ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ // The Importance of Autobiography & Memories in Modern History Writing of India

ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ


ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা



প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ|দশম শ্রেনী ইতিহাস|প্রথম অধ্যায়| ইতিহাসের ধারনা|4 নম্বরের প্রশ্ন ও উত্তর|8 নম্বরের প্রশ্ন ও উত্তর|তোমরা West Bengal Class 10 History পেয়ে যাবে|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|Class 10 History 1st chapter Suggestion WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| পূর্ণ স্বরাজ প্রস্তাব |West Bengal Class Ten|Class X History Question and Answer|itihas proshno uttor| Class 10 History 1st chapter Notes WBBSE|


এছাড়াও তোমরা পাবে দশম শ্রেণী প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|পশ্চিমবঙ্গ দশম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই 4 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন 


ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা 


ভুমিকাঃ- ইতিহাস লেখার জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করতে হয় তার মধ্যে লিখিত অবদান হল গুরত্বপূর্ন। লিখিত উপাদানের মধ্যে আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে বহু তথ্য পাওয়া যায়। তাই তৎকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে এগুলি গুরুত্ব অপরিসীম। আত্মজীবনী ও স্মৃতিকথাগুলিও এক ধরনের সাহিত্য। লেখক তার চোখে দেখা বিভিন্ন ঘটনা ও নিজের অভিজ্ঞতার কথা এই জীবনীগ্রন্থে প্রকাশ করেন।


আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্বঃ-

1. সাধারণ মানুষের কথা, লেখক এর পারিপার্শিক পরিবেশ, কোন কোন ঘটনার বিবরণী প্রভুতি ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্যের জোগান দেয়।


2. রাজনৈতিক ও আর্থ-সামাজিক দৃষ্টিভঙ্গির বিভিন্ন ধর্মী ব্যাখ্যা পাওয়া যায়।


3. স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রে এই উপাদান সহায়ক ভূমিকা পালন করে।


4. বৃহত্তম বা জাতীয় ইতিহাসের বহু উপেক্ষিত বিষয়ের উপর আলোকপাত করে।

আত্মজীবনী ও স্মৃতিকথার সীমাবদ্ধতাঃ

সীমাবদ্ধতাঃ- যদিও এ প্রসঙ্গে বলতে হয় যেহেতু স্মৃতিকথা লেখক স্মৃতিপট থেকে সংগ্রহ করে আনেন তাই অনেক ক্ষেত্রে প্রকৃত ঘটনা এবং স্মৃতিকথায় বর্ণিত ঘটনায় অসংগতি বা অতিরঞ্জিত ব্যাপার চোখে পড়ে।


উপসংহারঃ- তবে সতর্কভাবে অন্যান্য তথ্যের দ্বারা যাচাই করে আত্মজীবনী ও স্মৃতিকথার বিভিন্ন ঘটনাবলী ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহার করলে একটি সুষ্ঠু ইতিহাস রচনা করা সম্ভব হবে বলে ঐতিহাসিক এবং গবেষকেরা মনে করেন। এদিক দিয়ে বিচার করলে আত্মজীবনী এবং স্মৃতিকথা ইতিহাসের উপাদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।



File Details

 

File Name/Book Name

ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ

File Format

PDF

File Language

Bengali

File Size

29 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members




To Top