সশস্ত্র বিপ্লবী আন্দোলন কাকে বলে? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র সংক্ষেপে লেখো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলন কাকে বলে? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র সংক্ষেপে লেখো।


সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদা



প্রিয় বন্ধুরা 

আজকে আলোচনা করব সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র সংক্ষেপে লেখো।|দশম শ্রেনী ইতিহাস|সপ্তম অধ্যায়|বিশ শতকের ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন|সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভুমিকা|4 নম্বরের প্রশ্ন ও উত্তর|sosostro biplobi andolone narider ongsogrohoner choritro songkhepe lekho|সশস্ত্র বিপ্লবী আন্দোলন কাকে বলে?|তোমরা West Bengal Class 10 History পেয়ে যাবে|দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর|lass 10 History 7th chapter Suggestion WBBSE|ইতহাস প্রশ্নোত্তর| West Bengal Class Ten|Class X History Question and Answer|itihas proshno uttor|Class 10 History 7th chapter Notes WBBSE|

এছাড়াও তোমরা পাবে দশম শ্রেণী সপ্তম অধ্যায় বিশ শতকের ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন থেকে বহুবিকল্প ভিত্তিক সংক্ষিপ্ত অতিসংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন উত্তর|সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অবদান|পশ্চিমবঙ্গ দশম শ্রেণীতে পড়াশুনা করছো তাদের ইতিহাস পরীক্ষার জন্য এই 4 নম্বরের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ন 


সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভুমিকা


ভুমিকাঃ- ব্রিটিশ শাসনের উচ্ছেদের জন্য বিংশ শতকের প্রথমার্ধে ভারতে যে সশস্ত্র প্রচেষ্টা চলে তাকে ‘সশস্ত্র বিপ্লবী আন্দোলন’ বলা হয়। এই পর্যায়ের বিপ্লবীরা ইংরেজ সরকারের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে ব্রিটিশ শাসনকে বিকল করতে চেয়েছিলেন।


প্রত্যক্ষভাবে নারীদের অংশগ্রহণঃ- বিংশ শতকের সূচনা থেকে বিপ্লবী কাজকর্মের সূচনা হলেও নারীরা প্রত্যক্ষভাবে এর সঙ্গে যুক্ত ছিলেন না। তবে নারীরা প্রত্যক্ষভাবে বিদেশি দ্রব্য বর্জন, পিকেটিং, অনশন, আইন অমান্য ইত্যাদিতে অংশগ্রহণ করতেন।


পরোক্ষভাবে বিপ্লবী কাজকর্মে নারীঃ- পরোক্ষভাবে বহু নারী বিপ্লবী কাজকর্মে অংশগ্রহণ করেন। বিপ্লবীদের গোপনে আশ্রয়দান, গোপনে আগ্নেয়াস্ত্র, চিঠিপত্র, খবরা-খবর প্রদান, বিপ্লবী কাজকর্মে অর্থ, নিজেদের গয়না দান করে তারা বৈপ্লবিক কাজে সহায়তা করতেন।


সংগঠনের সঙ্গে নারীদের সংযোগঃ- প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে বৈপ্লবিক কাজকর্মে নারীদের অংশগ্রহণ শুরু হয়। এজন্য তারা গড়ে তোলেন বিভিন্ন সংগঠন। এগুলির মধ্যে লীলা নাগ (রায়)-এর ‘দীপালি সংঘ’ (১৯২৩), দীপালি ছাত্রী সংঘ’ (১৯২৬) প্রভৃতি উল্লেখযোগ্য। নারীদের বৈপ্লবিক কাজে উদ্বুদ্ধ করাই ছিল এর উদ্দেশ্য।


বিভিন্ন সম্প্রদায়ের নারীর অংশগ্রহণঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূ ব পর্যন্ত ভারতের বৈপ্লবিক কর্মকাণ্ডে যে সকল নারী যোগদান করেন তারা ছিলেন সবাই শিক্ষিত ও শহুরে নারী। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বহু কৃষক রমণী এতে শামিল হন। আবার, তেভাগা আন্দোলনের সময় থেকে আদিবাসী, উপজাতি, নমঃশূদ্র, মুসলিম নারী ভয় উপেক্ষা করে সশস্ত্র আন্দোলনে যোগদান করেন।


বিদেশিনীদের ভূমিকাঃ- ভারতের বিপ্লবী আন্দোলনে বিদেশি নারীদের ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। ভাগনী নিবেদিতা অনুশীলন সমিতিকে ম্যাসিনির জীবনীগ্রন্থ ও ক্রপটকিনের বিপ্লবীর আত্মকথা, উপহার দিয়ে তাদের বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত করেন। ভারতের বিপ্লববাদের জননী’ মাদাম কামার বহির্ভারতে বিপ্লবী আন্দোলন সংগঠনের ক্ষেত্রে অবদান অপরিসীম।


বিশিষ্ট নারীঃ- বিংশ শতকে বিপ্লবী আন্দোলনে যাঁরা চিরস্মরণীয় হয়ে রয়েছেন তাদের মধ্যে সরলাদেবী চৌধুরানী স্বর্ণকুমারী দেবী, দুকড়িবালা দেবী, লীলা নাগ, আশালতা সেন, ক্ষীরোদা সুন্দরী দেবী, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, বীনা দাস, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী প্রমুখ উল্লেখযোগ্য।


উপসংহারঃ- ব্রিটিশ সরকারের চরম অত্যাচার, লাঞ্ছনা নারী বিপ্লবীদের দমন করতে পারেনি। স্বাধীনতার জন্য তারা কারাবরণ করেছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন কিন্তু নিজেদের লক্ষ থেকে বিচ্যুত হননি।


File Details

 

File Name/Book Name

সশস্ত্র বিপ্লবী আন্দোলন কাকে বলে? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের চরিত্র সংক্ষেপে লেখো।

File Format

PDF

File Language

Bengali

File Size

42 KB

File Location

GOOGLE DRIVE

Download Link

Click Here to Download PDF File


Join Telegram... Members



Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ১৩ সেপ্টেম্বর, ২০২৩ এ ১০:০১ PM

    Biplobe bada nari dar vumika

Add Comment
comment url