ষষ্ঠ শ্রেণী দশম অধ্যায় আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর Part-2

ষষ্ঠ শ্রেণী  দশম অধ্যায়  আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর Part-2 

ষষ্ঠ শ্রেণী

দশম অধ্যায়

ভারতের ভৌগলিক পরিবেশ

ষষ্ঠ শ্রেণী  দশম অধ্যায়  আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর



দু-এককথায় উত্তর দাও :-

1. কোনো পর্বতের চূড়াকে কী বলে ?

উত্তর: পর্বতশৃঙ্গ।

 

2. ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি ?

উত্তর: গডউইন অস্টিন।

 

3. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?

উত্তর: সিয়াচেন।

 

4. হিমালয় কথার অর্থ কী ?

উত্তর: বরফের গৃহ।

 

5. পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কী ?

 উত্তর: মাউন্ট এভারেস্ট।

 

6. ভারত নেপাল সীমান্তে কোন পর্বত অবস্থিত ?

উত্তর: কাঞ্চনজঙ্ঘা।

 

7. দুটো পর্বতের মাঝের সংকীর্ণ পথকে কী বলে ?

উত্তর: গিরিপথ।

 

8. চলমান বরফের স্তুপকে কী বলে?

উত্তর: হিমবাহ।

 

9. দুন কী ?

উত্তর: শিবালিক হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকা।

 

10. কয়াল কাকে বলে ?

উত্তর: মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে।

 

11. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী ?

উত্তর: সিয়াচেন।

 

12. দক্ষিণ হিমাচলের গড় উচ্চতা কত ?

উত্তর: 3000 মিটার-এর বেশি।

 

13. শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে কী বলে?

উত্তর: তরাই।

 

14. ব্রক্ষ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত ?

উত্তর: সাংপো।

 

15. ভারতের দীর্ঘতম নদী কাকে বলা হয় ?

উত্তর: গঙ্গাকে।

 

16. ডিব্ৰুগড় কোন্ নদের তীরে অবস্থিত ?

উত্তর: ব্রম্মপুত্র।

 

17. কোন্ হিমবাহ থেকে গঙ্গানদী উৎপত্তি হয়েছে ?

উত্তর: গঙ্গোত্রী।

 

18. ভারতকে কী ধরনের দেশ বলা হয় ?

উত্তর: নদীমাতৃক।

 

19. ভারতের একটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো ?

উত্তর: নর্মদা।

 

20. পৃথিবীর বৃহত্তম নদীমধ্যবর্তী দ্বীপ কোনটি ?

উত্তর: মাজুলি।

 

21. এলাহাবাদ শহরটি কোন নদীর প্রবাহপথে অবস্থান করছে ?

উত্তর: গঙ্গানদী

 

22. পদ্মা যমুনার মিলিত প্রবাহ কী নামে পরিচিত ?

উত্তর: যমুনা।

 

23. পশ্চিমঘাট পর্বতের উত্তর ভাগের নাম কী ?

উত্তর: সহ্যাদ্রি ।

 

24. দাক্ষিণাত্য মালভূমির আন্নামালাই পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি ?

উত্তর: আনাইমুদি।

 

25. মহানদীর উৎসস্থল কোথায় ?

উত্তর: দণ্ডকারণ্য উচ্চভূমির শিহাওয়া উচ্চভূমি।

 

26. দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় ?

উত্তর: গোদাবরীকে।

 

27. চারদিক জুলভাগ দ্বারা বেষ্টিত ভূভাগকে কী বলে?

উত্তর: দ্বীপ।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url