অষ্টম শ্রেণি তৃতীয় অধ্যায় ভূগোল 2/3 মার্কের প্রশ্ন উত্তর//Class VIII Geography 3rd chapter 2/3 Marks Question & Answers

0

 অষ্টম শ্রেণি তৃতীয় অধ্যায় ভূগোল 2/3 মার্কের প্রশ্ন উত্তর

Class VIII Geography 3rd chapter 

2/3 Marks Question & Answers 

প্রশ্ন :- পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন ?

উ:-আগ্নেয়শিলা গঠনের সময় তার অভ্যন্তরে গরম খনিজের জল থেকে যায়, যা পরবর্তীকালে শীতল হয়ে জলের অণু কেলাস গঠন করে। কিন্তু পাললিক শিলা সৃষ্টির সময় স্তরে স্তরে পলি সতি হওয়ার ফলে শিলাগঠনের সময় কণার মধ্যস্থিত জল অপসারিত হয়, ফলে জলের অণু কেলাস গঠন করতে পারে । সেইজন্যই পাললিক শিলায় কেলাস গঠিত হয় না। প্রশ্ন আগ্নেয়শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন ? উত্তর আগ্নেয়গিরির উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বেঁধে আগ্নেয়শিলার সৃষ্টি করে। এই শিলা সৃষ্টির সময় কোনাে উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ শিলার মাঝে চাপা পড়লেও প্রচণ্ড উত্তাপে তা নষ্ট হয়ে যায়। তাই আগ্নেয়শিলায় কোনাে জীবাশ্ম দেখা যায় না।

প্রশ্ন:- কোন্ ধরনের শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন ? 

উ:- প্রচণ্ড তাপে ও চাপের প্রভাবে আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়। এই রূপান্তরের সময় শিলার ভিতরে খনিজ অবস্থানের পরিবর্তন ঘটে। সেই সময় একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে, ফলে খুব সহজেই খনিজ পদার্থ সংগ্রহ করা যায়।

প্রশ্ন রেললাইনের মাঝে থাকা শিলার নাম কী ? কেন এই ধরনের শিলা এখানে রাখা হয় ?

উ:-রেললাইনের মাঝে রাখা শিলার নাম হল ব্যাস । এই শিলাটি কোয়ার্টস, ফেসপার, লােহা, পাইরক্সিন, ইত্যাদি খনিজের সমন্বয়ে গঠিত হওয়ার কারণে খুব ভারী ও ক্ষয় প্রতিরােধী। লাইনের মাঝে থাকলে ট্রেন পর এর স্থানচ্যুতি হয় না এবং জল, বায়ু দ্বারা সহজে ক্ষয় হয় না। যার ফলে ট্রেনের লাইনচ্যুতি ঘটে দূর্ঘনা ঘটার সম্ভাবনা হ্রাস পায়।

প্রশ্ন গ্রানাইট শিলা চিকচিক করে কেন ?

উ:- গ্র্যানাইট শিলা কোয়ার্টস, অভ্র, ফেল্ডসপার ও হর্নব্রেন্ড খনিজ দ্বারা গঠিত হয়। এদের মধ্যে অভ্র চকচকে, মসৃণ ও পাতলা প্রকৃতির। এই অভ্র থাকার কারণেই গ্রানাইট শিলা চিকচিক করে।

প্রশ্ন পেনসিলের সিস কোন্ শিলা দিয়ে তৈরি এবং এই শিলা কী ধরনের ?

উ:- গ্রাফাইট নামক রূপান্তরিত শিলা দ্বারা পেনসিলের সিস তৈরি। পিট কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইট তৈরি হয়। 

প্রশ্ন আমি দেখতে চকচকে, সাদা বা কালাে রঙের। আমি নরম, সহজেই পাতের মতাে বেঁকে যাই, গ্রানাইট শিলার একটি মূল খনিজ উপাদান আমি। বলতে পারাে আমি কে ?

উ:- অভ্র



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top