নবম শ্রেনী- সপ্তম অধ্যায় Part-3
১ মার্কের প্রশ্ন ও উত্তর
1.
‘WHO-এর
পুরো নাম কী ? - World Health
Organization বা বিশ্বস্বাস্থ্য সংস্থা।
2.
1932-33 খ্রিস্টাব্দে
নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? - সুইটজারল্যান্ডের জেনেভা শহরে।
3.
ILO'-এর
কাজ কী ? - শ্রমিক ও শ্রম সংক্রান্ত
বিষয়ে তত্ত্বাবধান করা।
4.
IMF’-এর
পুরো নাম কী ? - International Monetary
Fund বা আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার।
5.
UNESCO-এর
পুরো নাম কী ? 35 United Nations
Economic Social Cultural Organization.
6.
UNICEF কবে
থেকে তাদের কার্যক্রম শুরু করেছে ? - 1953 খ্রিস্টাব্দ থেকে।
7.
United Nations’ শব্দটি
কার কবিতা থেকে নেওয়া হয়েছে ? - বায়রনের চাইল্ড
হেরল্ডস পিলগ্রিমেজ
8.
আটলান্টিক
চার্টার (সনদ) কবে স্বাক্ষরিত হয়েছিল ? - 1941 খ্রিস্টাব্দের ৩ আগস্ট
9.
আন্তর্জাতিক
বিচারালয় কোথায় অবস্থিত ? - নেদারল্যান্ডসের হেগ (The Hegue) শহরে অবস্থিত।
10.
আন্তর্জাতিক
বিচারালয়ের বিচারপতিদের কারা নির্বাচিত করত ? - সাধারণ সভার
প্রতিনিধিরা।
11.
আন্তর্জাতিক
বিচারালয়ের বিচারপতিরা কীভাবে নিযুক্ত হন? - নিরাপত্তা পরিষদের
সদস্যদের দ্বারা
12.
আন্তর্জাতিক
বিচারালয়ের মোট বিচারপতির সংখ্যা কত ? - 15 জন।
13.
আন্তর্জাতিক
বৌদ্ধিক সংস্থার প্রথম সম্পাদক কে ছিলেন ? - ফ্রান্সের দার্শনিক
হেনরি বার্জনস
14.
আন্তর্জাতিক
শ্রমসংস্থার আর্থিক দিকটি কে নিয়ন্ত্রণ করত ? - সাধারণ সভা।
15.
আন্তর্জাতিক
শ্রমসংস্থার প্রথম পরিচালক কে ছিলেন ? -
অ্যালবার্ট টমাস।
16.
আন্তর্জাতিক
শ্রমসংস্থার সদস্য কারা ছিল ?- জাতিসংঘের সমস্ত সদস্যরাষ্ট্র।
17.
ইয়াল্টা
সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ? - 1945 খ্রিস্টাব্দে
18.
উ
থান্ট কে ছিলেন ?-
জাতিপুঞ্জের মহাসচিব।
19.
কখন
জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন বসে ? - প্রতি বছর
সেপ্টেম্বর মাসে
20.
কত
খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ? - 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল।
21.
কবে
জাতিসংঘের আনুষ্ঠানিক বিলুপ্তি হয় ? - 1946 খ্রিস্টাব্দের 29 এপ্রিল
22.
কবে
জাতিসংঘের প্রথম অধিবেশন বসে? - 1920 খ্রিস্টাব্দের 10 জানুয়ারি, প্যারিসে।
23.
কবে
থেকে ILO জাতিপুঞ্জের সংস্থা হিসেবে কাজ করতে শুরু করে ? - 1946 খ্রিস্টাব্দ থেকে।
24.
কাদের
একমাত্র ভেটো (VETO) ক্ষমতা আছে ? - নিরাপত্তা পরিষদের
স্থায়ী সদস্যদের
25.
কাদের
মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল ?- রুজভেল্ট ও চার্চিলের মধ্যে
26.
কার
চোদ্দো দফা নীতির ওপর ভিত্তি করে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ? - মার্কিন রাষ্ট্রপতি
উড্রো উইলসনের
27.
কোথায়
জাতিসংঘের বার্ষিক বাজেট পেশ করা হত ? - সাধারণ সভাতে।
28.
কোন
চুক্তি স্বাক্ষরের পর জার্মানি জাতিসংঘের
সদস্যপদ পায় ? - 1925-এর লোকার্নো চুক্তি
স্বাক্ষরের পর।
29.
কোন
দেশটি সর্বশেষ জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল ? - মিশর
30.
কোন
সন্ধির অন্যতম অঙ্গ ছিল জাতিসংঘ?- ভার্সাই সন্ধির
31.
কোন্
দেশ প্রথম জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ? - কোস্টারিকা
32.
কোন্
বছর জাতিপুঞ্জে সবথেকে বেশি রাষ্ট্র একত্রে সদস্যপদ পেয়েছিল ? - 1960 খ্রিস্টাব্দে 17টি রাষ্ট্র।
33.
কোন্
সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্রের নাম ঠিক করা হয়েছিল ? - 1945-এর ইয়াল্টা সম্মেলনে।
34.
কোফি
আন্নান কে ছিলেন? -
বান-কি-মুনের পূর্ববর্তী
জাতিপুঞ্জের মহাসচিব।
35.
জাতিপঞ্জের
অছিব্যবস্থা কে সম্পাদন করে
থাকে ? - নিরাপত্তা পরিষদ।
36.
জাতিপুঞ্জ
প্রতিষ্ঠার সময় অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ক-টি
সদস্যরাষ্ট্র ছিল ? - 18টি
37.
জাতিপুঞ্জে
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের
বর্তমান সদস্যসংখ্যা
কত ? – 54
38.
জাতিপুঞ্জে
কবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের
সদস্যসংখ্যা প্রথমবারের
জন্য বৃদ্ধি করা হয় ? - 1965 খ্রিস্টাব্দে
39.
জাতিপুঞ্জের
অর্থনৈতিক ও সামাজিক পরিষদের
সদস্যরা কাদের
দ্বারা কতদিনের জন্য নির্বাচিত হয় ? -সাধারণ সভার দ্বারা তিন বছরের জন্য।
40.
জাতিপুঞ্জের
নতুন সদস্য নির্বাচনের ক্ষমতা কার হাতে ন্যস্ত আছে? - সাধারণ সভার
41.
জাতিপুঞ্জের
নিরাপত্তা পরিষদের সদস্যরা ক-টি করে ভোটদানের
অধিকারী ? - একটি করে।
42.
জাতিপুঞ্জের
প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ? - 1972 খ্রিস্টাব্দের জুন মাসে।
43.
জাতিপুঞ্জের
বর্তমান মহাসচিব কে? - মহাসচিব এ
গাটেরেস।
44.
জাতিপুঞ্জের
বর্তমান সদস্যসংখ্যা কত? - 193টি রাষ্ট্র।
45.
জাতিপুঞ্জের
মহাসচিবের কর্মদপ্তর কোথায় অবস্থিত ? - নিউইয়র্কে
46.
জাতিপুঞ্জের
মহাসচিবের কার্যকালের মেয়াদ কত ? - পাঁচ বছর।
47.
জাতিপুঞ্জের
মুখ্য প্রশাসনিক সংস্থা কোনটি ? - মহাসচিবের সদর
দপ্তর বা প্রশাসনিক কার্যালয়।
48.
জাতিপুঞ্জের
শাখা বা মোট সংখ্যা
ক-টি ? - ছ-টি
শাখা।
49.
জাতিপুঞ্জের
সনদ সংশোধনের ক্ষমতা কোন সংস্থার আছে?স- সাধারণ সভার
50.
জাতিপুঞ্জের
সনদের খসড়া কোথায় রচিত হয়েছিল ? - ডাম্বারটন ওকস সম্মেলনে
51.
জাতিপুঞ্জের
সবথেকে শক্তিশালী সংস্থা কোনটি ? - নিরাপত্তা পরিষদ।
52.
জাতিপুঞ্জের
সাধারণ সভায় জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্ররা কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে ? - পাঁচ জন
53.
জাতিপুঞ্জের
সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কতগুলি ভোট দিতে পারে ? - একটি করে
54.
জাতিপুঞ্জের
সাধারণ সভার অধিবেশন কে আহ্বান করে থাকেন
? - মহাসচিব
55.
জাতিপুঞ্জের
সাধারণ সভার কাজ পরিচালনার জন্য কতজন সভাপিত থাকেন ? - একজন
56.
জাতিসংঘকে
ইংরেজিতে কী বলে ? - ‘League of Nations'
57.
জাতিসংঘের
অধীন নিরস্ত্রীকরণ সম্মেলন কবে আহুত হয়েছিল ? - 1932-33 খ্রিস্টাব্দে।
58.
জাতিসংঘের
কাউন্সিল স্থাপনের সময় ক-জন সদস্য ছিল
? - ন-জন
59.
জাতিসংঘের
কাউন্সিল স্থাপনের সময় কতজন অস্থায়ী সদস্য ছিল ? - চারজন
60.
জাতিসংঘের
কাউন্সিলের অস্থায়ী সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হতেন ? - তিন বছরের
জন্য
61.
জাতিসংঘের
প্রতিষ্ঠায় উদ্যোগী হলেও কোন দেশ জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি ? - মার্কিন যুক্তরাষ্ট্র।
62.
জাতিসংঘের
প্রধান ক-টি বিভাগ
ছিল ? - 3টি
63.
জাতিসংঘের
প্রধান কার্যালয় কোথায় ? - সুইটজারল্যান্ডের জেনেভা শহরে।
64.
জাতিসংঘের
মোট কতগুলি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ? - 107টি
65.
জাতিসংঘের
সরকারি ভাষা কী ? — ইংরেজি, স্প্যানিশ ও ফ্রেঞ।
66.
জাতিসংঘের
সাধারণ সভাতে প্রত্যেক দেশ থেকে সর্বাধিক কতজন করে প্রতিনিধি থাকত ? - তিনজন।
67.
জাতিসংঘের
সাধারণ সভাতে প্রত্যেক সদস্যরাষ্ট্র ক-টি করে ভোট
দিতে পারত ? - 1টি করে।
68.
জাতিসংঘের
স্বাস্থ্যসংস্থার কী কী কাজ
ছিল ? - কুষ্ঠ, ম্যালেরিয়া,
পীতজ্বর প্রভৃতি
69.
জার্মানি
কবে জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পায় ? -
1926 খ্রিস্টাব্দে।
70.
দ্বিতীয়
বিশ্বযুদ্ধের প্রাককালে (1939) জাতিসংঘের সদস্যসংখ্যা কত হয়েছিল ? –
46
71.
নিরাপত্তা
পরিষদের বর্তমান স্থায়ী সদস্যসংখ্যা কত? - পাঁচটি।
72.
নিরাপত্তা
পরিষদের মোট সদস্যসংখ্যা কত ? - 15 জন (5 জন স্থায়ী + 10 জন
অস্থায়ী)।
73.
প্রতি
তিন বছর অন্তর কতজন করে বিচারপতি অবসর নেন ? - 5 জন করে।
74.
প্রতিটি
সদস্যরাষ্ট্র থেকে একসঙ্গে কতজন সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি থাকতে পারে ? - একজন করে।
75.
প্রতিবছর
কোন সময় জাতিসংঘের অধিবেশন বসত ?- সেপ্টেম্বর মাসে।
76.
প্রতিষ্ঠার
সময় জাতিসংঘের কতজন সদস্য ছিল ? - 40 জন
77.
প্রতিষ্ঠার
সময় নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য - ক-টি ছিল
? - ছ-টি।
78.
বর্তমান
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ক-টি ? -
দশটি।
79.
বিশ্বশান্তি
প্রতিষ্ঠার প্রথম আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির নাম কী ? - জাতিসংঘ।
80.
রাশিয়া
কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে ? - 1939 খ্রিস্টাব্দে।
81.
রাশিয়া
কবে জাতিসংঘের সদস্যপদ পেয়েছিল ? - 1934 খ্রিস্টাব্দে।
82.
লন্ডন
সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? - 1941 খ্রিস্টাব্দে।
83.
লিগের
(জাতিসংঘের) প্রথম সচিব কে ছিলেন ? -
স্যার জেমস এরিক ডুমন্ড।
84.
সম্মিলিত
জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন ? -
নরওয়ের বিদেশমন্ত্রী ট্রিগভি লি।
85.
সম্মিলিত
জাতিপুঞ্জের সর্বকনিষ্ঠ রাষ্ট্র কোনটি ? - দক্ষিণ সুদান।
86.
সাধারণ
সভার প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল ? - 1946 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি
87.
সাধারণত
বছরে কত বার লিগ
পরিষদের অধিবেশন বসত ? - তিন বার
88.
সানফ্রান্সিসকো
সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ? - 1945 খ্রিস্টাব্দে
পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ ভাল লেগে থাকলে অবশ্যই অন্যদের শেয়ার কর