্রিস্টাব্দে।
219. কোন যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন দেওয়া হয় ?
উঃ- লিপজিগের যুদ্ধ।
220 সম্রাট নেপোলিয়নের সেনাবাহিনীর নাম কী ?
উঃ- গ্র্যান্ড আর্মি।
221 কুটুজফ কে ছিলেন ?
উঃ- রুশ সেনাপতি।
222. কোন অভিযানকে নেপোলিয়নের সাম্রাজ্যবাদের ‘শেষ সংগীত’ বলা হয় ?
উঃ- রাশিয়া অভিযানকে।
223. সম্রাট নেপোলিয়ন কোন্ যুদ্ধে সম্পূর্ণ রূপে পরাজিত হন ?
উঃ- ওয়াটারলুর যুদ্ধে।
224. কত খ্রিস্টাব্দে লিপজিগের যুদ্ধ হয় ?
উঃ- 1813 খ্রিস্টাব্দে।
225. উপদ্বীপের যুদ্ধ কোন সময় হয় ?
উঃ- 1808–1813 খ্রিস্টাব্দ পর্যন্ত।
226. তুলো বন্দর রক্ষা করলে ফরাসি ‘জাতীয় সভা’ নেপোলিয়নকে কী সম্মান দেয় ?
উঃ- ফরাসি ব্রিগেডের জাতীয় সভা
227. পোড়ামাটি নীতি কোন্ দেশের যুদ্ধ কৌশল ?
উঃ- রাশিয়া।
228. নেপোলিয়ন কবে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা তুলে নেন ?
উঃ- 1813 খ্রিস্টাব্দে।
229. মহাদেশীয় অবররোধ প্রথা কবে শুরু হয় ?
উঃ- 1806 খ্রিস্টাব্দে।
230. কোন্ দেশকে জব্দ করার জন্য মহাদেশীয় অবরোধ শুরু হয় ?
উঃ- ইংল্যান্ডকে।
231. কোন্ ডিক্রি দ্বারা নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ প্রথা বলবৎ করেন ?
উঃ- বার্লিন ডিক্রি।
232. কত খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধ হয় ?
উঃ- 1805 খ্রিস্টাব্দে।
233. ইউরোপীয় কোন্ দেশকে সমুদ্রের রানি’ বলা হত ?
উঃ- ইংল্যান্ডকে।
234. ‘ইতালীয় জাতীয়তাবাদের জনক’ কাকে বলা হয় ?
উঃ- নেপোলিয়নকে।
235. ‘রাইন রাষ্ট্রসংঘ’ কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ- 1806 খ্রিস্টাব্দে।
236. লুনেভিলের চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উঃ- 1801 খ্রিস্টাব্দে।
237. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন তুলো বন্দর ইংরেজ বাহিনীর আক্রমণের হাত থেকে রক্ষা করেন ?
উঃ- 1793 খ্রিস্টাব্দে।
238. ইউরোপের কোন দেশে বাটাভিয়ান প্রজাতন্ত্র গড়ে ওঠে ?
উঃ- হল্যান্ডে।
239. ইউরোপের কোথায় সিজালপাইন রিপাবলিক প্রতিষ্ঠিত হয় ?
উঃ- ইটালিতে।
240. কোন্ সময়কে ফ্রান্সের ‘নেপোলিয়নের যুগ’ বলা হয় ?
উঃ- 1799-1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে।
241. ‘লিজিয়ন অভ অনার’ কী ?
উঃ- ফ্রান্সের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান।
242. নেপোলিয়ন কার সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি করেন ?
উঃ- পোপ সপ্তম পায়াস-এর সঙ্গে।
243. নেপোলিয়ন কবে পোপের সঙ্গে ধর্ম মীমাংসা চুক্তি স্বাক্ষর করেন ?
উঃ- 1801 খ্রিস্টাব্দে।
245. ‘ব্যাংক অভ ফ্রান্স’ কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ- 1800 খ্রিস্টাব্দে।
246. নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রীর নাম কী ?
উঃ- জোসেফাইন।
247. কাকে ‘ফরাসি সমাজের বাইবেল’ বলা হয় ?
উঃ- কোড নেপোলিয়নকে।
248. কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয় ?
উঃ- সম্রাট নেপোলিয়নকে।
249. প্রথম জীবনে নেপোলিয়ন কোন্ রাজনৈতিক দলের সদস্য ছিলেন ?
উঃ- জ্যাকোবিন।
150. ‘কোড নেপোলিয়নে’ কতগুলি আইন সংকলিত হয় ?
উঃ- 2287টি।
151. কত খ্রিস্টাব্দে ‘কোড নেপোলিয়ন’ ঘোষিত হয় ?
উঃ- 1807 খ্রিস্টাব্দে।
152. নেপোলিয়ন কবে নিজেকে ফরাসি সম্রাট বলে ঘোষণা করেন ?
উঃ- 1804 খ্রিস্টাব্দে।
253. ফ্রান্সে কবে প্রথম রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ?
উঃ- 1804 খ্রিস্টাব্দে।
254. সম্রাট নেপোলিয়নের সময় পোপ কে ছিলেন ?
উঃ- প্রথমে ষষ্ঠ পায়াস, পরে সপ্তম পায়াস।
255. কত খ্রিস্টাব্দে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় ?
উঃ- 1802 খ্রিস্টাব্দে।
256. ‘রাষ্ট্রীয় পরিষদ’ কী ?
উঃ- কনস্যুলেট শাসনের একটি অঙ্গ।
257. ‘ট্রিবিউনেট’ কী ?
উঃ- ফরাসি আইনসভার উচ্চকক্ষ।
258. অষ্টমবর্ষের সংবিধান কতদিন টিকে ছিল ?
উঃ- 1799–1804 খ্রিস্টাব্দ পর্যন্ত।
259. রাশিয়া আক্রমণকালে ফরাসি গ্র্যান্ড আর্মির’ বহু সেনা মারা যায়
উঃ- টাইফাস জ্বরে
260. সম্রাট নেপোলিয়নের মৃত্যু হয়
উঃ- ক্যানসার রোগে
261. “আমি সিংহাসন ত্যাগ করলাম, কিন্তু কিছুই ছেড়ে গেলাম না”
উঃ- উক্তিটি করেছেন - নেপোলিয়ন বোনাপার্ট
262. ফরাসি সাম্রাজ্য কতগলি ডিপার্টমেন্টে বিভক্ত ছিল ?
উঃ- 130টি
263. কনস্যুলেট শাসনব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল
উঃ- সিনেট
264. সম্রাট নেপোলিয়নের সময় রাশিয়ার জার ছিলেন
উঃ- প্রথম আলেকজান্ডার
265. ‘ইতালীয় জাতীয়তাবাদের জনক বলা হয়
উঃ- নেপোলিয়নকে
266. ‘সিজালপাইন রিপাবলিক প্রতিষ্ঠিত হয়
উঃ- ইটালিতে
267. 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট নির্বাচিত হন
উঃ- গণভোটে
268. ফ্রান্সের ইতিহাসে কোন্ ঘটনা ‘18 ব্রুমেইয়ারের ঘটনা নামে খ্যাত ?
উঃ- নেপোলিয়ন কর্তৃক ডাইরেক্টরি শাসনের উচ্ছেদের ঘটনা।
269. ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান বলা হয় কাকে ?
উঃ- নেপোলিয়ন বোনাপার্টকে।
270. কত খ্রিস্টাব্দে সংবিধান সংশোধন করে নেপোলিয়ন যাবজ্জীবনের জন্য কনসাল নিযুক্ত হন?
উঃ- ১৮০২ খ্রিস্টাব্দে
271. নেপোলিয়নকে কোন্ ভারতীয় শাসকের সঙ্গে তুলনা করা হয় ?
উঃ- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সঙ্গে
272. কত খ্রিস্টাব্দে নেপোলিয়নের মৃত্যু হয়?
উঃ- ১৮২১ খ্রিস্টাব্দের ৫ মে
273. ওয়াটারলুতে নেপোলিয়নের পরাজয়ের পর স্পেনের সিংহাসনে কাকে ফিরিয়ে আনা হয়?
উঃ- সপ্তম ফার্ডিনান্ড-কে
274. ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসিত করা হয় ?
উঃ- সেন্ট হেলেনা দ্বীপে
275. কোন্ ইংরেজ সেনাপতি ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেন ?
উঃ- ডিউক অফ ওয়েলিংটন
276. ওয়াটারলুর যুদ্ধ কাদের মধ্যে হয়?
উঃ- নেপোলিয়ন ও মিত্রপক্ষের (ইংল্যান্ড,প্রাশিয়া ইত্যাদি)
277. ওয়াটারলুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
উঃ- ১৮১৫ খ্রিস্টাব্দে
278. এলবা দ্বীপ কোথায় অবস্থিত?
উঃ- ইটালি ও ফ্রান্সের মাঝে ভূমধ্যসাগরের উত্তরে এলবা দ্বীপ অবস্থিত।
279. কোন্ সন্ধির মাধ্যমে অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন?
উঃ- প্যারিসের প্রথম সন্ধি
280. নেপোলিয়ন প্রথমে কত বছরের জন্য কনসাল নিযুক্ত হন?
উঃ- ১০ বছরের জন্য
281. অষ্টাদশ লুই কে ছিলেন?
উঃ- ষোড়শ লুই-এর ভাই।
282. কোন সন্ধির ফলে নেপোলিয়ন সিংহাসন ত্যাগ করেন?
উঃ- ফন্টেনন্যুর সন্ধি
283. ফন্টেন্যুর সন্ধি (১৮১৪ খ্রি:) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ- নেপোলিয়ন ও চতুর্থ শক্তিজোটের মধ্যে
284. লিপজিগের যুদ্ধ কাদের মধ্যে হয়?
উঃ- ফ্রান্স ও চতুর্থ শক্তিজোটের মধ্যে।
285. লিপজিগের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উঃ- ১৮১৩ খ্রিস্টাব্দে
286. চতুর্থ শক্তিজোটের কাছে নেপোলিয়ন কোন যুদ্ধে পরাস্ত হন?
উঃ- লিপজিগের যুদ্ধে
287. নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ সেনাপতি কে ছিলেন?
উঃ- কুতুসভ।
288. বোরোডিনোর যুদ্ধ কাদের মধ্যে হয় ?
উঃ- ফ্রান্স ও রাশিয়ার মধ্যে
289. বোরোডিনোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উঃ- ১৮১২ খ্রিস্টাব্দের ৭ সেপ্টেম্বর
290. উপদ্বীপের যুদ্ধ চলাকালে স্পেনের রাজা কে ছিলেন?
উঃ- চতুর্থ চার্লস।
291. ফ্রান্সে কনস্যুলেটের শাসনব্যবস্থায় প্রথম কনসাল কে ছিলেন?
উঃ- নেপোলিয়ন বোনাপার্ট।
292. নেপোলিয়ন স্পেন জয়ের পর স্পেনের সিংহাসনে কাকে বসিয়েছিলেন?
উঃ- তার ভাই জোসেফ বোনাপার্টকে বসিয়েছিলেন।
293. নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ফন্টেন্য ডিক্রি জারি করেন ?
উঃ- ১৮১০ খ্রিস্টাব্দে
294. নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ‘ওয়ারশ ডিক্রি জারি করেন?
উঃ- ১৮০৭ খ্রিস্টাব্দে
295. নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে মিলান ডিক্রি জারি করেন?
উঃ- ১৮০৭ খ্রিস্টাব্দের
296. অর্ডারস-ইন-কাউন্সিল’ কার বিরুদ্ধে ঘোষণা করা হয় ?
উঃ- ফ্রান্সের বিরুদ্ধে
297. অর্ডারস-ইন-কাউন্সিল’ কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়?
উঃ- ১৮০৭ খ্রিস্টাব্দে
298. বার্লিন ডিক্রি'তে কী বলা হয় ?
উঃ- ফ্রান্স বা তার মিত্রদেশ বা নিরপেক্ষ দেশে ইংল্যান্ডের কোনো জাহাজ ঢুকতে পারবে না।
299. নেপোলিয়নের কোন্ ব্যবস্থাকে দ্বিমুখী অস্ত্র’ বলা হয় ?
উঃ- মহাদেশীয় অবরোধ
300. নেপোলিয়ন কোন দেশের বিরুদ্ধে কন্টিনেন্টাল সিস্টেম ঘোষণা করেছিলেন?
উঃ- ইংল্যান্ডের বিরুদ্ধে
301. কে ‘মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম’ ঘোষণা করেন?
উঃ- নেপোলিয়ন
302. কনস্যুলেট শাসনব্যবস্থার তিনজন কনসাল কারা?
উঃ- নেপোলিয়ন, আবে সিয়েস এবং রজার ডুকোস।
303. কোন্ সন্ধির দ্বারা নেপোলিয়নের সাম্রাজ্য চূড়ান্ত সীমায় উপনীত হয়?
উঃ- টিলসিটের সন্ধির দ্বারা
304. টিলসিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ- ফ্রান্স ও রাশিয়ার মধ্যে
305. ফ্রিডল্যান্ডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ- ফ্রান্স ও রাশিয়ার মধ্যে।
306. ফ্রিডল্যান্ডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উঃ- ১৮০৭ খ্রিস্টাব্দে
307. কোন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়?
উঃ- ফ্রিডল্যান্ডের যুদ্ধে
308. কে, কবে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান ?
উঃ- নেপোলিয়ন বোনাপার্ট ১৮০৬ খ্রিস্টাব্দে
309. নেপোলিয়ন প্রেসবার্গের সন্ধি কোন দেশের সঙ্গে করেছিলেন?
উঃ- অস্ট্রিয়ার সঙ্গে
310. প্রেসবার্গের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উঃ- ১৮০৫ খ্রিস্টাব্দে
311. অস্টারলিজের যুদ্ধ কাদের মধ্যে হয় ?
উঃ- ফ্রান্সের সঙ্গে অস্ট্রিয়া ও রাশিয়ার যুগ্মবাহিনীর মধ্যে
312. অস্টারলিজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
উঃ- ১৮০৫ খ্রিস্টাব্দে
313. কনস্যুলেট শাসনব্যবস্থায় কত জন কনসাল ছিলেন ?
উঃ- ৩ জন
314. ট্রাফালগারের যুদ্ধে কে জয়লাভ করে?
উঃ- ইংল্যান্ড
315. ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
উঃ- ১৮০৫ খ্রিস্টাব্দে হয়।
316. উলম-এর যুদ্ধ কাদের মধ্যে হয় ?
উঃ- ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে
317. উলম্-এর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়?
উঃ- ১৮০৫ খ্রিস্টাব্দে
318. নেপোলিয়ন ভূমধ্যসাগরের কোন্ দ্বীপটি অধিকার করেন?
উঃ- মল্টো দ্বীপ
319. কোন্ কোন্ দেশ চতুর্থ শক্তিজোট গঠন করেছিল?
উঃ- রাশিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া ও তুরস্ক
320. কোন্ কোন্ দেশ তৃতীয় শক্তিজোট গঠন করেছিল?
উঃ- ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেন
321. দ্বিতীয় শক্তিজোট কোন্ কোন্ দেশের মধ্যে হয়েছিল।
উঃ- অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া, নেপণ,পোর্তুগাল ও তুরস্ককে
322. প্রথম শক্তিজোট কোন কোন দেশের মধ্যে হয়েছিল?
উঃ- অস্ট্রিয়া, প্রাশিয়া, ইংল্যান্ড, পোর্তুগাল ও সার্ডিনিয়াক
323. ফ্রান্সবিরোধী চতুর্থ শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
উঃ- ১৮১৩ খ্রিস্টাব্দে
324. ফ্রান্সে কনস্যুলেট শাসনব্যবস্থা কে প্রবর্তন করেন?
উঃ- নেপোলিয়
325. ফ্রান্সবিরোধী তৃতীয় শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
উঃ- ১৮০৫ খ্রিস্টাব্দে
326. ফ্রান্সবিরোধী দ্বিতীয় শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
উঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দে
327. ফ্রান্সবিরোধী প্রথম শক্তিজোট কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
উঃ- ১৭৯৩ খ্রিস্টাব্দে
328. অ্যামিয়েন্সের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উঃ- ১৮০২ খ্রিস্টাব্দে
329. লুনিভিলের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উঃ- ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে
330. লুনিভিলের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ?
উঃ- ১৮০১ খ্রিস্টাব্দে
331. হোহেনলিভেনের যুদ্ধ (১৮০০ খ্রি:) কাদের মধ্যে সংঘটিত হয় ?
উঃ- ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে।
332. ম্যারেঙ্গের যুদ্ধ কাদের মধ্যে হয় ?
উঃ- ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে।
333. ম্যারেঙ্গোর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় ?
উঃ- ১৮০০ খ্রিস্টাব্দে
334. কে বলেছিলেন আমি বিপ্লবের ধ্বংসকারী’ ?
উঃ- নেপোলিয়ন
335. নেপোলিয়ন বোনাপার্ট কত খ্রিস্টাব্দে ফ্রান্সের শাসনক্ষমতা দখল করেন?
উঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দে
336. কে বলেছিলেন আমিই বিপ্লব’ ?
উঃ- নেপোলিয়ন বোনাপার্ট।
337. ‘লিজিয়ন অফ অনার’ কী ?
উঃ- নেপোলিয়ন প্রবর্তিত বিশেষ সম্মান বা উপাধি।
338. কেন নেপোলিয়নকে ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়?
উঃ- আইনবিধি সংকলন করেছিলেন বলে
339. কোড নেপোলিয়নে কটি ধারা আছে?
উঃ- ২২৮৭ টি
340. কোড নেপোলিয়নের মূল লক্ষ্য কী ছিল?
উঃ- সমগ্র ফ্রান্সে একটি সাধারণ আইনবিধির প্রচলন করা।
341. ‘কোডনেপোলিয়ন’ নামকরণ কত খ্রিস্টাব্দে হয়?
উঃ- ১৮০৭ খ্রিস্টাব্দে।
342. কে ব্যাংক অফ ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন ?
উঃ- নেপোলিয়ন
343. কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন পোপের সঙ্গে ধমীমাংসা চুক্তি বা কনকর্ডাট স্বাক্ষর করেন?
উঃ- ১৮০১ খ্রিস্টাব্দে
344. ইউনিভার্সিটি অফ ফ্রান্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮০৮ খ্রিস্টাব্দে
345. ইটালির জনগণ নেপোলিয়নকে কেন মুক্তিদাতা’ বলেছিল?
উঃ- অস্ট্রিয়ার শাসন থেকে ইটালিকে মুক্ত করার জন্য
346. নেপোলিয়ন কবে ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়েছিলেন?
উঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দের ৯ নভেম্বর
347. নীলনদের যুদ্ধে কে জয়লাভ করেন?
উঃ- ব্রিটিশ সেনাপতি নেলসন।
348. নীলনদের যুদ্ধে ইংল্যান্ডের সেনাপতি কে ছিলেন?
উঃ- নেলসন।
349. নীলনদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
উঃ- ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে।
350. নীলনদের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উঃ- ১৭৯৮ খ্রিস্টাব্দে
351. ক্যাম্পো ফর্মিও-র সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উঃ- ১৭৯৭ খ্রিস্টাব্দে
352. কাউন্সিল অফ ফাইভ হান্ড্রেড’ -এর সভাপতি কে ছিলেন?
উঃ- নেপোলিয়নের ভ্রাতা লুসিয়েন্ট।
353. ইতিহাসে কোন সময়কে ‘নেপোলিয়নের যুগ’ বলা হয়?
উঃ- ১৭৯৯ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে
354. ফরাসি বিপ্লবের চতুর্থ সংবিধান কোনটি?
উঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দে প্রবর্তিত কনস্যুলেট শাসনের সংবিধান
355. কোন্ সংবিধানকে অষ্টম বর্যের সংবিধান’ বলা হয়?
উঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দে প্রবর্তিত সংবিধানকে
356. নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট’ বলে ঘোষণা করেন?
উঃ- ১৮০৪ খ্রিস্টাব্দে
357. বিপ্লবের সন্তান কে ছিলেন?
উঃ- নেপোলিয়ন বোনাপার্ট
File Details | |
---|---|
File Name/Book Name | ইতিহাস নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর |
File Format | |
File Language | Bengali |
File Size | 214 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link | Click Here to Download |
DDD
উত্তরমুছুন