নবম শ্রেনী চতূর্থ অধ্যায়||১ মার্কের প্রশ্ন ও উত্তর||শিল্পবিপ্লব,উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ||Class 9 History 4th Chapter||1 mark Questions & Answers
নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায়|১ মার্কের প্রশ্ন ও উত্তর|শিল্পবিপ্লব,উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো|নবম শ্রেনী চতূর্থ অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|Nine History Examination|এছাড়াও তোমরা ইতিহাস মক টেস্ট পেয়ে যাবে|History Mock Test| Class 9 History Question and Answer|এই ওয়েবসাইটের মাধ্যমে নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|এটি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।
তো বন্ধুরা নবম শ্রেনী দ্বিতীয় অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর MCQ Very Short Short Descriptive Question and Answer আমাদের ওয়েবসাইট এ পেয়ে যাবে|আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
নবম শ্রেনী চতূর্থ অধ্যায়||১ মার্কের প্রশ্ন ও উত্তর|
1. ‘অরগ্যানাইজেশন অফ লেবার’ তত্ত্ব কে প্রচার করেন?
উঃ- করেন লুই ব্ল্যাঙ্ক।
2. ‘উড়ন্ত মাকু’ কে আবিষ্কার করেন?
উঃ- জন কে
3. ‘ওয়াটার ফ্রেম’ কে আবিষ্কার করেন ?
উঃ- রিচার্ড আর্করাইট
4. ‘জোলভেরেইন’ কী ?
উঃ- জার্মানির শুল্কসংঘ।
5. ‘দাস ক্যাপিটাল' গ্রন্থের রচয়িতা কে?
উঃ- কার্ল মার্কস।
6. ‘দাস ক্যাপিটাল’ গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উঃ- ১৮৬৭ খ্রিস্টাব্দে
7. ‘নৈরাজ্যবাদের জনক’ কাকে বলা হয় ?
উঃ- পিয়ারে জোসেফ প্রধাঁকে।
8. ‘ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়?
উঃ- রবার্ট আওয়েনকে।
9. ‘শিল্পবিপ্লব' কথাটি কে প্রথম ব্যবহার করেন?
উঃ- লুই অগাস্তে ব্ল্যাঙ্কি।
10. ‘শিল্পবিপ্লব’কথাটিকে কে প্রথম জনপ্রিয় করে তুলেছিলেন ?
উঃ- ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি।
11. ‘সাম্রাজ্যবাদ হল ধনতন্ত্রবাদের সর্বোচ্চ র’-কার উক্তি?
উঃ- লেনিনের
12. আধুনিক বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয় ?
উঃ- কার্ল মার্কসকে
13. ইংল্যান্ডে শিল্পবিপ্লব কখন হয়?
উঃ- অষ্টাদশ শতকের মধ্যভাগে
14. ইউরোপীয় সমাজতন্ত্রের আদি গুরু’ কাকে বলা হয় ?
উঃ- সাঁ সিমোঁ-কে বা সেন্ট সাইমন-কে।
15. ইউরোপের ইতিহাসে কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়?
উঃ- ১৮৭০ খ্রিস্টাব্দ থেকে ১৯১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে
16. উনিশ শতকে সাম্রাজ্যবাদের মূল কারণ কী ছিল?
উঃ- উপনিবেশ থেকে কাচামাল সংগ্রহ এবং উৎপাদিত দ্রব্য বিক্রির বাজার তৈরি করা।
17. উন্মুক্ত দ্বার নীতি’ কে ঘোষণা করেন?
উঃ- আমেরিকার পররাষ্ট্রসচিব জন হে।
18. কত খ্রিস্টাব্দে জোলভেরেইন প্রতিষ্ঠিত হয়?
উঃ- ১৮১৯ খ্রিস্টাব্দে
19. কত খ্রিস্টাব্দে প্যারি কমিউন’ গঠিত হয় ?
উঃ- ১৮৭১ খ্রিস্টাব্দে
20. কবে ‘সেরাজেভো হত্যাকাণ্ড ঘটেছিল ?
উঃ- ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন
21.কমিউনিস্ট ম্যানিফেস্টো’ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
উঃ- ১৮৪৮ খ্রিস্টাব্দে
22. কমিউনিস্ট ম্যানিফেস্টো’ কে রচনা করেন?
উঃ- কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলস।
23. কে ‘পাওয়ার লম' আবিষ্কার করেন ?
উঃ- এডমন্ট কার্টরাইট
24. কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হত?
উঃ- আফ্রিকা মহাদেশকে
25. কোন রুশ জারের আমলে রাশিয়ায় শিল্পায়নের সূচনা হয়?
উঃ- দ্বিতীয় আলেকজান্ডারের
26. কোন্ দেশে শিল্পবিপ্লব প্রথম শুরু হয়েছিল ?
উঃ- ইংল্যান্ডে
27. চালর্স ফুরিয়ের কোন দেশের সমাজতন্ত্রী ছিলেন ?
উঃ- ফ্রান্সের
28. জন কে কত খ্রিস্টাব্দে ‘উড়ন্ত মাকু’ আবিষ্কার করেন?
উঃ- ১৭৩৩ খ্রিস্টাব্দে
29. জন স্মিটন কত খ্রিস্টাব্দে লোহা গলাবার চুল্লি আবিষ্কার করেন?
উঃ- ১৭৬০ খ্রিস্টাব্দে
30. জর্জ স্টিফেনসন কত খ্রিস্টাব্দে বাষ্পচালিত রেলইঞ্জিন আবিষ্কার করেন?
উঃ- ১৮১৪ খ্রিস্টাব্দে
31. জার্মানি একটি পরিতৃপ্ত দেশ’—উক্তিটি কার?
উঃ- বিসমার্কের।
32. জেমস ওয়াট কত খ্রিস্টাব্দে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন?
উঃ- ১৭৬৯ খ্রিস্টাব্দে
33. টেলফোর্ড ও ম্যাক অ্যাডাম কত খ্রিস্টাব্দে পিচ দেওয়া রাস্তা তৈরির কৌশল আবিষ্কার করেন ?
উঃ- ১৮১১ খ্রিস্টাব্দে
34. ট্রিপল অ্যালায়েন্স (ত্রিশক্তি মৈত্রী) কাদের মধ্যে গঠিত হয় ?
উঃ- জার্মানি, অস্ট্রিয়া,১৮৮২ খ্রিস্টাব্দে
35. ট্রিপল আঁতাত (ত্রিশক্তি আঁতাত) কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উঃ- ১৯০৭ খ্রিস্টাব্দে
36. ট্রিপল আঁতাত (ত্রিশক্তি আঁতাত) কাদের মধ্যে গঠিত হয়?
উঃ- ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে
37. নব খ্রিস্টবাদ’ গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
উঃ- সাঁ সিমে।
38. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উঃ- ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই
39.প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি?
উঃ- সেরাজেভো হত্যাকাণ্ড।
40. ফরাসি সমাজতন্ত্রের জনক কাকে বলা হয়?
উঃ- সাঁ সিমোঁ-কে।
441. বাষ্পচালিত রেলইঞ্জিন কে আবিষ্কার করেন?
উঃ- জর্জ স্টিফেনসন।
42. বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?
উঃ- জেমস ওয়াট
43. ব্রিটেনে কোন্ শিল্পে প্রথম শিল্পবিপ্লব শুরু হয়েছিল?
উঃ- বস্ত্রশিল্পের
44. ব্লাস্ট ফার্নের্স’ বা লোহা গলাবার চুল্লি কে আবিষ্কার করেন?
উঃ- জন স্মিটন
45. রাশিয়ায় ‘শিল্পবিপ্লবের অগ্রদূত’ কাকে বলা হয়?
উঃ- দ্বিতীয় আলেকজান্ডারকে।
46. রাশিয়ায় কবে ‘রক্তাক্ত রবিবার’-এর ঘটনা ঘটে ?
উঃ- ১৯০৫ খ্রিস্টাব্দের ২২ জানুয়ারি
47. লুই ব্ল্যাঙ্ক কেন বিখ্যাত?
উঃ- আদি সমাজতন্ত্রবাদের গুরু’ হিসেবে
48. লেনিনের পুরো নাম কী ?
উঃ- স্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন।
49. সমাজতন্ত্র’ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উঃ- রবার্ট আওয়েন।
50. সর্বপ্রথম কত খ্রিস্টাব্দে ‘শিল্পবিপ্লব’ কথাটি ব্যবহার করা হয়?
উঃ- ১৮৩৭ খ্রিস্টাব্দে
51. সুয়েজ খাল কোন দুই সাগরকে সংযুক্ত করেছে?
উঃ- ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে
52. সুয়েজ খাল খনন কত খ্রিস্টাব্দে শেষ হয় ?
উঃ- ১৮৬৯ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে
53. সুয়েজ খালের খনন কত খ্রিস্টাব্দে শুরু হয়?
উঃ- ১৮৫৯ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে
54. সেফটি ল্যাম্প’ কে আবিষ্কার করেন?
উঃ- হামফ্রে ডেভি
55. সেরাজেভো কোন দেশের রাজধানী?
উঃ- বসনিয়ার
56. স্টিমার’ (বাষ্পীয় পোত) কে আবিষ্কার করেন?
উঃ- রবার্ট ফুলটন
57. স্পিনিং জেনি কে আবিষ্কার করেন?
উঃ- হারগ্রিভস ১৭৬৫ খ্রিস্টাব্দে
58. হামফ্রে ডেভি কত খ্রিস্টাব্দে ‘সেফটি ল্যাম্প’ আবিষ্কার করেন ?
উঃ- ১৮১৫ খ্রিস্টাব্দে
File Details |
|
File Name/Book Name | নবম শ্রেনী চতূর্থ অধ্যায় ১ মার্কের প্রশ্ন ও উত্তর |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 90 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
I am really glad to read it . Thank you .
উত্তরমুছুন