নেপোলিয়ন বোনাপার্ট (Napoleon Bonapart) কীভাবে ফ্রান্সে ক্ষমতালাভ করেন?//অথবা নেপলিয়ান বোনাপাট Napoleon Bonapart) কিভাবে ফরাসি জাতির সম্রাটে পরিণত হয়েছিলেন?

নেপোলিয়ন বোনাপার্ট (Napoleon Bonaparte) কীভাবে ফ্রান্সে ক্ষমতালাভ করেন?

অথবা 

নেপলিয়ান বোনাপাট Napoleon Bonapart) কিভাবে ফরাসি জাতির সম্রাটে পরিণত হয়েছিলেন?


ভূমিকাঃ- সন্ত্রাসের শাসনে ফারাসি বিপ্লবের আর্দশ যখন বিপর্যস্ত তখন ফ্রান্সের শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে 1795 খ্রিস্টাব্দে জাতীয় সভা ফ্রান্সে  ‘ডাইরেক্টরি’ শাসনব্যবস্থা নামে এক নতুন শাসনতন্ত্রের প্রবর্তন করেছিলেন।এই ‘ডাইরেক্টরির শাসনকালে ফ্রান্সের অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে এক চরম ব্যর্থতাময় যুগের সূত্রপাত ঘটে। ইংল্যান্ড, অস্ট্রিয়া, সার্ডিনিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত ফ্রান্স বিধ্বস্ত অবস্থার সম্মুখীন হয়। এই সময় পাঁচজন ডাইরেক্টর ও দুই কক্ষবিশিষ্ট আইনসভার অনভিজ্ঞ নেতৃবৃন্দের হাতে দেশের শাসনভার থাকার ফলে বিভিন্ন সমস্যায় আক্রান্ত ফ্রান্সের জনজীবন সংকটময় হয়ে ওঠে ও ফরাসী বিপ্লবের  আদর্শ আবার কাঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এমতাবস্থায় এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে নেপোলিয়ান বোনাপার্টের আবির্ভাব ঘটে।


নেপোলিয়ানের পরিচিত:- নেপোলিয়ান ১৭৬৯ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট ইটালির অন্তর্গত কর্সিকা দ্বীপের অ্যাজাকসিও (Ajaccio) শহরে জন্মগ্রহণ করেন। বাবার নাম কালো বোনাপার্ট ও মায়ের নাম লেটিজিয়া ১৬ বছর বয়সে তিনি তার বাবাকে হারান এবং তারা কঠোর দারিদ্র্যের সম্মুখীন হন। তিনি প্যারিসের সামরিক বিদ্যালয়ের শিক্ষা শেষ করে ১৭ বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীর সাব-লেফটেন্যান্ট পদে যোগ দেন (১৭৮৫ খ্রি.)।


নেপোলিয়ানের উত্থানের সূচনা: নেপোলিয়নের উত্থানের কাহিনি ছিল রোমাঞ্চকর এবং এটি তিনটি পর্যায়ে বিভক্ত ছিল-


প্রথম পর্যায় :


ব্রিগেডিয়ার পদ লাভ:- ১৭৯৩ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ফ্রান্সের তুলোঁ (Toulon) বন্দর অবরোধ করলে নেপোলিযয়ান অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলো বন্দর পুনরুদ্ধার করেন এবং পুরস্কার হিসেবে তিনি ব্রিগেডিয়ার পদে উন্নীত হন।


মেজর জেনারেল পদ লাভ : ১৭৯৫ খ্রিস্টাব্দের ৫ অক্টোবর রাজতন্ত্রের সমর্থক ও প্রজাতন্ত্রের বিরোধী উত্তেজিত জনতা ন্যাশনাল কনভেনশন আক্রমণ করলে অল্প সংখ্যক সৈন্য নিয়ে তিনি বিশাল জনতার আক্রমণ থেকে ন্যাশনাল কনভেনশনের সদস্যদের রক্ষা করেন এর পুরস্কারস্বরূপ তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন।


নেপোলিয়নের ইটালি অভিযান:- ১৭৯৫ খ্রি: ২৬ অক্টোবর ন্যাশনাল কনভেনশনের শাসন শেষ হয় এবং ডিরেক্টরির শাসন শুরু হয়। এই সময় ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সার্ডিনিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। নেপোলিয়ন এই শক্তিজোটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সসৈন্যে ইটালি অভিযান করেন।  এর পর তিনি সার্ডিনিয়াকে পরাজিত করে প্রথমে স্যাভয় ও নিস দখল করেন, অস্ট্রিয়া আক্রমণ করে অস্ট্রিয়ার সম্রাটকে তাঁর সঙ্গে ক্যাম্পো ফর্মিও-র সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন (১৭৯৭ খ্রিস্টাব্দের ১৭ অক্টোবর)। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে মিশর অভিযানে নীলনদের যুদ্ধে ইংরেজ সেনাপতি নেলসনের হাতে পরাজিত হলে তিনি এই সংবাদ ফ্রান্সে পোছানোর আগে সেখানে ফিরে আসেন।


 দ্বিতীয় পর্যায় : 


এরপর নেপোলিয়ান  ৯ নভেম্বর, ১৭৯৯ খ্রি. ফ্রান্সের ডিরেক্টরির শাসনের অবসান ঘটিয়ে কনস্যুলেটের শাসনের সূচনা  করেন। তিনজন কনসালের উপর শাসনক্ষমতা অর্পিত হয়। এর মধ্যে নেপোলিইয়ান হলেন সর্বশক্তিমান প্রথম কনসাল। প্রথম কনসাল হিসেবে দেশের শাসনভার গ্রহণ করে নেপোলিয়ান ফ্রান্স-বিরোধী দ্বিতীয় রাষ্ট্রজোট-এর আক্রমণ প্রতিহত করেন। 


তারপর ইটালি জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড প্রভৃতি দেশ দখল করেন। এইসব সাফল্যের ফলশ্রুতিরূপে ১৮০২ খ্রিস্টাব্দে নেপোলিয়ান কাউন্সিল অফ স্টেট’-এর প্রস্তাব অনুসারে চিরজীবনের জন্য প্রথম তথা প্রধান কনসাল পদে অধিষ্ঠিত হন।


 তৃতীয় পর্যায় 


অবশেষে ১৮০৪ খ্রিস্টাব্দে সিনেটের প্রস্তাবমতো গণভোটের মাধ্যমে নেপোলিয়ান বোনাপার্ট রাজবংশীয় না হয়েও নিজেকে ‘ফরাসি জাতির সম্রাট’ হিসেবে ঘোষনা করেন। এইভাবে ফরাসি প্রজাতন্ত্র নেপোলিয়ানের নেতৃত্বে ফরাসি সাম্রাজ্যে রূপান্তরিত হয়।


 



 


 



Next Post Previous Post
3 Comments
  • Rudronil de sarkar
    Rudronil de sarkar ৩ মার্চ, ২০২৪ এ ৩:১০ PM

    Nice wow nice

  • নামহীন
    নামহীন ৩ মার্চ, ২০২৪ এ ৩:১২ PM

    Khub valo thanks

  • নামহীন
    নামহীন ১৯ মার্চ, ২০২৪ এ ১:৫৫ PM

    Excellent paragraph 💯💯

Add Comment
comment url