পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম 2021
পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন নিয়ম 2021 |
মাধ্যমিক উচ্চমাধ্যমিক
পরীক্ষা নিয়ে করোনা আবহে বিভ্রান্তিতে ছিল ছাত্রছাত্রীরা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সাংবাদিক
বৈঠকে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করেছেন
তিনি জানিয়েছেন যে উচ্চমাধ্যমিক
পরীক্ষা শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে এবং অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে
মাধ্যমিক পরীক্ষা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী উচ্চ
মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা আগে নেওয়া হবে মাধ্যমিকেরটা পরে নেওয়ারই সিদ্ধান্ত
নিয়েছেন।
তবে যেহেতু দেশময় করুনার
তাণ্ডব চলছে তাই পরীক্ষার নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে; নিয়ে আসা হয়েছে বেশকিছু
নয়া নিয়ম।
কী কী সে নয়া নিয়ম?
1. · অন্যস্কুলে গিয়ে নয়, নিজের স্কুলেই পরীক্ষা দেবে ছাত্র-ছাত্রীরা।
·
৩ ঘণ্টার পরীক্ষা
দেড় ঘণ্টায় করা হবে।
·
এতে বাড়ির
কাছে নিজের স্কুলে পরীক্ষার সিট পড়লে গাড়ি চড়ে অন্যত্র যেতে হবে না ছাত্র-ছাত্রীদের।
·
ঐচ্ছিক বিষয়ে
পরীক্ষা হবে না।
·
নিজ নিজ স্কুলই ঐচ্ছিক বিষয়ে নম্বর দিয়ে দেবে।
·
মাধ্যমিকে
৭টি মূল বিষয়ের পরীক্ষা হবে।
·
উচ্চমাধ্যমিকে
১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে।