ষষ্ঠ শ্রেণী
দশম
অধ্যায়
ভারতের জনজাতি ও অধিবাসী
Class 6 Geography Chapter 10 Part-8
দু-এককথায় উত্তর দাও :-
1. ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কারা ?
উত্তর: গোন্ড।
2. কিন্নরী কোন প্রদেশের ভাষা ?
উত্তর: হিমাচল প্রদেশ।
3. রাজস্থানে কোন্ আদিবাসী বসবাস করে ?
উত্তর: ভিল।
4. তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কারা।
উত্তর: সাঁওতাল।
5. জারোয়াদের জীবিকা কী ?
উত্তর: শিকার ও ফলমূল সংগ্রহ করা।
6. নীলগিরি পাহাড়ে কোন্ আদিবাসীরা বসবাস করে ?
উত্তর: টোডা।
7. অন্ধপ্রদেশের আদিবাসীদের ভাষা কী ?
উত্তর: চেঞ্চু ।
৪. ইসলামদের একটি উৎসবের নাম লেখো।
উত্তর: ইদ-উল-ফিতর।
9. বুদ্ধ পূর্ণিমা কারা উৎসব হিসেবে পালন করে ?
উত্তর: বৌদ্ধরা।
10. টোডা আদিবাসীদের জীবিকা কী ?
উত্তর: পশুপালন।
11. কেরলের মানুষ কোন্ ভাষায় কথা বলে ?
উত্তর: মালয়ালম।
12. জারোয়ারা কোন ভাষায় কথা বলে ?
উত্তর: আন্দামানি।
13. ঝাড়খন্ডে কোন আদিবাসী বসবাস করে ?
উত্তর: সাঁওতাল।
14. খ্রিস্টানদের একটি উৎসবের নাম লেখো।
উত্তর: বড়োদিন।
15. দক্ষিণ আন্দামানের আদিবাসীদের কী বলে ?
উত্তর: জারোয়া।
16. মহাত্মা গান্ধির জন্মদিন কবে পালিত হয় ?
উত্তর: 2 অক্টোবর।
17. হিন্দুদের একটি ধর্মীয় উৎসবের নাম লেখো।
উত্তর: দীপাবলি।
18. ভারতের কোন দুটি রাজ্যের প্রধান ভাষা বাংলা ?
উত্তর: পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা।
19. আদিবাসী কাদের বলে ?
উত্তর: বিশেষ সামাজিক গোষ্ঠী, যারা প্রাচীনকাল থেকে শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে।
20. দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি ?
উত্তর: ভিল।
Very nice 👍
উত্তরমুছুন