Part -7 Class 5 Science Model Activity Task [October]

 

Part -7 Class 5 Science Model Activity Task [October]

 

Part -7 Class 5 Science Model Activity Task [October]

১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন -

ক) বাঘা যতীন 

খ) সূর্য সেন 

গ) ভগৎ সিং  

ঘ) নেতাজি সুভাষচন্দ্র

 

১.২ মাছ ধরার যে উপায়টিতে বঁড়শি লাগে তা হলো -

ক) জাল 

খ) পোলো

গ) ছিপ  

ঘ) ঘুনি

 

১.৩ রেশমকীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো -

ক) চা 

খ) তুঁত  

গ) আনারস 

ঘ) পাট

 

২. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে X চিহ্ন দাও :

২.১ সভ্যতার প্রথমে মানুষ মাটির বাসন ব্যবহার করা করত ।

 

উ:-   

 

২.২ বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার জন্য অনেক চেষ্টা করেছিলেন ।

 

উ:-    

 

২.৩ ন্যাদোশ একটি সহজলভ্য নদীর মাছ ।

 

উ:-   

 

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ পচিমবঙ্গের কোন কোন জায়গায় চা চাষ করা হয় ?

উ:-  পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি মূলত চা চাষের জন্য উপযোগী। যেমন: জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ।

 

৩.২ হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটি কাজ লেখো ।

উ:-  হারভেস্টার মেশিনের সাহায্যে করা এমন দুটি কাজ হলো ধান কাটা এবং গোসল থেকে ধান আলাদা করা ।

       এছাড়াও হারভেস্টার মেশিনের সাহায্যে ধান এক জায়গায় জড়ো করা ও বস্তাবন্দি করার মতো কাজও একইসঙ্গে করা যায় ।

 

৩.৩ গাঙ্গেয় ব-দ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটি ফসলের নাম লেখো ।

উ:-  গাঙ্গেয় বদ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটি ফসল হলো - ধান, গম, আখ, পাট, সরষে প্রভৃতি ।

 

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

৪.১ বীরসা মুন্ডা, সিধো ও কানহুর মত মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন ?

উ:-  ব্রিটিশ শাসনকালে সাওঁতালদের বিরুদ্ধে ব্রিটিশরা ক্রমাগত অত্যাচার ও শোষণের ইতিহাস আমরা সবাই জানি । ব্রিটিশরা ক্রমাগত সাঁওতাল জনজাতির উপর আর্থিক শোষণ, তাদের ফসল জোর করে ছিনিয়ে নেওয়া, সাঁওতাল মহিলাদের উপর শারীরিক শোষণ ও তাদের গৃহপালিত পশু চুরি করে নেওয়া ইত্যাদি নৃশংস শোষণ করেছিল।একসময় বীরসা মুন্ডা ও সিধো কানহুর নেতৃত্বে সাঁওতাল জনজাতি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়। যদিও শক্তিশালী ব্রিটিশ বাহিনীর সামনে সাঁওতাল জনজাতির এই আন্দোলন সফল হতে পারেনি তবে ঔপনিবেশিক শক্তির দমনে যে স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়েছিল তার প্রাথমিক উৎস হিসেবে এই আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম। তাই বীরসা মুন্ডা, সিধো ও কানহুর মত মানুষদের আমরা আজও শ্রদ্ধা করি ।

 নিচে অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলোর লিংক দেওয়া রয়েছে তোমরা গিয়ে লিখে নিতে পারো? (বিশেষ দ্রষ্টব্যঃ- ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সমস্ত বিষয়ের Part- 6 ও Part-7 এর লিংক দেওয়া আছে)  


ALL CLASS ALL SUBJECT PART 7 MODEL ACTVITY TASK

CLICK HERE TO GET ALL CLASS PART 7

CLICK HERE

পার্ট 7 সমস্ত ক্লাসের  অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য

এখানে

ক্লিক কর

 

 

ALL CLASS ALL SUBJECT PART 6 MODEL ACTVITY TASK

CLICK HERE TO GET ALL CLASS PART 6

CLICK HERE

পার্ট 6 সমস্ত ক্লাসের  অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য

এখানে

ক্লিক কর




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url