মধ্যযুগের ভারতের ইতিহাস, তুঘলক বংশ (মহাম্মদ বিন তুঘলক ) (1320-1325 খ্রিঃ)

0

 মধ্যযুগের ভারতের ইতিহাস, তুঘলক বংশ (মহাম্মদ বিন তুঘলক ) (1320-1325 খ্রিঃ)

মহাম্মদ বিন তুঘলক  (1320-1325 খ্রিঃ)



1.   সুলতান মহাম্মদ বিন তুঘলকের রাজত্বকাল সম্পর্কে জানার মূল গ্রন্থ গুলো হল- জিয়াউদ্দিন বারানীর ‘তারিখ-ই-ফিরোজশাহী’, ইসামীর ‘ফতুহ-উস-সালাতিন’ এবং ইবন বতুতার ‘কিতাব-উল-রাহেলা’ ইত্যাদি

2.   মহাম্মদ বিন তুঘলক কবে দিল্লির সিংহাসনে বসেন?-1325 খ্রিস্টাব্দে পিতা গিয়াসউদ্দিন তুঘলকের মৃত্যুর পর

3.   ইসামীর মত অনুযায়ী মহাম্মদ বিন তুঘলক কবে সিংহাসনে বসেছিলেন?- 1324 খ্রিস্টাব্দে

4.   মহাম্মদ বিন তুঘলকের আসল নাম কি?- ফকির উদ্দিন মোহাম্মদ জুনা খাঁ

5.   মহাম্মদ বিন তুঘলক এর পিতা ও মাতার নাম হল?-পিতা গিয়াসউদ্দিন তুঘলক এবং মাতা মুকদুমা জাহান

6.   কে মহাম্মদ বিন তুঘলক কে উলুঘ খাঁ উপাধিতে ভূষিত করেন?- পিতা গিয়াসউদ্দিন তুঘলক

7.   সিংহাসন লাভের পূর্বে জুনা খাঁ কার দরবারে কাজ করতেন?-কুতুবউদ্দিন মোবারক খলজির দরবারে ( আমির-আখুর-হিসাবে)

8.   জুনা খাঁ কার আমলে দিল্লিতে অশ্বারোহী বাহিনীর প্রধান ছিলেন?- খসরু শাহের আমলে

9.   ঐতিহাসিক বদাউনি, ফেরেশতার মতে কত আল হিজরীতে মহাম্মদ বিন তুঘলক দোয়াব অঞ্চলে কর বর্ধিত করেছিলেন?- 725-730 আল হিজরীতে (রমেশচন্দ্র মজুমদার মতে 1325-27 খ্রীষ্টাব্দের মধ্যে)

10. কার মতে মহাম্মদ বিন তুঘলকের আমলে দোয়াবে রাজস্বের হার 10 থেকে 20 গুণ বৃদ্ধি করা হয়?-জিয়াউদ্দিন বরণীর মতানুযায়ী

11.  কার মতে মহাম্মদ বিনতুঘলকের আমলে দোয়াবে রাজস্বের হার 3 থেকে 4 গুণ বৃদ্ধি করা হয়?- ফেরিস্তার মতানুযায়ী।

12. কৃষির উন্নতির জন্য মহাম্মদ বিন তুঘলক কি নামে একটি স্বতন্ত্র কৃষি দপ্তর প্রতিষ্ঠা করেন?- আমীর-ই-কোহী বা দেওয়ান-ই-কোহী

13. মহাম্মদ বিন তুঘলক এর আমীর-ই-কোহী বা দেওয়ান-ই-কোহী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল?- কৃষি উৎপাদনের জন্য সরকারী অনুদান ও ঋণ প্রদান করা

14. মহাম্মদ বিন তুঘলক সরকারি অনুদান ও ঋণ প্রদান বাবদ কত টাকা খরচ করেছিলেন? - 60 বর্গমাইল জমিতে 70 লক্ষেরও বেশি অর্থ প্রদান করেছিলেন

15. মহাম্মদ বিন তুঘলকের শিক্ষাগুরু কে ছিলেন?- কুতলুঘ খাঁ

16. মহাম্মদ বিন তুঘলক কবে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থাপন করেন?-1328-29 খ্রি:  

17. মহাম্মদ বিন তুঘলক নতুন রাজধানীর কি নামকরণ করেন?- দৌলতাবাদ

18. সুলতান কুতুবউদ্দিন মুরারক খলজি দেবগিরির নাম পরিবর্তন করে কি রেখেছিলেন?- ‘কুতুবাবাদ’

19. কার মতে ‘দেবগিরি সাম্রাজ্যের কেন্দ্রে অবস্থিত বলে মহাম্মদ বিন তুঘলক রাজধানী দিল্লিতে স্থানান্তর করেছিলেন’-জিয়াউদ্দিন বারানী

20. কার মতে ‘দিল্লি বাসীদের জব্দ করার জন্য সুলতান দিল্লি ত্যাগ করে প্রজাদের দৌলতাবাদে যাওয়ার নির্দেশ দেন?-ইবন বতুতার মতে

21. মহাম্মদ বিন তুঘলক এর রাজধানী স্থানান্তর এর সময় জনগণের ওপর নিষ্ঠুর আচরণ কে ইসামী কি বলে উল্লেখ করেছেন?-ইরানের নৃশংস রাজা জাহাকের থেকেও কঠোর ও অমানবিক বলে বর্ণনা করেছেন

22. মহাম্মদ বিন তুঘলক রাজধানী স্থানান্তর করতে চাইলে তার সভাসদগন তাকে কোথায় রাজধানী স্থানান্তরের পরামর্শ দিয়েছিলেন?- উজ্জয়নীতে

23. কার মতে আর্থ-রাজনৈতিক কারণে মহাম্মদ বিন তুঘলক রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন?- গার্ডনার ব্রাউনের মতে

24. কার রচনা থেকে জানা যায় যে মহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করার পুর্বে প্রশস্ত রাস্তা, অসংখ্য সারাইখানা, বিশ্রামের জন্য রাস্তার দুপাশে বৃক্ষরোপণ ইত্যাদির কাজ সম্পন্ন করেছিলেন?- শিরহিন্দি

25. মহাম্মদ বিন তুঘলক কবে প্রতীক মুদ্রা প্রচলন করেছিলেন?- 1331-1332 খ্রিস্টাব্দে (ইসামীর মতে 1329-1330 খ্রিস্টাব্দের মধ্যে সুচনা করেছিলেন)

26. সুলতান মহম্মদ বিন তুঘলক তার আমলে কোন মুদ্রার প্রবর্তন করেন?- ‘দিনার’ নামে এক নতুন স্বর্ণমুদ্রা  (এক দিনার = 10টি রুপার টাকা)

27. ভারতবর্ষে মহাম্মদ বিনতুঘলক প্রচলিত তাম্র মুদ্রার নাম কি ছিল?- ‘দোকানি’

28. মহাম্মদ বিনতুঘলকের সমসাময়িক দুজন ঐতিহাসিক হলেন- জিয়াউদ্দিন বরণী ও মহম্মদ ইসামী

29. মহাম্মদ বিনতুঘলকের পূর্বে চিনে কে ‘চাও’ নামে কাগজের নোট চালু করেন?- কুবলাই খান ((1260-94 খ্রিঃ)  

30. মহাম্মদ বিনতুঘলকের পূর্বে পারস্যে কে প্রতীক মুদ্রা চালু করেন?-কাইঘাটু খাঁ (1293 খ্রিঃ)

31. মহাম্মদ বিন তুঘলক প্রচলিত প্রতীকি মুদ্রা কোন ধাতু দ্বারা তৈরী হয়েছিল?- তামা (বারনী), ব্রোঞ্জ (ফেরিস্তা)

32. মহাম্মদ বিন তুঘলক প্রচলিত প্রতীকি মুদ্রা কোন ধাতু দ্বারা তৈরী হয়েছে বলে আধুনিক কালে প্রমানিত হয়েছে?- ব্রোঞ্জ

33. মধ্যযুগে প্রচলিত দিনার, তঙ্কা ও জিতল কোন কোন ধাতু দ্বারা তৈরি?- দিনার (স্বর্ণমুদ্রা), তঙ্কা(রোপ্য মুদ্রা) ও জিতল (তাম্রমুদ্রা)

34. দিল্লির কোন সুলতানের মুদ্রায় একদিকে আরবিতে লেখা থাকত ‘যিনি সুলতানকে মান্য করেন, তিনি ঈশ্বরকেও মান্য করেন; ঈশ্বরকে মান্য কর; নবীকে মান্য কর এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্ব করেন তাদের মান্য ক্র?-মহাম্মদ বিন তুঘলক

35. কার মতে চতুর্দশ শতকে বিশ্বব্যাপী রোপ্য সংকট দেখা দিয়েছিল?- নেলসেন রাইট

36. মহাম্মদ বিন তুঘলক এর সময় ভারতের কোন কোন অঞ্চল থেকে বিশেষভাবে রৌপ্য সংগ্রহ ব্যাহত হয়েছিল?- বাংলা ও দক্ষিণ ভারত থেকে

37. জিয়াউদ্দিন বরনী এর মতে, “মহাম্মদ বিন তুঘলক এর সময় প্রতিটি হিন্দুর গৃহ জাল মুদ্রার কারখানায় পরিণত হয়েছিল” এখানে হিন্দু বলতে কাদের বোঝানো হয়েছে?- স্বর্ণকারদের

38. মহাম্মদ বিনতুঘলক কাকে চিন দেশে তার দূত রূপে প্রেরণ করেছিলেন?- আফ্রিকার মরক্কো নিবাসী পর্যটক ইবন বতুতাকে  

39. মহাম্মদ বিনতুঘলকের আমলে কোন মোঙ্গল অধিপতি ভারত আক্রমণ করেন?- তরমাশিরিন (ফেরিস্তার মতে,  1326-27 খ্রীঃ) (ইসামীর মতে 1325-26 খ্রীঃ )

40. মহাম্মদ বিনতুঘলক কাকে মোঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য পাঠিয়েছিলেন?- ইউসুফ বুঘরা খাঁকে দশ হাজার সৈন্যসহ

41. শাহজারাত-উল-আতরক’ গ্রন্থটি কার লেখা?-তৈমুরের চতুর্থ পুত্র উলুগ বেগ মির্জার উদ্যোগে

42. মহাম্মদ বিন তুঘলকের খোরাসান অভিযানকালে(1333-34 খ্রি:)সেখানকার শাসক কে ছিলেন?- আবু সৈয়দ খান

43. মহাম্মদ বিন তুঘলকের খোরাসান অভিযানে সৈন্য সংখ্যা ছিল- 3 লক্ষ 70 হাজার

44. মহাম্মদ বিন তুঘলক খোরাসান অভিযান বাতিল করেছিলেন কারণ?- আবু সৈয়দ খানের সাথে মিশরের আল নাসেরের মিত্রতা এবং তরমাশিরিনের  ক্ষমতা চ্যুতির ফলে পরিস্থিতি পাল্টে যায়

45. মহাম্মদ বিন তুঘলক কবে হিমালয়ের কাংড়া অঞ্চলের নাগরকোট দুর্গের বিরুদ্ধে একটি অবসান পাঠিয়েছিলেন?-1337 খিষ্টাব্দে

46. মহাম্মদ বিনতুঘলক কবে কার নেতৃত্বে কারাজল অভিযান পাঠিয়েছিল?- তার ভাগিনেয় খসরু মালিকের নেতৃত্বে (আনুমালিক 1337-38 খ্রি: )

47. মহাম্মদ বিন তুঘলকের কারাজল অভিযানে সৈন্য সংখ্যা ছিল?-?- 80 হাজার (বদাউনি ও হাজি দবিরের মতে ) 1 লক্ষ (ইসামী মতে)

48. মহাম্মদ বিন তুঘলকের কারাজল অভিযানের ব্যর্থতার কারণ ছিল?-বর্ষায় জলবায়ুর পরিবর্তন, আকস্মিক প্লেগ ও পার্বত্য উপজাতিদের আক্রমন

49. কারাজল অভিযানের পর কত সংখ্যক সৈন্য দিল্লিতে ফিরে এসেছিল?- ইসামীর মতে মাত্র 6000 জন, বারনীর মতে মাত্র 6 এবং ইবন বতুতার মতে মাত্র 3 জন

50. সুলতান মহাম্মদ বিন তুঘলক কোন সময়ের মধ্যে তার পরিকল্পনাগুলি রূপায়িত করতে সচেষ্ট ছিলেন?- 1325-1335 খ্রিস্টাব্দের মধ্যে

51. সুলতান মহাম্মদ বিন তুঘলক কবে খলিফার মনসুর বা পরোয়ানা পেয়েছিলেন?- 1343-1344 খ্রীষ্টাব্দে

52. মহাম্মদ বিন তুঘলককে মিশরের কোন খলিফা বহু মূল্যবান উপহার প্রেরণ করেন?- খলিফা গিয়াসুদ্দিন 1340 খ্রিঃ

53. কার মতে কারাজল বলতে হিমালয়ের কুমায়ন গাড়োয়াল অঞ্চলের কাংড়া জেলার কুলু অঞ্চলকে বোঝানো হয়েছে?- ইবন বতুতা, গার্ডিনার ব্রাউনের  

54. মহাম্মদ বিন তুঘলক কবে নগরকোটের হিন্দু রাজাকে পরাজিত করেন?- 1337 খ্রি: (কিন্তু তিনি বিখ্যাত নগরকোটের জ্বালামুখী হিন্দু মন্দির ধ্বংস করেননি)

55. দিল্লীর কোন সুলতানের আমলে দক্ষিন ভারতে বিজয়নগর ও বাহমনী সাম্রাজ্যের উত্থান হয়?- মহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে

56. মহাম্মদ বিন তুঘলকের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী হন?- দাক্ষিণাত্যের গুলবর্গার সাগর নামক স্থানের জায়গিরদার এবং  তার সম্পর্কিত ভাই বাহাউদ্দিন গুরুসাম্প (1326-27 খ্রীঃ)

57. বাহাউদ্দিন গুরুসাম্পকে দমন করার জন্য মহাম্মদ বিন তুঘলক কাকে পাঠিয়েছিলেন?- মালিক জাদা আহমদ বিন আয়াজকে

58. বাহাউদ্দিন গুরুসাম্পকে দমন করার জন্য মহাম্মদ বিন তুঘলক মালিক জাদা আহমদ বিন আয়াজকে পাঠালে বাহাউদ্দিন পরাজিত হয়ে সপরিবারে কোথায় পালিয়ে যান?- পার্শ্ববর্তী হিন্দু রাজ্য কাম্পিলিতে

59. মহাম্মদ বিন তুঘলক কাম্পিলদেবকে পরাজিত করার পর সেখানে কাকে গভর্নর নিযুক্ত করেছিলেন?- মালিক মহাম্মদকে

60. কাম্পিলদেবের পুত্রদের নাম কি?- হরিহর ও বুক্কা

61. কবে কাদের নেতৃত্বে স্বাধীন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল?- 1336 খ্রীষ্টাব্দে হরিহর ও বুক্কার নেতৃত্বে

62. কাম্পিলদেব মৃত্যুর পূর্বে বাহাউদ্দিন গুরুসাম্পকে কোথায় কার কাছে পাঠিয়েছিলেন?- হোয়সল রাজ তৃতীয় বীর বল্লালের কাছে

63. সুলতান মহাম্মদ বিন তুঘলক বাহাউদ্দিন গুরুসাম্প-এর শেষ পরিণতি কি করেছিলেন?- সুলতানের নির্দেশে জীবন্ত অবস্থায় গুরুসাম্প-এর গায়ের চামড়া ছাড়িয়ে নেওয়া হয়েছিল এবং তার মাংস রান্না করে তারই পরিবারকে ভক্ষণ করতে বাধ্য করা হয়েছিল

64. বাহাউদ্দিন গুরুসাম্প-এর পর মহাম্মদ বিন তুঘলকের সময় কে বিদ্রোহ ঘোষণা করেছিলেন?- মুলতানের শাসনকর্তা বাহারাম আইবা কিশলু খাঁ (1327-1328 খ্রীঃ) (জিয়াউদ্দিন বারানী এটিকে মহাম্মদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ বলে অভিযোগ করেছেন)

65. মহাম্মদ বিন তুঘলক এর সেনাপতির নাম কি?- খাজা জাহান

66. মহাম্মদ বিন তুঘলকের কোন্ধানা দুর্গ বিজয় সম্পন্ন করতে সময় লেগেছিল?- 8/৮ মাস

67. মহাম্মদ বিন তুঘলকের সময় সোনারগাঁও-এর শাসক গিয়াসউদ্দিন বাহাদুর কবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন?- (1330-31 খ্রীঃ)

68. মহাম্মদ বিন তুঘলক বাংলাকে কয়টি অংশে বিভক্ত করে স্বতন্ত্র শাসক নিয়োগ করেন?- 3টি অংশে লখনৌতি সোনারগাঁও ও সাতগাঁও

69. মহাম্মদ বিন তুঘলক সোনারগাঁও-এর শাসনভার অর্পন করেছিলেন কাদের ওপর?- গিয়াসউদ্দিন বাহাদুর ও তার বৈমাত্রেয় ভাই বাহরাম খাঁর হাতে

70. গিয়াসউদ্দিন বাহাদুরের শেষ পরিণতি কি হয়?-  বাহারাম শাহ বিদ্রোহী গিয়াসউদ্দিন বাহাদুরকে পরাজিত করে তার গায়ের চামড়া ছাড়িয়ে নিয়ে তা সুলতানের কাছে পাঠিয়ে দেন

71. মহাম্মদ বিন তুঘলকের সময় পঞ্চম বিদ্রোহ ঘটেছিল?-সিওয়ান প্রদেশে (1333 খ্রীঃ ইবন বতুতার মত অনুযায়ী)

72. সিওয়ান প্রদেশে মহাম্মদ বিন তুঘলক গভর্নর নিযুক্ত করেছিলেন কাকে?- রতনকে

73. কে সিওয়ান প্রদেশের বিদ্রোহ দমন করেছিলেন?- মালিক সারতাজ

74. সুদর দক্ষিণে মাবারের শাসনকর্তা সৈয়দ আহসান শাহ বিদ্রোহ ঘোষণা করেছিলেন কবে?-1334-1335 খ্রীষ্টাব্দে

75. কোন বিদ্রোহ দমন করতে গিয়ে মহাম্মদ বিন তুঘলক স্বয়ং প্লেগ রোগে আক্রান্ত হয়েছিলেন?- মাবারের বিদ্রোহ( বরাঙ্গলে থাকা কালীন)

76. কার নেতৃত্বে মাদুরাইয়ে স্বাধীন সুলতানির সূচনা হয়?- আহসান শাহের নেতৃত্বে

77. কার নেতৃত্বে হিন্দুরা অন্ধ্র উপকূল থেকে মুসলমানদের বিতাড়িত করতে সক্ষম হয়?- প্রলয় নায়ক ও তার দুই সহকারী প্রলয় ভেমা ও ভক্তি রাজা

78. কার নেতৃত্বে দক্ষিণ ভারতের হিন্দু প্রতিরোধ আরও শক্তিশালী হয়েছিল?- প্রলয়ের ভ্রাতুষ্পুত্র কৃষ্ণ নায়কের নেতৃত্বে নেতৃত্বে

79. হরিহর ও বুক্ক কোন ব্রাহ্মণ পণ্ডিত দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন?- পন্ডিত মাধব বিদ্যারণ্য

80. সুলতান মহাম্মদ বিন তুঘলক বরঙ্গল থেকে দিল্লী প্রত্যাবর্তনের সময় এক সর্বনাশা দুর্ভিক্ষ ও মহামারী মুখোমুখি হলে তিনি কোথায় কিছুদিন অতিবাহিত করেন?- সামসাবাদের সন্নিকটে তার নবনির্মিত শহর ‘স্বর্গদ্বারি’তে

81. বাংলায় মহাম্মদ বিন তুঘলকের বৈমাত্রেয় ভ্রাতা বাহরাম খাঁ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কে নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করেন?- তার শিলদার মালিক ফকর উদ্দিন (1338-1339খ্রীঃ)

82. মালিক ফকর উদ্দিনকে জব্দ করার উদ্যোগ্য নিয়েছিলেন?- লখনৌতির শাসক কাদার খাঁ

83. অযোধ্যা ও জাফরাবাদের কোন শাসক সুলতানের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছিলেন?- আইন-উল-মুলক

84. সুলতান মহাম্মদ বিন তুঘলক আইন-উল-মুলককে কোথায় বদলি করেছিলেন?- দৌলতাবাদে

85. মহাম্মদ বিন তুঘলক কোথাকার খলিফার অনুমোদন নিয়েছিলেন?- মিশরের ফতেমীয় খলিফাদের

86. খলিফার অনুমোদন নেয়ার জন্য তাকে অনুপ্রাণিত করেছিলেন?- সুলতানের শিক্ষক কুতলঘ খাঁ

87. মহাম্মদ বিন তুঘলক সদাহ আমিরদের দমন করার জন্য কাকে নিয়োগ করেছিলেন?- আজিজ খামারকে

88. আজিজ খামার সন্দেহবশত কতজন সদাহ আমীর হত্যা করেন?-89 জনকে

89. গুজরাটে সুলতানের উজির ছিলেন?- মুকবিল

90. মহাম্মদ বিন তুঘলক গুজরাটের বিদ্রোহ দমন করতে গেলে কার হাতে দায়িত্ব দিয়েছিলেন?- মালিক কবিরের হাতে

91. মহাম্মদ বিন তুঘলক দিল্লির প্রধান কাজির পদে কাকে নিয়োগ করেন?- ইবন বতুতাকে

92. ‘সিয়াল-উল-আউলিয়া’ গ্রন্থটি কার লেখা?-মির খুর্দ

93. কোন অভিযান মহাম্মদ বিনতুঘলকের জীবনের শেষ সামরিক কর্মসূচি?- বিদ্রোহী মালিক তাঘির খানের বিরুদ্ধে অভিযান  

94. মহাম্মদ বিন তুঘলক তার সেনাবাহিনীকে কোন প্রথার ধাঁচে বিন্যস্ত করেছিলেন?- দশমিক প্রথার

95. মহাম্মদ বিন তুঘলক কার অনুকরনে দশমিক প্রথার ধ্যাঁচে সেনাবাহিনী বিন্যস্ত করেছিলেন?- মোঙ্গল নায়ক চেঙ্গিস খান।

96. মহাম্মদ বিন তুঘলক সর্বপ্রথম কি জারি করে দুর্ভিক্ষ কবলিত মানুষদের ত্রাণ সরবরাহ করেন?-‘দুর্ভিক্ষ কোড’  

97. কার আমলে ‘সদাহ আমীরগণ’ বিদ্রোহী হয়ে ওঠে?- সুলতান মহাম্মদ বিন তুঘলকের

98. কবে কোথায় কিভাবে সুলতান মহাম্মদ বিন তুঘলকের মৃত্যু হয়?-1351 খ্রি: 20 শে মার্চ সিন্ধু অভিযানকালে থাট্টার সন্নিকটে  কোন্ডা নামক স্থানে প্রবল জ্বরে আক্রান্ত হয়ে

99. মহাম্মদ বিন তুঘলকে সুইডেনের কোন রাজার সঙ্গে তুলনা করা হয়েছে?- রাজা গাস্টাডাস এভোলফাসের  

100. কোন কোন জৈন পণ্ডিত মহাম্মদ বিনতুঘলক পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন?- জৈন পন্ডিত রাজশেখর ও জিনপ্রভা সুরি

101. দিল্লীর কোন সুলতান হিন্দুদের দোল উৎসবে হোলি খেলায় যোগ দিতেন?- মহাম্মদ বিন তুঘলক  

102. কার মতে “মহাম্মদ বিন তুঘলক বিফলতা ছিল এক মহান উত্তরণের বিফলতা মাত্র”- স্ট্যানলি লেনপুল  

103. কে মহাম্মদ বিন তুঘলককে ‘রক্ত পিপাসু’ আখ্যা দেন?- ইবনবতুতা

104. কার মতে “সুলতান মহম্মদের শাসনকালে সুলতানি শাসন তার শ্রেষ্ঠ দিনে উপনীত হয়?- ড: আগামেহেদি হোসেন  

105. কার মতে “মহম্মদ ছিলেন পরস্পর বিরোধী গুণের মিশ্রণে গঠিত” (A mixture opposites)?- বারনীর বিবরনীর উপর ভিত্তি করে ভিন্সেন্ট স্মিথ, এলফিনস্টোন প্রমুখ বলেছেন

106. কার মতে “মহম্মদ তুঘলক ব্যতীত কারও জীবনে প্রজাকল্যাণের সংস্কার পরিকল্পনাগুলি নিয়তির নিষ্ঠুর আঘাতে এরূপভাবে চূর্ণ বিচূর্ণ হয়নি”?- ড: ঈশ্বরী প্রসাদ

107. কোন ঐতিহাসিক মহাম্মদ বিন তুঘলককে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ও পারস্যের বিখ্যাত দার্শনিক আসফ খানের সঙ্গে তুলনা করেছেন?- ঐতিহাসিক বরণী

108. মহাম্মদ বিন তুঘলক এর সময় তার সম্রাজ্য কয়টি প্রদেশে বিভক্ত?- 24টি প্রদেশের(মতান্ত্রে 23টি)

109. ‘‘সাম্রাজ্যবাদী মনস্কতার দিক থেকে মহাম্মদ বিন তুঘলক গ্রীক বীর আলেকজান্ডারকেও অতিক্রম করেছিলেন”- বারণী

110. মহাম্মদ বিন তুঘলক তাঁর সমসাময়িক বিশ্বের কোন কোন দেশের সঙ্গে দুত বিনিময় করেছিলেন?-চীন, মিশর,ইরাক্‌,ইরান, সিরিয়া প্রভৃতি

111.  মহাম্মদ বিন তুঘলক কিসের ভিত্তিতে উচ্চপদে কর্মচারী নিয়োগ করেছিলেন?- যোগ্যতার ভিত্তিতে

112. দিল্লির কোন সুলতান প্রথম আজমিরে শেখ নিজামউদ্দিনের সমাধীতে উপস্থিত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন?- মহাম্মদ বিন তুঘলক

113. মহাম্মদ বিন তুঘলক তাঁর জীবনে কোন কোন মন্দির পরিদর্শন করেছিলেন?- গিরনা্র হিন্দু মন্দির ও পালাটিনার জৈন মন্দির

114. কোন ঐতিহাসিক মহাম্মদ বিন তুঘলককে ‘হিন্দু মনোভাবাপন্ন পৌত্তলিক সুলতান’ বলে উল্লেখ করেছেন- ঐতিহাসিক ইসামী

115. দিল্লির কোন সুলতান মুদ্রায় নিজেকে ‘মুহি-ই-সুনম-খাতিন-উন-নাবিন’ বা ‘শেষ নবীর ঐতিহ্যের রক্ষক’ বলে উল্লেখ করেছেন?- মহাম্মদ বিন তুঘলক

116. মহাম্মদ বিন তুঘলক ছিলেন ধৈর্যহীনতা ও সীমাহীন ক্রোধের বশীভূত’-আগা মেহেদী হোসেন

117. মতলব-উৎ-তালিবান গ্রন্থের রচয়িতা হলেন?- মহাম্মদ বলক

118. কোথা থেকে জানতে পারা যায় যে, মহাম্মদ বিন তুঘলকের সময় হিন্দুরা দিল্লিতে সুখে স্বাচ্ছন্দে বসবাস করছিলেন?- 1327 ও 1328 খ্রিস্টাব্দে দিল্লীতে প্রাপ্ত দুটি সংস্কৃত লিপি থেকে

119. মাসালিক-ই-অবসর গ্রন্থের রচয়িতা হলেন?- আব্বাস আহমেদ

120. মহাম্মদ বিন তুঘলক এর দুটি রাজধানীর অস্তিত্ব বুঝাতে “তাখতাঘ-ই-দিল্লি” ও “তাখতাঘ-ই-দৌলাতাবাদ” শব্দদ্বয়ের কোথায় উল্লেখ রয়েছে?- 1330-31 খ্রিস্টাব্দে খোদিত দুটি মুদ্রায়

121. মহম্মদ বিন তুঘলকের সময় কোন ঐতিহাসিক এর পিতামহ দিল্লি থেকে দৌলতাবাদ যাওয়ার পথে তিলপথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন?-ঐতিহাসিক ইসলামির

122. মহাম্মদ বিন তুঘলক কবে প্রজাবর্গকে দেবগিরি থেকে দিল্লি প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছিলেন?- 1335 -1337 খ্রিস্টাব্দের মধ্যে

123. কার মতে মহাম্মদ বিন তুঘলক কর্তৃক দৌলতাবাদে মুসলিম জনসমাবেশের পরোক্ষ ফলই হল বাহমনী রাজ্যের সৃষ্টি- ডঃ নিজামী

124. মহম্মদ বিন তুঘলকের সময় মেবারে দিল্লির প্রতিনিধি হিসাবে শাসনকার্য পরিচালনা করছিলেন?- মালবদেবের পুত্র জইজা'

125. মহাম্মদ বিন তুঘলক কার সাথে যুদ্ধে পরাজিত ও বন্দী হয়ে তিন মাস বন্দী জীবন কাটিয়ে বহু ক্ষতিপূরণের পর মুক্তি পেয়েছিলেন?- চিতোরের শাসক রানা হামির

126. মহাম্মদ বিন তুঘলক কত বছর দিল্লির সিংহাসনে আসীন ছিলেন?- 25 বছর (1325-1351 খ্রীঃ)

127. মহাম্মদ বিন তুঘলক তাঁর শাসনকার্যে কতগুলো বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন?- 22টি

128. কার মতে “ইসলামের রক্ষক ও সেবকদের প্রতি মোহাম্মদ ছিলেন বিদ্বেষপরায়ণ”- জিয়াউদ্দিন বারানী

129. জীবন ও পরিণতি দিক দিয়ে মহাম্মদ বিন তুঘলকের সাথে আব্বাসীয় কোন খলিফার তুলনা করা চলে?- আল মামুনের

130. মহাম্মদ বিন তুঘলক দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠার কত বছর পরে সিংহাসনে বসেছিলেন?- 119 বছর পর

131. মহাম্মদ বিন তুঘলক তুঘলকের মৃত্যুর পর কত বছর পর্যন্ত সুলতানি সাম্রাজ্য টিকে ছিল?-175 বছর পর

132. কোন কোন প্রদেশে ছাড়া সমগ্র ভারতবর্ষ মহাম্মদ বিন তুঘলক এর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল?- আসাম, উড়িষ্যা ও কাশ্মীর

 File Details -

PDF Name / Book Name : মধ্যযুগের ভারতের ইতিহাস, তুঘলক বংশ (মহাম্মদ বিন তুঘলক ) (1320-1325 খ্রিঃ)

Language : Bengali
Size : 327 kb
Download Link : Click Here to Download 


For More Questions Download Link are bellow

 File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-6)

Language : Bengali
Size : 562 kb
Download Link : Click Here to Download 





 File Details -

PDF Name / Book Name :171টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-5)

Language : Bengali
Size : 572 kb
Download Link : Click Here to Download 


  File Details -

PDF Name / Book Name :165টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-4)

Language : Bengali
Size : 574 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name :190টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস  প্রশ্ন ও উত্তর(Part-3)

Language : Bengali
Size : 435 kb
Download Link : Click Here to Download 


File Details -

PDF Name / Book Name 176টি প্রাচীন, মধ্য, আধুনিক ভারত ও  ইউরোপের ইতিহাস প্রশ্ন ও উত্তর(Part-2)
Language : Bengali
Size : 540 kb
Download Link : Click Here to Download 



File Details -

PDF Name / Book Name 200টি প্রাচীন, মধ্য ও আধুনিক ভারতের ইতিহাস  প্রশ্ন ও উত্তর (Part-1)
Language : Bengali
Size : 424 kb
Download Link : Click Here to Download 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top