CLASS 5 MODEL ACTIVITY TASK HEALTH & PHYSICAL EDUCATION NEW PART 4 JULY -2021(NEW)// মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী স্বাস্থ এবং শারীরশিক্ষা নতুন জুলাই মাসের পার্ট -৪

 

 CLASS 5 MODEL ACTIVITY TASK HEALTH & PHYSICAL EDUCATION NEW PART 4 JULY  -2021(NEW)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 পঞ্চম শ্রেণী   

স্বাস্থ এবং শারীরশিক্ষা  

নতুন জুলাই মাসের পার্ট -৪

 CLASS 5 MODEL ACTIVITY TASK HEALTH & PHYSICAL EDUCATION NEW PART 4

১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (√) চিহ্ন  দাও।

 

() রাস্তা পার হওয়ার সময় কী করতে হয় ?

 

(a) চারদিকটা দেখে রাস্তা পার হতে হয়

(b) ডান দিকটা দেখে রাস্তা পার হতে হয়

(c) বাম দিকটা দেখে রাস্তা পার হতে হয়।

(d) সামনের দিকটা ফাকা থাকলেই রাস্তা পার

 

() রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয়?

 

(a) হলুদ দাগ দেওয়া অংশ দিয়ে

(b) জেব্রা ক্রসিং দিয়ে

(c) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকলে।

(d) কার্ড এলাকা দিয়ে

() জেব্রা ক্রসিং- কী রং এর দাগ থাকে ?

 

(a) লাল সাদা দাগ থাকে

(b) সাদা কালো দাগ থাকে

(c) হলুদ দাগ থাকে

(d) সাদা ডটেড দাগ থাকে

 

() কোন আলোর সংকেতে গাড়ি চলতে শুরু করে?

 

(a) লাল জ্বললে

(b) হলুদ জ্বললে

(c) সবুজ জ্বললে

(d) হলুদ আলোর পরে সবুজ আলো জ্বললে

 

 ()যদি ট্রাফিকের আলোর সংকেতের লাল আলোর সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রং এর আলোর সংকেত দেয়া হয় তাহলে গাড়ির চালককে কী করতে হবে?

 

(a) গাড়ি থামাবার জন্য প্রস্তুত হতে হবে

(b) গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হয়ে

(c) গাড়ি চলাতে শুরু করতে হবে

(d) গাড়ি থামিয়ে দিতে হবে

 

(যদি ট্রাফিকের আলোর সংকেতের হলুদ আলোর সংকেত বন্ধ হয়ে গিয়ে যদি সবুজ আলোর সংকেত জ্বলে তাহলে কী করতে হবে?

 

(a) সাথে সাথে গাড়ি চালাতে হবে

(b) সাথে সাথে গাড়ি থামাতে হবে |

(C) গাড়ি চালানোর জন্য প্রস্তুত হতে হবে

(d) গাড়ি থামানোর জন্য প্রস্তুত হতে হবে

 

() ট্রাফিক পুলিশ কী কাজ করে?

(a) ট্রাফিক পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায়

(b) পথচারীদের রাস্তা পার হতে সহায়তা করে।

(c) ট্রাফিক পুলিশ আলোর সংকেত দেয়

(d) নিয়ম ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে

() রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত?

 

(a) রাস্তা দিয়ে

(b) ফুটপাথ দিয়ে

(c) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডানদিক দিয়ে

(d) ফুটপাথ  দিয়েএবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে

 

(ঝ) যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার কোনদিক দিয়ে হাঁটতে হয় ?

 

(a) রাস্তার মাঝখান দিয়ে

(b) রাস্তার বাম দিক দিয়ে

(c) রাস্তার ডান দিক দিয়ে

(d) বাম ডান উভয় দিক দিয়ে

(ঞ) দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন?

 

(a) দৃষ্টিীন ব্যক্তির সাহায্যকারী ট্রাফিক পুলিশ

(b) দৃষ্ট্রিীন ব্যক্তি নিজেই

(c) দৃষ্টিহীন ব্যক্তির কাহাকাছি থাকা যেকোনো পথচারী

(d) দুঙ্গিীন ব্যক্তির সঙ্গে থাকা সহায়তাকারী সহাযোগী।

 

২। তোমরা সবাই ছবি এঁকে রং করো।

 

 

৩। তোমরা সবাই ছবি এঁকে রং করো।

 

 


 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url