নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে সংক্ষেপে লেখো।
অথবা,
টীকা লেখো: নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)
AITUC এর সভাপতি |
প্রিয় বন্ধুরা
আজকে আলোচনা করব নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে সংক্ষেপে লেখো। |দশম শ্রেনী ইতিহাস|ষাষ্ঠ অধ্যায়|বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন|4 নম্বরের প্রশ্ন ও উত্তর|8 নম্বরের প্রশ্ন ও উত্তর|টীকা লেখ AITUC|টীকা লেখো: নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)|তোমরা West Bengal Class 10 History পেয়ে যাবে|মিরাট ষড়যন্ত্র মামলা| দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর| Class 10 History 6th chapter Suggestion WBBSE|ইতহাস প্রশ্নোত্তর|অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস|West Bengal Class Ten|Class X History Question and Answer |itihas proshno uttor|Class 10 History 6th chapter Notes WBBSE|
এছাড়াও তোমরা পাবে দশম শ্রেণী ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর| পশ্চিমবঙ্গ দশম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই 4 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে সংক্ষেপে লেখো।
ভূমিকা:- ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হল ১৯২০ খ্রিস্টাব্দের ৩১ অক্টোবর বোম্বাই-এ ‘নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের AIL India Trade Union Congress বা AITUC প্রতিষ্ঠা। এটিই ছিল ভারতের প্রথম বৃহত্তম শ্রমিক সংগঠন।
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পটভূমি
পটভূমি:- ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ার বলশেভিক বিপ্লবের সাফল্য এবং ১৯১৯ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শ্রম সংস্থা International Labour Organisation (ILO) প্রতিষ্ঠা ভারতীয় শ্রমিকদের ও শ্রমিক সংগঠন স্থাপনে উৎসাহিত করে। এছাড়া জাতীয় কংগ্রেসের অমৃতসর অধিবেশন (১৯২০ খ্রিঃ), নাগপুর অধিবেশন (১৯২০ খ্রিঃ) ও গয়া অধিবেশনে শ্রমিকদের সংগঠিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা:
প্রতিষ্ঠা: কংগ্রেস নেতা লালা লাজপত রায়ের সভাপতিত্বে ১৯২০ খ্রিস্টাব্দের ৩১ অক্টোবর বোম্বাই শহরে প্রতিষ্ঠিত হয় নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এই অধিবেশনের সহ-সভাপতি ছিলেন জোসেফ ব্যাপ্তিস্তা ও সাধারণ সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। সারা দেশের প্রায় ৫ লক্ষ শ্রমিকের মধ্যে ৮০৬ জন প্রতিনিধি এতে যযাগদান করেন।
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের নেতৃবৃন্দ:
নেতৃবৃন্দ:- এই অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দের অন্যতমরা ছিলেন মোতিলাল নেহরু, বিঠলভাই প্যাটেল, অ্যানি বেসান্ত, মোহম্মদ আলি জিন্না, বি পি ওয়াদিয়া, সি এফ অ্যান্ড্রুজ, বালগঙ্গাধর তিলক প্রমুখ। কংগ্রেসের জাতীয় নেতৃবৃন্দ AITUC-এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার সুবাদে এর মাধ্যমে শ্রমিক আন্দোলন বিশেষ গতিলাভ। করে ও শক্তিশালী হয়ে ওঠে।
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উদ্দেশ্য:
উদ্দেশ্য:- সাম্রাজ্যবাদী প্রাধান্যের বিরুদ্ধে শ্রমিকশ্রেনির স্বার্থরক্ষার্থে উদ্দেশ্যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করা হয় ।
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কর্মসূচী:
কর্মসূচি:- এই সম্মেলনে সভাপতির ভাষণে লালা লাজপত রায় ব্রিটিশের বিরুদ্ধে শ্রমিক শ্রেণিকে আরও ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি রুশ বিপ্লবকে অভিনন্দন জানান এবং শ্রমিকদের সমাজতান্ত্রিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হওয়ার কথা বলেন। দেওয়ান চমনলাল বলেন, শ্রমিকদের জন্য স্বরাজ অর্জনই হল আমাদের উদ্দেশ্য ('...it was to be the swaraj not for the capitalists but for the workers')। এক ইস্তাহার প্রকাশ করে এতে শ্রমিকশ্রেণির ঐক্যসাধন ও স্বাধীনতা সংগ্রামে তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আবেদন জানানো হয়।
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সীমাবদ্ধতা:
সীমাবদ্ধতা:- AITUC গঠিত হলে শ্রমিক আন্দোলন জোরদার হলেও এর কিছু সীমাবদ্ধতাও লক্ষ্য করা যায়,
যেমন—(i) এর নেতৃবৃন্দ পূর্ণস্বরাজের জন্য বৈপ্লবিক পরিকল্পনা গ্রহণ করেননি।
(ii) প্রথমদিকে জাতীয় কংগ্রেসের বেশ কিছু নেতা এর সঙ্গে যুক্ত থাকলেও জাতীয় কংগ্রেস একে স্বীকৃতি দেয়নি। কারণ কংগ্রেস শ্রমিক আন্দোলনের স্বাধীন সত্তার বিরোধী ছিল।
(iii) আবার, এতে শ্রমিক শ্রেণির নেতৃত্বও প্রতিষ্ঠিত হয়নি ইত্যাদি।
নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের গুরুত্ব:
গুরুত্ব:- ভারতে শ্রমিক আন্দোলনের ইতিহাসে AITUC-এর গুরুত্ব অনস্বীকার্য। এর মাধ্যমেই শ্রমিকদের দাবীদাওয়া, উদ্যোগ, বিক্ষোভ একটি নির্দিষ্ট পথে চালিত হয় এবং তা এক সর্বভারতীয় রূপলাভ করে।
FAQs
1. কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করা হয় ?
উ:- ১৯২০ সালে
2. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সংগঠনে প্রথম সভাপতিত্ব কে করেন ?
উ:- লালা লাজপৎ রায় ।
3. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সন্মেলন কোথায় হয় ?
উ:- বোম্বাইতে ।
4. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাথে যুক্ত কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তির নাম লেখ ।
উ:- বি. পি. ওয়াদিয়া, তিলক, যোসেফ, ব্যাপ্তিস্তা, লাজপৎ রায়, এন. এম. যোশী, দেওয়ান চমনলাল প্রমুখ ।
5. কোন দল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসকে স্বীকৃতি দেয়নি ?
উ:- জাতীয় কংগ্রেস নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসকে স্বীকৃতি দেয়নি ।
7. কোন বিপ্লব নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি তৈরি করে ?
উ:- ১৯১৭ সালের রাশিয়ার বলশেভিক বিপ্লব ।
8. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসে সহ-সভাপতি কে ছিলেন ?
উ:- জোসেফ ব্যাপ্তিস্তা ।
9. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসে কত জন শ্রমিক প্রতিনিধি অংশগ্রহণ করে ?
উ:- ভারতের বিভিন্ন প্রান্তে ৫ লক্ষ শ্রমিকের প্রতিনিধি হিসেবে ৮০৬ জন প্রতিনিধি এই অধিবেশনে অংশগ্রহণ করে ।
10. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস অধিবেশনে কোন বিপল্বকে অভিন্দন জানান হয় ?
উ:- রুশ বিপ্লব কে ।
11. ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোণটি ?
উ:- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC)।
12. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে ছিলেন ?
উ:- দেওয়ান চমনলাল ।
File Details |
|
File Name/Book Name | নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কে সংক্ষেপে লেখো। |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 88 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |