ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনির (Giuseppe Mazzini) ভূমিকা আলােচনা করাে

0

 ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনির (Giuseppe Mazzini) ভূমিকা আলােচনা করাে

 ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনির (Giuseppe Mazzini) ভূমিকা আলােচনা করাে

ভূমিকা : ইটালির মুক্তি আন্দোলনের প্রাণপুরুষ হলেন জোসেফ ম্যাৎসিনি (Giuseppe Mazzini)। বাল্যকাল থেকেই জেনােয়ার অধিবাসী ম্যাৎসিনি ইটালির জাতীয়তাবাদী আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ম্যাসিনির নিরলস চেষ্টায় ইটালিবাসীর মনে স্বাধীন ও ঐক্যবদ্ধ ইটালির আকাঙ্ক্ষা জেগে ওঠে।


ইয়ং ইটালি (Young Italy) আন্দোলন : প্রথম জীবনে ম্যাসিনি কার্বোনারি দলের সদস্য ছিলেন। পরে এই দলের ধ্বংসাত্মক আদর্শে আস্থা হারিয়ে তিনি ‘ইয়ং ইটালি’ বা ‘নব্য ইটালি’ নামে এক নতুন দল গঠন করেন। এই দলের আদর্শ ছিল শিক্ষণ, চরিত্র-নিষ্ঠা এবং আত্মত্যাগের দ্বারা ইটালিতে জাতীয়তাবাদ সাঞ্চারিত করা। তিনি ইটালির গৌরব ও মাহাত্ম প্রচারের জন্য দেশের যুবকদের আহ্বান জানান। তিনি বিশ্বাস করতেন “শহিদের রক্ত ঝরলে জাতীয়তাবাদী ভাবধারা পুষ্টি লাভ করবে।’’ তার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে হাজার হাজার ইতালীয় যুবক ম্যাৎসিনি মাতৃভূমির বন্ধনমােচনে এগিয়ে আসে। তিনি ঐক্যবদ্ধ ইটালির স্বপ্ন দেখতেন এবং ইতালির ঐক্যের পথে প্রধান বাধাস্বরূপ অস্ট্রিয়াকে ইটালি থেকে উচ্ছেদ করা অপরিহার্য বলে মনে করতেন। এই কাজে কোনাে বিদেশিশক্তির সাহায্যের পরিবর্তে তিনি ইটালির আত্মনির্ভরশীল যুবশক্তির উপর অধিক আস্থা রেখেছিলেন।

প্রজাতন্ত্র স্থাপন : ফেব্রুয়ারি বিপ্লব শুরু হলে সাময়িকভাবে কিছু সময়ের জন্য ম্যাসিনির নেতৃত্বে রােম ও টাসকানিতে প্রজাতন্ত্র স্থাপিত হয়।


মূল্যায়ন : তবে ইয়ং ইটালি আন্দোলন অস্ট্রিয়া ও ফ্রান্সের চাপে ব্যর্থ হয়। প্রজাতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হয় এবং ম্যাৎসিনি ইংল্যান্ডে পালিয়ে যান। ব্যর্থতা সত্ত্বেও ইটালির ঐক্য আন্দোলনে ম্যাসিনির ভূমিকাকে গুরুত্বহীন বলা যাবে না। তিনি প্রথম স্বদেশবাসির মধ্যে বিপ্লবের মানসিকতা জাগিয়ে তোলেন এবং জাতীয়তাবাদী চেতনার সন্ধার ঘটান



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top