CLASS-VII, BENGALI,MODEL ACTIVITY TASK-1, 2021//
মডেল অ্যাক্টিভিটি টাস্ক-১,২০২১
বাংলা
সপ্তম শ্রেণি
CLASS-VII, BENGALI,MODEL ACTIVITY TASK-1, 2021 |
নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
১. কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যােগাযােগ গড়ে ওঠে?
২. ‘অবাক তাকায় চড়ুই পাখি’ – চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায়?
৩. ‘খােকন সগর্বে তার ড্রইং খাতাগুলাে নিয়ে এল।
– কার কাছে খােকন তার ড্রইং খাতাগুলাে নিয়ে এসেছে? তার গর্ববােধ করার কারণ কী?
৪. ‘আলাউদ্দিন খিলজির মতাে দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন?
৫. ছন্দে শুধু কান রাখাে’ কবিতায় কবি ছন্দের প্রতি মনােযােগ দিতে বলেছেন কেন? ৬. ‘সেই শােকে কালবৈশাখীর ঝড় উঠলাে আকাশে’ – উদ্ধৃতাংশে কোন্ শােকের প্রসঙ্গ এসেছে?
৭. ‘দাম’ শব্দটি বাংলায় কীভাবে এসেছে?
৮. একটি মিশ্র শব্দের উদাহরণ দাও।
উত্তরসমূহ
১. কার মাধ্যমে শান্তিনিকেতনের সঙ্গে শিল্পী রামকিঙ্করের যােগাযােগ গড়ে ওঠে?
উঃ- শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় এর মাধ্যমে শান্তিনিকেতন এর সঙ্গে রামকিঙ্করের যােগাযােগ গড়ে ওঠে।
২. ‘অবাক তাকায় চড়ুই পাখি’ – চড়ুই পাখি কখন অবাক হয়ে তাকায়?
উ:- তিনটি শালিক যখন নিজেদের ঝগড়া নিজেরাই মীমাংসা করতে থাকে তখন চড়ুই পাখি অবাক হয়ে তাকায়।
৩. ‘খােকন সগর্বে তার ড্রইং খাতাগুলাে নিয়ে এল।
– কার কাছে খােকন তার ড্রইং খাতাগুলাে নিয়ে এসেছে? তার গর্ববােধ করার কারণ কী?
উ:- খােকনের বাবার এক বন্ধু যিনি বিখ্যাত চিত্রকর তার কাছে খােকন তার ড্রইং খাতা গুলাে নিয়ে এসেছিলেন। খােকনের গর্ববােধ হওয়ার কারণ সে ঘন কালাে মেঘের ছবি আঁকতে গিয়ে কুমীরের ছবি এঁকে ফেলেছে আর ঠিক সেই সময়ে বাবার বন্ধু বিখ্যাত চিত্রকর তাদের বাড়িতে আসেন।
৪. ‘আলাউদ্দিন খিলজির মতাে দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন?
উ :- প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী কুতুব মিনারের কথা প্রবন্ধ অংশে একথা বলেছেন। সম্রাট কুতুবউদ্দিন আইবক পৃথিবীর সর্বশেষ্ঠ মিনার তৈরি করেছিল। পৃথিবীর অন্যান্য দেশ গুলি এরকম মিনার তৈরি তাে দূরের কথা সাহস পর্যন্ত দেখাতে পারেনি। কিন্তু আলাউদ্দিন খলজী কুতুব এর চেয়েও দ্বিগুন উঁচু মিনার তৈরি সাহস দেখিয়েছিলেন। এই প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন।
৫. ছন্দে শুধু কান রাখাে’ কবিতায় কবি ছন্দের প্রতি মনােযােগ দিতে বলেছেন কেন?
উ:- কবি অজিত দত্ত “ছন্দে শুধু কান রাখো” কবিতায় ছন্দের প্রতি মনোযোগ দিতে বলেছেন কারণ- ছন্দ আমাদের জীবনকে সহজ সরল পথে চলতে সাহায্য করে। তাইতো কবি আমাদের কান ও মন পেতে ছন্দ শুনতে বলেছেন।
৬. ‘সেই শােকে কালবৈশাখীর ঝড় উঠলাে আকাশে’ – উদ্ধৃতাংশে কোন্ শােকের প্রসঙ্গ এসেছে?
উঃ- আশরাফ সিদ্দিকীর লেখা “একুশের কবিতা” থেকে আলােচ্য পংক্তিটি নেওয়া হয়েছে। ২১ এর ভাষা আন্দোলনের বাংলার চার তেজস্বী যুবক রফিক, সালাম, জব্বার, বরকত প্রাণ হারায়। এদের হত্যার পর বাংলাদেশে শােক এবং প্রতিবাদী ঝড় কালবৈশাখীর ঝড়ের মত গর্জে ওঠে। ফলে সারা বাংলাদেশের মানুষট প্রতিবাদী হয়ে ওঠে।
৭. ‘দাম’ শব্দটি বাংলায় কীভাবে এসেছে?
উ:- গ্রিক শব্দ দ্রাখমে থেকে সংস্কৃত ‘দক্ষ’ শব্দটি এসেছে। দক্ষ শব্দটি আবার পরিবর্তন হয়ে দন্ম শব্দটি এসেছে। আর এই দক্ষ শব্দের প্রকত রূপের মধ্যে দিয়ে দাম শব্দটি এসেছে। যার অর্থ হলাে মূল্য।