সপ্তম শ্রেনী ইতিহাস| ইতিহাসের ধারণা|১ নম্বরের প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেনী ইতিহাস| ইতিহাসের ধারণা|১ নম্বরের প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেনী ইতিহাস ইতিহাসের ধারণা নম্বরের প্রশ্ন উত্তর



প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব সপ্তম শ্রেনী ইতিহাস| ইতিহাসের ধারণা|১ নম্বরের প্রশ্ন ও উত্তর |তোমরা West Bengal Class 7 History পেয়ে যাবে|সপ্তম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|Class 7 History itihaser dharona  Sugg -estion WBBSE|ইতহাস প্রশ্নোত্তর|West Bengal Class Seven|Class 7 History Question and Answer|itihas proshno uttor| Class 7 History chapter Notes WBBSE|ইতিহাস মক টেস্ট|History Mock Test 


এছাড়াও তোমরা পাবে সপ্তম শ্রেণী ইতিহাসের ধারনা থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|MCQ Very Short Question Short Questions Descriptive Question and Answer এগুলি তোমরা যারা পশ্চিমবঙ্গের VII History Examin-ation এর জন্য পরিক্ষা দিতে যাচ্ছ অথবা পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই ১ নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন এবং তোমরা যারা সপ্তম শ্রেণী ইতিহাস (ইতিহাসের ধারণা ) ১ নম্বরের প্রশ্ন এবং উত্তর চাইছো, তারা নীচের দেওয়া প্রশ্নউত্তর গুলি ভালো করে পড়ে নিতে পারবে।


সপ্তম শ্রেনী ইতিহাস| ইতিহাসের ধারণা|১ নম্বরের প্রশ্ন ও উত্তর

 

১.সাল-তারিখ কোন্ বইতে থাকবেই?

উঃ- ইতিহাস বইতে

২. কোন রাজা ‘ গঙ্গাইকোণ্ডচোল উপাধি নেন?

উঃ-চোলরাজা প্রথম রাজেন্দ্ৰ চোল ।

৩. ‘সlকলোত্তরপথনাথ উপাধি কে নিয়েছিলেন?

উঃ-হর্ষবর্ধন

কিংবা আকবর কোন সাম্রাজ্যের সম্রাট ছিলেন?

উঃ-মোগল সাম্রাজ্যের

৫. দন্তিদুর্গ কোন অঞ্চলে রাজত্ব করতেন?

উঃ-দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে

৬. তামার পাতে লেখা লেখকে কী বলে?

উঃ-তাম্ৰলেখ

৭. পাথরের ওপর লেখা লেখকে কী বলে ?

উঃ-শিলালেখ

৮. কারা প্রাচীন কোনো তথ্য খুঁজে একত্রিত করেন?

উঃ-ঐতিহাসিকরা

৯. ‘ইতিহাসের জনক কাকে বলা হয়?

উঃ-হেরোডোটাসকে

১০. 'ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করেছিলেন?

উঃ-গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস

১১. হেরোডোটাস কোথা থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন?

উঃ-পারসিক লেখাপত্র থেকে

১২. ভারতের কোন অঞ্চল পারসিক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল ?

উত্তর সিন্ধুনদের ব-দ্বীপ অঞ্চল

১৩. সিন্ধুনদের ব-দ্বীপ এলাকাকে কী বলা হত ?

উঃ-হিদুষ

১৪. ‘ হিন্দুস্থান শব্দটি কোন্ শিলালিপিতে ব্যবহার হয়েছে?

উঃ-সাসানীয় শাসকের শিলালিপিতে

১৫. প্রাক-মধ্যযুগ কী নামে পরিচিত ছিল?

উঃ-আদি-মধ্যযুগ

১৬. ভারতে কাদের হাত ধরে আলু খাওয়ার চল শুরু হয়?

 উঃ-পোর্তুগিজদের

১৭. ইতিহাসে কাদের কথা খুব বেশি থাকে না?

উঃ-গরিব সাধারণ মানুষের কথা

১৮. ইতিহাসের গোয়েন্দা কাদের বলা হয় ?

উঃ-ঐতিহাসিকদের

১৯. ইতিহাস গ্রন্থটি কার লেখা?

উঃ-হেরোডোটাস

২০. ভারতের প্রাচীন নাম কী?

উঃ-জম্বুদ্বীপ

২১. দশম শতকের কোন্ গ্রন্থে ‘হিন্দুস্থান কথার উল্লেখ পাওয়া যায় ?

উঃ- ‘হুদুদ-অ-আলম-এ

২২. মোগল যুগে “পরদেশিদের কী বলা হত ?

উঃ-আজনবি

২৩. বখতিয়ার খলজি কে ছিলেন ?

উঃ-তুর্কি সেনাপতি

২৪. বখতিয়ার খলজির পুরো নাম কী?

উঃ-ইখতিয়ারউদ্দিন মহম্মদ বিন বখতিয়ার খলজি

২৫. ‘হিন্দুস্থান কথাটি প্রথম কোন যুগে চালু হয়?

উঃ-সুলতানি যুগে

২৬. পূর্বে ‘হিদুষ বলতে কোন অঞ্চলকে বোঝানো হত?        

উঃ-সিন্ধু নদীর ব-দ্বীপ অঞ্চলকে

২৭. সাসানীয় শাসক কোথায় রাজত্ব করতেন?

উঃ-পারস্যে

২৮. হুদুদ অল আলম গ্রন্থটি কবে লিখিত হয় ?

উঃ-খ্রিস্টীয় দশম শতকে

২৯. “হুদুদ অল আলম গ্রন্থটি কী ধরনের গ্রন্থ?

উঃ-ভূগোল গ্রন্থ

৩০. তাজমহল স্থাপত্যটি আসলে কী?

উঃ-স্মৃতিসৌধ

৩১. তাজমহল কে নির্মাণ করেন?

উঃ-মোগল সম্রাট শাহজাহান

৩২. প্রাচীন লেখ বা লিপিগুলিকে কী বলা হয়?

উঃ-প্রত্নতাত্ত্বিক উপাদান

৩৩. এলাহাবাদ প্রশস্তি কে উৎকীর্ণ করেন?

উঃ-সমুদ্রগুপ্ত

৩৪. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?

উঃ-হরিষেণ

File Details

 

File Name/Book Name

সপ্তম শ্রেনী ইতিহাস ইতিহাসের ধারণা নম্বরের প্রশ্ন উত্তর

File Format

PDF

File Language

Bengali

File Size

81.9 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members



Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ১৩ জানুয়ারী, ২০২৪ এ ৭:৪৫ PM

    Chdjg

Add Comment
comment url