আইন অমান্য আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখ।

0

আইন অমান্য আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখ।


আইন অমান্য আন্দোলনপর্বে শ্রমিক আন্দোলন



প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব আইন অমান্য আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখ।|দশম শ্রেনী ইতিহাস|ষষ্ঠ অধ্যায়|বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন|4 নম্বরের প্রশ্ন ও উত্তর |ain omanno andoloner somoy sromik andoloner vumika kemon chilo?|আইন অমান্য আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলনের ভুমিকা|তোমরা West Bengal Class 10 History পেয়ে যাবে|মিরাট ষড়যন্ত্র মামলা| দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর| Class 10 History 6th chapter Suggestion WBBSE|ইতহাস প্রশ্নোত্তর|ভারতের কমিউনিস্ট পার্টি|West Bengal Class Ten|Class X History Question and Answer |itihas proshno uttor|Class 10 History 6th chapter Notes WBBSE|

এছাড়াও তোমরা পাবে দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর| পশ্চিমবঙ্গ দশম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই 4 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন 


আইন অমান্য আন্দোলন পর্বে ভারতের শ্রমিক আন্দোলনের ভুমিকা


ভূমিকাঃ- গান্ধিজির সর্বভারতীয় সব কটি আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ একটি বিশেষ তাৎপর্য বহন করে। আইন অমান্য আন্দোলনে (1930-1934 খ্রিস্টাব্দ) বহু শ্রমিকেরা অংশগ্রহণ করেছিল।



শ্রমিক আন্দোলনের কারণ:-

i) 1929 খ্রিস্টাব্দে মহামন্দার সময় জিনিসপত্রের দাম বাড়লে শ্রমিকেরা অসহায় হয়ে পড়ে।


ii) এই সময় মজুরি কমে গেলে অবস্থা আরও শোচনীয় হয়।


iii) বেকারত্ব ও অর্থাভাবে জর্জরিত শ্রমিকেরা বামপন্থার প্রভাবে উদ্দীপিত হয়ে ওঠে।


iv) গান্ধির আদর্শ তাদেরকে আন্দোলনমুখী করে।



শ্রমিক আন্দোলনঃ- বাংলা, মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি অংশে শ্রমিকেরা এই সময় অংশ নেয়। এই সময়, শ্রমিকেরা রেলস্টেশন, আদালত, সরকারি দফতর প্রভৃতি স্থানের ওপরে চড়াও হয়।

ধমর্ঘটঃ এই সময় বোম্বাই, নাগপুর, করাচি বন্দর, আসামের ডিগবয় প্রভৃতি অঞলের শ্রমিকরা ধর্ম ঘটে অংশ নেয়।



আইন অমান্যঃ- বোম্বাইয়ের রেল শ্রমিকেরা রেল অবরোধ করে গুজরাটের ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্যে অংশ নেয়।



কমিউনিস্ট পার্টিঃ- বি. টি. রণদিভে, সোমনাথ লাহিড়ি প্রমুখ এই সময় শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দেন। কমিউনিস্টদের প্রভাবে এই সময় শ্রমিক আন্দোলন বৃহৎ আকার ধারণ করে।



উপসংহারঃ ব্রিটিশ সরকারের তীব্র দমন নীতির প্রভাবে এবং আন্দোলন মাঝখানে কিছুদিনের জন্য প্রত্যাহৃত হলে শ্রমিক আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। তবে বহু সংখ্যক শ্রমিকদের আইন অমান্য করা আন্দোলনকে অন্য মাত্রা এনে দেয়।


File Details

 

File Name/Book Name

আইন অমান্য আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখ।

File Format

PDF

File Language

Bengali

File Size

86 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top