2ND SERIES Class 10 LIFE SCIENCE MODEL ACTIVITY TASK 2021 Part 5 QUESTION WITH ANSWER // মাধ্যমিক দশম শ্রেণি জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ

1

 

CLASS10 LIFE SCIENCE  MODEL ACTIVITY TASK 2021 Part 5 

2ND SERIES CLASS 10 LIFE SCIENCE

MODEL ACTIVITY TASK 2021 Part 5

QUESTION WITH ANSWER (AUGUST)

মাধ্যমিক দশম শ্রেণি জীবন বিজ্ঞান

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব (দ্বিতীয় সিরিজ)

প্রশ্ন উত্তরসহ (আগস্ট) 

 

. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

. পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো

() মিষ্টি আলু () কচুরিপানা () আদা। () পাথরকুচি

. সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো

() মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে। () মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম () মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম () মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়

. নীচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো

() অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণিমনসার পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। () রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে () পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত নয়টি বায়ুথলি যুক্ত থাকে যা পায়রাকে উড়তে সাহায্য করে () উটের RBC ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে

. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :

. মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো।

. বিসদৃশ শব্দটি বেছে লেখো : মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম,

গিনিপিগের মসৃণ লোম

. নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

ব্যবহার অব্যবহারের সূত্র : ল্যামার্ক :: প্রাকৃতিক নির্বাচন : _________

. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

. স্বপরাগযোগের একটি সুবিধা একটি অসুবিধা উল্লেখ করো।

.একসংকর জননে F, জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে” – উদাহরণের সাহায্যে ব্যাখ্যা

করো।

. নীচের প্রশ্নটির উত্তর দাও :

. ডারউইনের মতবাদ অনুসারেযোগ্যতমের উদ্বর্তনকীভাবে ঘটে ব্যাখ্যা করো। শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের

সমস্যার সমাধান করে” – বক্তব্যটির যথার্থতা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো।

. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

 

. পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো

 

() মিষ্টি আলু

() কচুরিপানা

() আদা।

() পাথরকুচি

 

পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি হলো- পাথরকুচি

 

. সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি স্থির করো

 

() মটর গাছের বংশবিস্তারে অনেক সময় লাগে।

() মটর গাছে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম

() মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম

() মটর গাছের ফুলগুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়

 

সংকরায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটরগাছ বেছে নেওয়ার সঠিক কারণটি হলো- মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম

 

. নীচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো

 

() অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণিমনসার পাতা কাটায় রূপান্তরিত হয়েছে।

() রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে

() পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত নয়টি বায়ুথলি যুক্ত থাকে যা পায়রাকে উড়তে সাহায্য করে

() উটের RBC ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে  

 

নীচের যে বক্তব্যটি সঠিক নয় সেটি হলো- রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে

 

. একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও :

 

. মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো।

 

উঃ- বৈশিষ্ট্যঃ-

                     (i)বয়সন্ধি দশা হলো মানুষের মুখ্য বৃদ্ধিকাল। এই সময় পেশি অস্থির বৃদ্ধি, জনন অঙ্গের বৃদ্ধি, গ্যামেট উৎপাদন শুরু হয়।

 

. বিসদৃশ শব্দটি বেছে লেখো : মটরের সবুজ রঙের বীজ, মটরের সবুজ রঙের ফল, গিনিপিগের সাদা রঙের লোম,

গিনিপিগের মসৃণ লোম

 

উঃ- বিসদৃশটি হলো-  মটরের সবুজ রঙের ফল।

 

. নীচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

ব্যবহার অব্যবহারের সূত্র : ল্যামার্ক :: প্রাকৃতিক নির্বাচন :     ডারউইন      

 

. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :

 

. স্বপরাগযোগের একটি সুবিধা একটি অসুবিধা উল্লেখ করো।

 

উঃ-

সুবিধাঃ-

            এই পরাগযোগে একই প্রজাতির ফুলে পরাগযোগের জন্য প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষা পায় এবং প্রজাতির মধ্যে জনিতৃ বৈশিষ্ট্য প্রকাশ পায়।

অসুবিধাঃ-

             নতুন বৈশিষ্ট্যসম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হয় না এবং অপত্য উদ্ভিদের অনাক্রম্যতা হ্রাস পায়।

 

.একসংকর জননে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে” – উদাহরণের সাহায্যে ব্যাখ্যা

করো।

 

উঃ- অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকর জননে F2 জনুর জিনোটাইপ অনুপাত সবসময় 3:1 হয় না।

             যেমন সন্ধ্যামালতী উদ্ভিদের একসংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত সবসময় 1: 2: 1 হয়।এবং জিনোটাইপিক অনুপাতও 1: 2: 1 হয়।

     

            সুতরাং,  একসংকর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে।

 

. নীচের প্রশ্নটির উত্তর দাও :

 

. ডারউইনের মতবাদ অনুসারেযোগ্যতমের উদ্বর্তনকীভাবে ঘটে ব্যাখ্যা করো। শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের

সমস্যার সমাধান করে” – বক্তব্যটির যথার্থতা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো।

 

উঃ- যোগ্যতমের উদ্বর্তনঃ- ডারউইন এর মতে জীবন সংগ্রামে লিপ্ত জীবগুলির মধ্যে যাদের দেহে ছোটো ছোটো সহায়ক অভিযোজন মূলক বৈশিষ্ট্য এসে যায় তারাই জীবন সংগ্রামে জয়ী হয়, এবং বেঁচে থাকার অধিকারী হয়।অন্যেরা কালক্রমে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। জীবন সংগ্রামে এই উত্তরণকে যোগ্যতমের উদ্বর্তন বলা হয় ।

 



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
To Top