CLASS 3 MODEL ACTIVITY
TASK BENGALI PART 3-2021(NEW)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক -3
তৃতীয় শ্রেণি
BENGALI / বাংলা
CLASS 3 MODEL ACTIVITY TASK BENGALI PART 3-2021(NEW)
নীচের
প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো : 1. তা
নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন। - সোনা' গল্পে চাষি কাকে, কেন
একথা বলেছিল ? উ:-গৌরী
ধর্মপালের লেখা 'শোনা গল্প চাষী তার বউকে একথা বলেছিল। চাষী ও তার বউ তাদের মেয়ে
সোনাকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছিল। মেয়েকে ভালো করে স্নান করিয়ে দেওয়ার
পর গা মোছাতে গিয়ে চাষি দেখে গায়ে বালি চিকচিক করছে। বারবার মুছে ও ছেড়ে দেওয়ার
পরেও গা থেকে বালি গেল না। তখন চাষী ভালো করে লক্ষ্য করে দেখলো আর বললো এ তো বালি
নয়, এ যে দেখছি সোনা!" গায়ে এই রকম সোনা দেখে চাষী বলেছিল যে নদীমা তাদের
মেয়ের গায়ে সোনা পরিয়ে দিয়েছেন। |
2.'নদী
কবিতায় নদীর সঙ্গে কবি সারাজীবন চলতে পারেননি কেন ? উ:-নদী
কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় নদীর সাথে সারাজীবন চলতে পারেননি, কারণ নদী সোজা
পথে চলে না বাঁকা পথে চলে। কিন্তু কবি চান জীবনের সোজা এবং সহজ সরল পথে চলত। তাই
কবি নদীর সাথে সারাজীবন চলতে পারেননি। |
3. এ
প্রশ্নের উত্তর একটাই।- প্রশ্ন এবং তার উত্তরটি লেখো। উ:-নদীর
তীরে একা এই গল্পটির লেখক জীবন সর্দার এর প্রশ্নটি হল, কেন তিনি অনেক নদীর তীরে একা
একাই গিয়েছেন।এবং এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, তিনি প্রকৃতি পড়ুয়া হতে চেয়েছেন
অর্থাৎ প্রকৃতিকে উপলব্ধি করতে চেয়েছেন তাই তিনি অনেক নদীর তীরে একা একাই গিয়েছেন। |
4. 'আমি
কেবল যাব একটিবার...কথক কোথায় যেতে চায়? কীভাবে সে সেখানে যাবে ? উ:-নৌকো যাত্রা' কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রায়গঞ্জের ঘাটে বাঁধা মধু মাঝির নৌকোটি যদি পান তাহলে তিনি সাত সমুদ্র তেমরা নদীর পারে যাবেন সেই নৌকোতে তিনি একশটি দাঁড় লাগিয়ে এবং চারটে পাঁচটা ছটা পাল তুলে দিয়ে সাত সমুদ্র তেমরা নদীর পারে যাবেন। |