ষষ্ঠ শ্রেণী দশম অধ্যায় আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর Part-1

 ষষ্ঠ শ্রেণী  দশম অধ্যায়  আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর

ষষ্ঠ শ্রেণী

দশম অধ্যায়

আমাদের দেশ ভারত

ষষ্ঠ শ্রেণী  দশম অধ্যায়  আমাদের দেশ ভারত ১ নম্বরের প্রশ্ন ও উত্তর



দু-এককথায় উত্তর দাও :-

1. ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত ?

উত্তর: দক্ষিণ দিকে।

 

2. ভারতের দক্ষিণে কোন্ মহাসাগর রয়েছে ?

উত্তর: ভারত মহাসাগর।

 

3. তিনদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কী বলে ?

উত্তর: উপসাগর।

 

4. তিনদিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে কী বলে ?

উত্তর: উপদ্বীপ।

 

5. নিরক্ষরেখার কোনদিকে ভারত অবস্থিত ?

উত্তর: উত্তরদিকে।

 

6. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কী ?

উত্তর: কন্যাকুমারিকা।

 

7. ভারতের রাজধানীর নাম লেখো।

উত্তর: নিউদিল্লি।

 

. বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কত ?

উত্তর: 29টি।

 

9. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত ?

উত্তর: 7টি।

 

10. ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা -টি ?

উত্তর: 22টি।

 

11. ভারতের সংযোগকারী ভাষা কী ?

উত্তর: ইংরেজি।

 

12. ভারতের মূল ভূখণ্ডের পূর্ব-পশ্চিমে বিস্তার কত ?

উত্তর: 2,933 কিমি।

 

13. ভারতের বৃহত্তম শহর কোনটি ?

উত্তর: মুম্বই।

 

14. ভারতের সাক্ষরতার হার কত শতাংশ ?

উত্তর: 74.04 শতাংশ।

 

15. জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উত্তর: দ্বিতীয়।

 

16. ভারতের উত্তর দিকের দুটি প্রতিবেশী রাষ্ট্রের নাম লেখো।

উত্তর: নেপাল ভুটান।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url