নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর || মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় || ইতিহাসের ধারণা

7

নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর||মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়||ইতিহাসের ধারণা

নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর



প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থীরা,

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর||মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়||ইতিহাসের ধারণা||দশম শ্রেণী মক টেস্ট||এছাড়াও তোমরা পাবে মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ১ নম্বরের প্রশ্ন ও উত্তর |Madhyamik History Question and Answer|মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ২ নম্বরের প্রশ্ন ও উত্তর|Ten History Examination- মাধ্যমিক দ্বিতীয় অধ্যায় ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর|দশম শ্রেনীর দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে ১ ও ২ নম্বরের প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে|10th History Examination|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে এগুলি তোমাদের ফাইনাল পরিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন হবে।মাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর|


তো বন্ধুরা সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ Very Short Short Descriptive Question and Answer|তোমাদের এই পোস্টের মাধ্যমে মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়|নারী ইতিহাসের উপর একটি টীকা লেখ।|আমাদের আশা এই প্রশ্নগুলি তোমাদের পরিক্ষায় খুবই কাজে আসবে।


নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর||মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায়||ইতিহাসের ধারণা


নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর

অথবা

নারী ইতিহাসের উপর একটি টীকা লেখ।


ভূমিকা:- ভারতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিতে নারীসমাজের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক দেশের সমাজে নারীর স্থান মর্যাদাপূর্ণ। অতীতে কিন্তু এমনটা ছিল না। অত্যাচার নিপীড়ন বধূ নির্যাতন ও লাঞ্ছনার শিকার হত নারীরা। পরবর্তীকালে বিভিন্নভাবে নারীর অধিকার স্বীকৃত ও প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এইসব কাহিনি নারী ইতিহাসের অন্তর্ভুক্ত।


নারীর অবস্থান:-সমাজের অর্ধেক অংশই হল নারী। সমাজজীবনের মূল চালিকাশক্তি হলেও বিভিন্ন যুগে নারীর অবস্থা ছিল বিভিন্ন রকম। যথা -


1.প্রাচীন যুগ:-আদিম মানবসমাজ ছিল মাতৃতান্ত্রিক অর্থাৎ নারী ছিল তখন সর্বময় কত্রী। পরে ক্রমশ নারীর অধিকার কমে যায় কিছু ব্যতিক্রম থাকলেও তাদের স্বাধীনতা ও অধিকার লোপ পায়।


2. মধ্যযুগ:-প্রাচীন যুগের ধারা এ যুগেও অব্যাহত থাকে। নারীর স্বাধীনতা ও অধিকার যেটুকু ছিল তাও লোপ পায়। ধর্মীয় বাতাবরণ প্রবলহয়ে ওঠে। অবশ্য এর মধ্যেও দু- একটি ব্যতিক্রম ছিল।


3. আধুনিক যুগ:-এ সময়ে নারী জাগরণের সূচনা হয়। বিশেষ করে 1970 এর দশকে থেকে বিভিন্ন লেখনির মাধ্যমে নারীর অধিকার কর্মসংস্থান পোশাক ধর্ম গার্হস্থ্য কর্মের পাশাপাশি সমাজ ও সংস্কৃতি ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণের কথা জানতে পারি। যার ফলে নারি ইতিহাস অত্যন্ত গুরুত্ব পেয়েছে।


নারী সমাজের ইতিহাসের গুরুত্ব:- নারী ইতিহাস বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। যেমন -


i.এ যে বিষয়গুলি উপেক্ষিত ছিল এখন তা গুরুত্ব সহকারে চর্চার বিষয় হয়ে উঠেছে । পারিবারিক ক্ষেত্রে হিংসাত্মক কার্যকলাপ শিশুর উপর নিপীড়ন বধূহত্যা নারী নির্যাতন ও অন্যান্য অত্যাচার প্রভৃতির কথা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য।

ii.লিঙ্গবৈষম্য পারিবারিক সম্পর্ক ও সামাজিক ব্যবস্থার কথা তুলে ধরে নারী ইতিহাস।

iii.নারীর ক্ষমতায়ন ও দক্ষতার উপর আলোকপাত করে এবং বিভিন্ন যুগে নারীর মানসিক সামাজিক ও নৈতিক অবস্থার কথা তুলে ধরে।

এই ভাবেই নারীদের ক্ষমতায়ন ও দক্ষতার পরিচয় নারী ইতিহাস চর্চায় স্থান লাভ করেছে।




আরও পড়ুন......




File Details

 

File Name/Book Name

নারী সমাজের ইতিহাস সম্বন্ধে আলোচনা কর  

File Format

PDF

File Language

Bengali

File Size

56 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File



Join Telegram... Members



একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ
  1. ভালো হয়েছে, কিন্তু একটি প্রশ্নের উত্তর দিতে পারেন -*দৃশ্য শিল্পের ইতিহাস কে কেন নিরপেক্ষ উপাদান বলে ধরা হয় এবং এই ইতিহাস চর্চা কিভাবে আধুনিক ইতিহাসে কে সমৃদ্ধ করেছে? Mark 5

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. খুব সুন্দর👍👍..... It helped me a lot

    উত্তরমুছুন
  4. নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো?

    উত্তরমুছুন
  5. এই উওর টি আমাকে অনেক সাহায্য করেছে।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
To Top