CLASS 11 MODEL ACTIVITY TASK BIOLOGY PART 2 -2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক - 2
একাদশ শ্রেনী
BIOLOGY / জীব বিদ্যা
CLASS 11 MODEL ACTIVITY TASK BIOLOGY PART 2 |
১. ট্যাক্সনমির দুটি গুরুত্ব লেখাে। হােমােনিম কী?
উ :-জীব বিদ্যার যে প্রাচীনতম শাখায় জীবের শ্রেণীবিন্যাস ও তার তত্ত্বাবলী সনাক্তকরণ, নামকরণ এবং নামকরণের রীতিনীতি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি / বিন্যাসবিধি বলে।
ট্যাক্সোনমির দুটি গুরুত্ব
ট্যাক্সোনমির গুরুত্ব (Importance of Taxonomy) :i.বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে জ্ঞান আহরণ সহজ হয়। বিভিন্ন গােষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়।
ii.অগণিত জীবের মধ্যে কোনাে বিশেষ জীবকে শনাক্ত করা যায়।
iii.ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়।
iv. নতুন আবিষ্কৃত কোনাে জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনাে জীবকে শনাক্ত করা সম্ভব হয়।
v. ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রােটোজোয়া, কৃমি প্রভৃতি জীব মানুষ, প্রাণী ও অর্থকরী উদ্ভিদের রােগ ঘটায়। ফসল ও গুদামজাত শস্যের ক্ষতিকারক কীটপতঙ্গ, আগাছা প্রভৃতির শনাক্তকরণ; স্বভাব, বাসস্থান সম্বন্ধে জ্ঞান তাদের নিয়ন্ত্রণে সাহায্য করে।
vi. অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ও ভেষজ উদ্ভিদের সঙ্গে সিস্টেমেটিক্স ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। প্রকৃতপক্ষে ভেষজবিদ্যার সূত্রপাত বিন্যাসবিধি বিশারদগণের (Taxonomists) কাজের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
◼️হােমােনিম কী?উ:-একই রাজ্যের অন্তর্ভুক্ত দুটি পৃথক জীবের যদি একই নামকরণ করা হয় এবং নামের বানান ও উচ্চারণ যদি একই হয় তবে তাদের হোমোনিম (Homonym) বলে।
প্রথম দেওয়া নামটি বৈধ বলে গণ্য হবে এবং পরে দেওয়ার নামটি কে পাল্টে দেওয়া হবে। যেমন:- Noctus varigata নামে পাখিও পতঙ্গ বর্তমান। এই দুটি হল হমনিম এবং আন্তর্জাতিক নিয়মে সিদ্ধ নয়।
2.অসটিকথিস ও কনড্রিকথিসের মধ্যে পার্থক্য উল্লেখ করাে। ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখাে।
◼️ ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম হল
উ :- হংসচঞ্চু বা প্লাটিপাস
3.ব্রায়ােফাইটা জাতীয় উদ্ভিদের যেকোনাে চারটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করাে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ব্রায়ােফাইটার উদাহরণ দাও।
উ:- (গ্রিক শব্দ: bryo= moss বা মস এবং phyton = plant বা উদ্ভিদ]। বায়ােফ্রাইট বা মসজাতীয় উদ্ভিদের প্রায় 20000 প্রজাতি পৃথিবীতে আছে।
সংজ্ঞা:- প্রকৃত মূল, কাণ্ড, পাতা ও সংবহন কলাবিহীন যে অপুষ্পক উদ্ভিদগােষ্ঠীর জীবনচক্রে প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর জনুকে সূচিত করে এবং ফ্ল্যাজেলাযুক্ত শুক্রাণু জলের মাধ্যমে বাহিত হয়ে নিষেক সম্পন্ন করে, সেই উদ্ভিদগােষ্ঠীকে ব্রায়ােফাইটা বলে।
বিস্তৃতি:- ভেজা (আ), ছায়াচ্ছন্ন পরিবেশে, পাহাড়, মাটি, পাথরের গায়ে, গাছের গুঁড়ি, শাখাপ্রশাখায়, জলজ পরিবেশে ব্রায়ােফাইটা। গােষ্ঠীর উদ্ভিদ দেখা যায়। (আর্দ্র স্থলজ পরিবেশে জন্মালেও
নিষেকের জন্য এদের জলের প্রয়ােজন, তাই ব্রায়ােফাইটাকে উভচর উদ্ভিদও বলে।)
সাধারণ বৈশিষ্ট্যসমূহ (General Characters) :
(i) মসবর্গের অর্থাৎ, ব্রায়ােফাইটার অন্তর্গত সমাঙ্গদেহী (থ্যালােফাইটা) উদ্ভিদ অপেক্ষা উন্নত কিন্তু ফার্নবর্গের উদ্ভিদ (টেরিডােফাইটা) অপেক্ষা অনুন্নত।
ii) অধিকাংশ উদ্ভিদ থলজ। তবে বেশিরভাগ উদ্ভিদই ছায়াময় স্যাতসেঁতে স্থানে জন্মায়। উল্লেখ্য যে, এরা স্থলজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও নিষেককালে এদের জলের প্রয়ােজন হয়। এই কারণে এদের উভচর উদ্ভিদ (amphibian plant) বলে।
(iii) ব্রায়ােফাইটার জীবনচক্রে দু-রকম দেহ—লিঙ্গধর দেহ ও রেণুধর দেহ পরিলক্ষিত হয়।
লিঙ্গধর দেহ (Gametophyte)
(iv) মসবর্গের প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর তাই এদের দেহকোশের ক্রোমােজোম সংখ্যা হ্যাপ্লয়েড।
(v) লিঙ্গধর উদ্ভিদদেহ সবুজ, স্বভােজী এবং স্বাবলম্বী।
(vi) লিঙ্গধর উদ্ভিদদেহ থ্যালাস প্রকৃতির (রিকসিয়া) অথবা কাণ্ড ও পত্রযুক্ত
(পােগানেটাম) হয়। এদের কাণ্ড ও পাতা আদর্শ কাণ্ড ও পত্রসদৃশ না
হওয়ায় এদের কাণ্ডসদৃশ অংশকে কলয়েড় (cauloid) এবং পত্রসদৃশ
অংশকে ফাইলয়েড (phylloid) বলে। অপরিণত অবস্থায় এদের
লিঙ্গধর দেহটি সূত্রবৎ হয়, তখন একে প্রােটোনিমা (protonema)
বলে।
(vii) মসবগীয় উদ্ভিদের লিঙ্গধর দেহকোশে মূল থাকে না, পরিবর্তে এককোশী
গুঞ্চরাইজয়েড (rhizoid) ও বহুকোশী শল্ক বা রােম (scales) থাকে। এদের
কাজ পুষ্টিরস শােষণ করা।
(viii) এদের জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলাতন্ত্র থাকে না।
পরিবর্তে সরল প্যারেনকাইমা কলা থাকে।
(ix) এদের অঙ্গজ জনন অঙ্গ হল—গেমা (gema) ও টিউবার (tuber)।
রেণুধর দেহ (Sporophyte)
(xv) ভূণ ক্রমশ বিভাজিত হয়ে রেণুধর উদ্ভিদদেহ গঠন করে। এদের রেণুধর দেহ ডিপ্লয়েড (2) প্রকৃতির।
(xvi) রেণুধর দেহ ক্যালিপট্রা (calyptra) নামক আবরণে ঢাকা থাকে।
(xvii) রেণুধর দেহ সবসময় লিঙ্গধর উদ্ভিদের সঙ্গে যুক্ত থাকে এবং লিঙ্গধর দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে।
◼️অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ব্রায়ােফাইটার উদাহরণ দাও।
উ:- Riccia,Marchantia. এরা লিভার ওয়ার্ট বা Liver wort নামে পরিচিত।
4.আথ্রোপােডা পর্বের যেকোনাে চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করাে। মারসুপিয়াম কী?
উ:-
পর্ব-আর্থোপােডা (Arthropoda) :
বৈশিষ্ট্য:
(i) দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত।
(ii) সন্ধিল উপাঙ্গ উপস্থিত।
(iii) রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির।
(iv) এদের শ্বাস অঙ্গ ট্রাকিয়া (পতঙ্গ), বুকগিল (রাজ কাকড়া), বুক লাং (কাকড়া বিছে)।
(v) এদের রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা (পতঙ্গ), সবুজ গ্রন্থি (চিংড়ি), কক্সাল গ্রন্থি (কাকড়া বিছে)।
উদাহরণ : Periplaneta americana, Apis indica ইত্যাদি।
◼️মারসুপিয়াম কী? Marsupium
উ:- মেটাথেরিয়া জাতীয় স্তন্যপায়ী প্রাণীদের (স্ত্রী ) উদরের অঙ্কদেশ যে থলি দেখা যায় তাকে মারসুপিয়াম বলে।(Marsupium)
উ :-জীব বিদ্যার যে প্রাচীনতম শাখায় জীবের শ্রেণীবিন্যাস ও তার তত্ত্বাবলী সনাক্তকরণ, নামকরণ এবং নামকরণের রীতিনীতি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি / বিন্যাসবিধি বলে।
ট্যাক্সোনমির দুটি গুরুত্ব
i.বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে জ্ঞান আহরণ সহজ হয়। বিভিন্ন গােষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়।
ii.অগণিত জীবের মধ্যে কোনাে বিশেষ জীবকে শনাক্ত করা যায়।
iii.ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়।
iv. নতুন আবিষ্কৃত কোনাে জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনাে জীবকে শনাক্ত করা সম্ভব হয়।
v. ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রােটোজোয়া, কৃমি প্রভৃতি জীব মানুষ, প্রাণী ও অর্থকরী উদ্ভিদের রােগ ঘটায়। ফসল ও গুদামজাত শস্যের ক্ষতিকারক কীটপতঙ্গ, আগাছা প্রভৃতির শনাক্তকরণ; স্বভাব, বাসস্থান সম্বন্ধে জ্ঞান তাদের নিয়ন্ত্রণে সাহায্য করে।
vi. অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ও ভেষজ উদ্ভিদের সঙ্গে সিস্টেমেটিক্স ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। প্রকৃতপক্ষে ভেষজবিদ্যার সূত্রপাত বিন্যাসবিধি বিশারদগণের (Taxonomists) কাজের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
উ:-একই রাজ্যের অন্তর্ভুক্ত দুটি পৃথক জীবের যদি একই নামকরণ করা হয় এবং নামের বানান ও উচ্চারণ যদি একই হয় তবে তাদের হোমোনিম (Homonym) বলে।
প্রথম দেওয়া নামটি বৈধ বলে গণ্য হবে এবং পরে দেওয়ার নামটি কে পাল্টে দেওয়া হবে। যেমন:- Noctus varigata নামে পাখিও পতঙ্গ বর্তমান। এই দুটি হল হমনিম এবং আন্তর্জাতিক নিয়মে সিদ্ধ নয়।
◼️ ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণীর নাম হল
উ :- হংসচঞ্চু বা প্লাটিপাস
উ:- (গ্রিক শব্দ: bryo= moss বা মস এবং phyton = plant বা উদ্ভিদ]। বায়ােফ্রাইট বা মসজাতীয় উদ্ভিদের প্রায় 20000 প্রজাতি পৃথিবীতে আছে।
বিস্তৃতি:- ভেজা (আ), ছায়াচ্ছন্ন পরিবেশে, পাহাড়, মাটি, পাথরের গায়ে, গাছের গুঁড়ি, শাখাপ্রশাখায়, জলজ পরিবেশে ব্রায়ােফাইটা। গােষ্ঠীর উদ্ভিদ দেখা যায়। (আর্দ্র স্থলজ পরিবেশে জন্মালেও
নিষেকের জন্য এদের জলের প্রয়ােজন, তাই ব্রায়ােফাইটাকে উভচর উদ্ভিদও বলে।)
সাধারণ বৈশিষ্ট্যসমূহ (General Characters) :
(i) মসবর্গের অর্থাৎ, ব্রায়ােফাইটার অন্তর্গত সমাঙ্গদেহী (থ্যালােফাইটা) উদ্ভিদ অপেক্ষা উন্নত কিন্তু ফার্নবর্গের উদ্ভিদ (টেরিডােফাইটা) অপেক্ষা অনুন্নত।
ii) অধিকাংশ উদ্ভিদ থলজ। তবে বেশিরভাগ উদ্ভিদই ছায়াময় স্যাতসেঁতে স্থানে জন্মায়। উল্লেখ্য যে, এরা স্থলজ উদ্ভিদ হওয়া সত্ত্বেও নিষেককালে এদের জলের প্রয়ােজন হয়। এই কারণে এদের উভচর উদ্ভিদ (amphibian plant) বলে।
(iii) ব্রায়ােফাইটার জীবনচক্রে দু-রকম দেহ—লিঙ্গধর দেহ ও রেণুধর দেহ পরিলক্ষিত হয়।
লিঙ্গধর দেহ (Gametophyte)
(iv) মসবর্গের প্রধান উদ্ভিদদেহটি লিঙ্গধর তাই এদের দেহকোশের ক্রোমােজোম সংখ্যা হ্যাপ্লয়েড।
(v) লিঙ্গধর উদ্ভিদদেহ সবুজ, স্বভােজী এবং স্বাবলম্বী।
(vi) লিঙ্গধর উদ্ভিদদেহ থ্যালাস প্রকৃতির (রিকসিয়া) অথবা কাণ্ড ও পত্রযুক্ত
(পােগানেটাম) হয়। এদের কাণ্ড ও পাতা আদর্শ কাণ্ড ও পত্রসদৃশ না
হওয়ায় এদের কাণ্ডসদৃশ অংশকে কলয়েড় (cauloid) এবং পত্রসদৃশ
অংশকে ফাইলয়েড (phylloid) বলে। অপরিণত অবস্থায় এদের
লিঙ্গধর দেহটি সূত্রবৎ হয়, তখন একে প্রােটোনিমা (protonema)
বলে।
(vii) মসবগীয় উদ্ভিদের লিঙ্গধর দেহকোশে মূল থাকে না, পরিবর্তে এককোশী
গুঞ্চরাইজয়েড (rhizoid) ও বহুকোশী শল্ক বা রােম (scales) থাকে। এদের
কাজ পুষ্টিরস শােষণ করা।
(viii) এদের জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলাতন্ত্র থাকে না।
পরিবর্তে সরল প্যারেনকাইমা কলা থাকে।
(ix) এদের অঙ্গজ জনন অঙ্গ হল—গেমা (gema) ও টিউবার (tuber)।
রেণুধর দেহ (Sporophyte)
(xv) ভূণ ক্রমশ বিভাজিত হয়ে রেণুধর উদ্ভিদদেহ গঠন করে। এদের রেণুধর দেহ ডিপ্লয়েড (2) প্রকৃতির।
(xvi) রেণুধর দেহ ক্যালিপট্রা (calyptra) নামক আবরণে ঢাকা থাকে।
(xvii) রেণুধর দেহ সবসময় লিঙ্গধর উদ্ভিদের সঙ্গে যুক্ত থাকে এবং লিঙ্গধর দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে।
◼️অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি ব্রায়ােফাইটার উদাহরণ দাও।
উ:- Riccia,Marchantia. এরা লিভার ওয়ার্ট বা Liver wort নামে পরিচিত।
4.আথ্রোপােডা পর্বের যেকোনাে চারটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করাে। মারসুপিয়াম কী?
উ:-
পর্ব-আর্থোপােডা (Arthropoda) :
বৈশিষ্ট্য:
(i) দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত।
(ii) সন্ধিল উপাঙ্গ উপস্থিত।
(iii) রক্ত সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির।
(iv) এদের শ্বাস অঙ্গ ট্রাকিয়া (পতঙ্গ), বুকগিল (রাজ কাকড়া), বুক লাং (কাকড়া বিছে)।
(v) এদের রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা (পতঙ্গ), সবুজ গ্রন্থি (চিংড়ি), কক্সাল গ্রন্থি (কাকড়া বিছে)।
উদাহরণ : Periplaneta americana, Apis indica ইত্যাদি।
◼️মারসুপিয়াম কী? Marsupium
উ:- মেটাথেরিয়া জাতীয় স্তন্যপায়ী প্রাণীদের (স্ত্রী ) উদরের অঙ্কদেশ যে থলি দেখা যায় তাকে মারসুপিয়াম বলে।(Marsupium)