নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর||মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়||ইতিহাসের ধারণা
নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর |
প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর||মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়||ইতিহাসের ধারণা||দশম শ্রেণী মক টেস্ট||এছাড়াও তোমরা পাবে মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |Madhyamik History Question and Answer|মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|10th History Examination|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর|
তো বন্ধুরা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়|নারী ইতিহাসের উপর একটি টীকা লেখ।|আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।
নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর||মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়||ইতিহাসের ধারণা
নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর
অথবা
নারী ইতিহাসের উপর একটি টীকা লেখ।
ভূমিকা:- ভারতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিতে নারীসমাজের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক দেশের সমাজে নারীর স্থান মর্যাদাপূর্ণ। অতীতে কিন্তু এমনটা ছিল না। অত্যাচার নিপীড়ন বধূ নির্যাতন ও লাঞ্ছনার শিকার হত নারীরা। পরবর্তীকালে বিভিন্নভাবে নারীর অধিকার স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এইসব কাহিনি নারী ইতিহাসের অন্তর্ভুক্ত।
নারীর অবস্থান:-সমাজের অর্ধেক অংশই হল নারী। সমাজজীবনের মূল চালিকাশক্তি হলেও বিভিন্ন যুগে নারীর অবস্থা ছিল বিভিন্ন রকম। যথা -
1.প্রাচীন যুগ:-আদিম মানবসমাজ ছিল মাতৃতান্ত্রিক অর্থাৎ নারী ছিল তখন সর্বময় কত্রী। পরে ক্রমশ নারীর অধিকার কমে যায় কিছু ব্যতিক্রম থাকলেও তাদের স্বাধীনতা ও অধিকার লোপ পায়।
2. মধ্যযুগ:-প্রাচীন যুগের ধারা এ যুগেও অব্যাহত থাকে। নারীর স্বাধীনতা ও অধিকার যেটুকু ছিল তাও লোপ পায়। ধর্মীয় বাতাবরণ প্রবলহয়ে ওঠে। অবশ্য এর মধ্যেও দু- একটি ব্যতিক্রম ছিল।
3. আধুনিক যুগ:-এ সময়ে নারী জাগরণের সূচনা হয়। বিশেষ করে 1970 এর দশকে থেকে বিভিন্ন লেখনির মাধ্যমে নারীর অধিকার কর্মসংস্থান পোশাক ধর্ম গার্হস্থ্য কর্মের পাশাপাশি সমাজ ও সংস্কৃতি ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণের কথা জানতে পারি। যার ফলে নারি ইতিহাস অত্যন্ত গুরুত্ব পেয়েছে।
নারী সমাজের ইতিহাসের গুরুত্ব:- নারী ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। যেমন -
i.এ যে বিষয়গুলি উপেক্ষিত ছিল এখন তা গুরুত্ব সহকারে চর্চার বিষয় হয়ে উঠেছে । পারিবারিক ক্ষেত্রে হিংসাত্মক কার্যকলাপ শিশুর উপর নিপীড়ন বধূহত্যা নারী নির্যাতন ও অন্যান্য অত্যাচার প্রভৃতির কথা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য।
ii.লিঙ্গবৈষম্য পারিবারিক সম্পর্ক ও সামাজিক ব্যবস্থার কথা তুলে ধরে নারী ইতিহাস।
iii.নারীর ক্ষমতায়ন ও দক্ষতার উপর আলোকপাত করে এবং বিভিন্ন যুগে নারীর মানসিক সামাজিক ও নৈতিক অবস্থার কথা তুলে ধরে।
এই ভাবেই নারীদের ক্ষমতায়ন ও দক্ষতার পরিচয় নারী ইতিহাস চর্চায় স্থান লাভ করেছে।
আরও পড়ুন......
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ১ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ২ নম্বরের প্রশ্ন ও উত্তর
- মাধ্যমিক প্রথম অধ্যায় ইতিহাসের ধারনা ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর
File Details |
|
File Name/Book Name | নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর |
File Format | PDF |
File Language | Bengali |
File Size | 56 KB |
File Location | GOOGLE DRIVE |
Download Link |
ভালো হয়েছে, কিন্তু একটি প্রশ্নের উত্তর দিতে পারেন -*দৃশ্য শিল্পের ইতিহাস কে কেন নিরপেক্ষ উপাদান বলে ধরা হয় এবং এই ইতিহাস চর্চা কিভাবে আধুনিক ইতিহাসে কে সমৃদ্ধ করেছে? Mark 5
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনখুব সুন্দর👍👍..... It helped me a lot
উত্তরমুছুননাইস
মুছুননারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো?
উত্তরমুছুনঘুম তত ক্ষণে যা ই মেল আইডি ব্যবহার
মুছুনএই উওর টি আমাকে অনেক সাহায্য করেছে।
উত্তরমুছুন