পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল 2022:কিভাবে মাধ্যমিক রেজাল্ট দেখব, মাধ্যমিক ফলাফল 2022-wbresults.nic.in
মাধ্যমিক ফলাফল 2022
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল 2022- পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) এপ্রিল 2022-এ দশম শ্রেনী তথা পশ্চিম বঙ্গের মাধ্যমিকের ফলাফল 2022 ঘোষণা করল। পশ্চিমবঙ্গ দশম শ্রেনির বোর্ডের ফলাফল 2022 অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন মোডে দেখা যাবে যেটি দেখতে পাওয়া যাবে wbresults.nic ওয়েবসাইটে।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল 2022
WBBSE মাধ্যমিক পরীক্ষা 7 মার্চ থেকে 16 মার্চ, 2022 পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। শিক্ষার্থীরা তাদের WBBSE রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে WBBSE পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল 2022 জানতে পারবে। তারা বোর্ড দ্বারা প্রদত্ত নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠিয়ে এসএমএস সুবিধার মাধ্যমেও তাদের WB মাধ্যমিক ফলাফল 2022ও দেখতে পারে।
মাধ্যমিক রেজাল্ট 2022–পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ WBBSE MADHYAMIK RESULT 2022
মাধ্যমিক রেজাল্ট 2022 প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ এর রেজাল্ট সাইট wbbse.org এবং www.wbresults.nic.in এই ওয়েবসাইট থেকে । WBBSE Madhyamik Result 2022 এর সকল আপডেট নিউজ পাওয়া যাবে আমাদের সাইট থেকে।
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী এবছর মাধ্যমিক রেজাল্ট ২০২২.(Madhyamik Result 2022) প্রকাশিত হতে পারে মে মাসের শেষ সপ্তাহে। উল্লেখ্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে ৭ই মার্চ এ বছর যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল তা শেষ হয়েছিল ১৬ই মার্চ ২০২২ তারিখে। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ এর অধীনে ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষার্থী অংশ নিয়েছিল প্রায় ১১ লাখ পরীক্ষার্থী, এর মধ্যে ৬ লাখ ছাত্রী এবং সাড়ে ৪ লাখ ছাত্র।
মাধ্যমিক রেজাল্ট 2022 বিস্তারিত- মাধ্যমিক ফলাফল 2022- গত বছর মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছিল ৭৭ দিনের মাথায় ৷ ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালের মাধ্যমিকে পাশের হার কম ছিল ৷ ২০১৮ তে মোট পাশের হার ৮৫.৪৯ শতাংশ যা ২০১৭ সালে ছিল ৮৫.৬৫ শতাংশ ৷
২০১৮ তে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাও ছাত্র পরীক্ষার্থীর তুলনায় প্রায় ১১.৯১ শতাংশ বেশি ছিল যা ২০১৭ এর তুলনায় ১.৫১ শতাংশ বেশি ।সমগ্র পাশের হারে মেয়েরা কিছুটা পিছিয়ে থাকলেও ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০১৭ এর তুলনায় ১,২৯,০৮৮ জন বেশি । মাধ্যমিক রেজাল্ট ২০১৮ তে ৯৬.১৩ শতাংশ পাসের হার নিয়ে জেলাভিত্তিক পাসের হারে এগিয়ে ছিল পূর্ব মেদিনীপুর। এবছর মাধ্যমিক রেজাল্ট ২০২২ (Madhyamik Result 2022) প্রকাশিত হতে পারে মে মাসের শেষ সপ্তাহে।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 – মাধ্যমিক পরীক্ষার ফলাফল-২০২২
গত বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2018 অনুযায়ী মেধা তালিকাতে প্রথম হয়েছিল কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ছিল ৬৮৯। দ্বিতীয় স্থানে ছিল বর্ধমানের শীর্ষেন্দু সাহা ৷ আর তৃতীয় হয়েছিল তিনজন৷ সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ির নীলব্জা দাস এবং মৃন্ময় মণ্ডল৷ তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ছিল ৬৮৭৷
মাধ্যমিক রেজাল্ট 2022 – WBBSE RESULT 2022
পশ্চিমবঙ্গে অনেকেই স্কুল থেকে পরীক্ষার রেজাল্ট পেয়ে থাকেন কিন্তু ইন্টারনেটের যুগে হাতের মোবাইল দিয়েই পেয়ে যেতে পারেন আপনার বা আপনার পরিজনের মাধ্যমিক রেজাল্ট 2022 আর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 ভাল হলে আনন্দ শুরু করে দিতে পারেন আগে ভাগেই।
মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ
এর দিনে লক্ষ লক্ষ মানুষ একসাথে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষৎ এর ওয়েব সাইটে ঢোকার চেষ্টা করেন তাই সার্ভার মাঝে মাঝেই ডাউন হয়ে যায়। আর অনেকেই বোর্ডের ওয়েবসাইট মনে রাখতে ব্যর্থ হন। তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।আপনি যদি উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2022, মাধ্যমিক রেজাল্ট 2022 date, মাধ্যমিক রেজাল্ট 2022 কবে দিবে,মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022, মাধ্যমিক রেজাল্ট 2020, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2022 খুজে থাকেন তবে আপনি আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুক ও টেলেগ্রাম গ্রুপে যুক্ত থাকুন। আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি।
মাধ্যমিক রেজাল্ট 2020 তারিখ ?
অনেকের মনে বড় একটি প্রশ্ন আর তা হল মাধ্যমিক রেজাল্ট 2022 কবে দিবে? তাদের জন্য বলছি মাধ্যমিক রেজাল্ট ২০১৫ প্রকাশিত হয় ২০১৫ সালের মে মাসে, মাধ্যমিক রেজাল্ট ২০১৬ প্রকাশিত হয় জুন মাসে, মাধ্যমিক রেজাল্ট ২০১৭ প্রকাশিত হয় জুনে এবং মাধ্যমিক রেজাল্ট ২০১৮ প্রকাশিত হয় ৬ই জুন ২০১৮ সালে, আর এবছর তার পর দু বছর করোনা মহামারী এবার মাধ্যমিক রেজাল্ট ২০২১ (Madhyamik Result 2022') প্রকাশিত হতে পারে মে মাসের শেষ সপ্তাহে।
কিভাবে আপনি মাধ্যমিক রেজাল্ট 2022 পাবেন:
আপনি দুই ভাবে মাধ্যমিক রেজাল্ট 2022 রেজাল্ট পেতে পারেনঃ
১)মোবাইলে এস এম এস এর মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট 2022 পেতে
মাধ্যমিক (Madhymik result 2022) পরীক্ষার ফলাফল আপনার মোবাইলে পেতে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ WB10 স্পেস আপনার রোল নম্বর আর পাঠিয়ে দিন 56070 এই নাম্বারে।
উদাহরণঃ WB10 123456> SEND TO 56070
ফিরতি এসএমএস এ পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার ফলাফল। তবে গত কয়েক বছরের অভিজ্ঞতার ফলে বলা যায় এসএমএসে রেজাল্ট পেতে প্রায়ই অনেক দেরি হয়।
২) ইন্টারনেট এর মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট 2022 দেখতে
ইন্টারনেটে শুধু মাত্র শিক্ষা বোর্ডের ওয়েব সাইট থেকেই ফলাফল প্রকাশিত হয়। রেজাল্ট পেতে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ওয়েবসাইট www.wbresults.nic.in অথবা গিয়ে নিচের মত করে আপনার পরীক্ষার নাম, বোর্ড, রোল নং, রেজিস্ট্রেশন নাম্বার সহ নির্দিষ্ট ঘরে ফিল-আপ করে সাবমিট বাটনে চাপ দিন। অথবা এখান থেকেই দেখে নিন আপনার রেজাল্ট।
কিভাবে মাধ্যমিক রেজাল্ট ২০২২ দেখতে পাবেন?
প্রথমে www.wbresults.nic.in ওয়েব সাইটে যান
এরপর Madhyamik Results 2022 লিংকে ক্লিক করুন
এরপর ছাত্র বা ছাত্রীর Roll No. এবং Date of Birth দিন
এরপর Submit অপশনে ক্লিক করুন
এরপর আপনার কাঙ্ক্ষিত মাধ্যমিক রেজাল্ট ২০২২ দেখতে পাবেন।
প্রয়োজনে প্রিন্ট বাটনে ক্লিক করে রেজাল্ট প্রিন্ট করে নিন।
মে মাসে মাধ্যমিক পরিক্ষার্থীরদের জন্য থাকল আন্তরিক শুভেচ্ছা
মাধ্যমিক রেজাল্ট ২০২২ দেখুন মধ্য শিক্ষা পর্ষৎ এর ওয়েবসাইট থেকে
মাধ্যমিক রেজাল্ট ওয়েবসাইট
Check Your Result here.........
আপনাদের আমাদের এই ওয়েব সাইটে hiator4u3 ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ!
Super
উত্তরমুছুন