প্রশ্নঃ রেনেসাঁস বা Renaissance বলতে কী বোঝায়? মানবতাবাদ বা Humanism বলতে কী বোঝায়?

0

প্রশ্নঃ রেনেসাঁস বা Renaissance বলতে কী বোঝায়?

রেনেসাঁস / Renaissance

নবজাগরণ:নবজাগরণশব্দটির ইংরেজি প্রতিশব্দ হল রেনেসাঁস(Renaissance)আসলেরেনেসাঁসএকটি ফরাসি শব্দ। রেনেসাঁসশব্দের অর্থ পুনর্জন্ম। মধ্যযুগের কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরোধিতা করে যুক্তিবাদ ও মানবতাবাদকে আশ্রয় করে গ্রিক ও ল্যাটিন ধ্রুপদি সাহিত্য ও জ্ঞানের পুনরুজ্জীবন ঘটিয়ে মানুষের চিন্তা ও মননে পরিবর্তন আনে রেনেসাঁস। ‘রেনেসাঁস’, শব্দটি সম্ভবত ১৫০০ খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন ইটালির চিত্রকর ও স্থপতি জর্জো ভাজারি (Georgio Vasari)


মানবতাবাদ বা Humanism


মানবতাবাদ বা Humanism বলতে কী বোঝায়?
মানবতাবাদ(Humanism): ‘মানবতাবাদ’(Humanism) কথাটি সম্ভবত প্রথম ব্যবহার করেছেন জার্মান শিক্ষাবিদ এফ.জে নাইথাম্মের (F.J Niethammer)মানবতাবাদ আধুনিক যুগের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ‘মানবতাবাদ মূল কথা হল মানুষের মঙ্গল করা বা মানুষের প্রতি ভালোবাসা। ‘মানবতাবাদ পারলৌকিক চিন্তায় গুরুত্ব না দিয়ে এই জীবনে সুখস্বাচ্ছন্দ্য, ভালোবাসা ও আনন্দলাভের কথা প্রচার করা হয়।

****যদি আপনাদের  পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের পড়ার সু্যোগ করেদিন।****ধন্যবাদ*****


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top