মাধ্যামিক বাংলা সাহিত্য সঞ্চয়ন (জ্ঞানচক্ষু) 5 নম্বরের সাজেশন ২০২১// Madhyamik Bengali 1st chap 5 mark suggestions 2021

  

মাধ্যামিক বাংলা সাহিত্য সঞ্চয়ন (জ্ঞানচক্ষু) 5 নম্বরের সাজেশন ২০২১//

Madhyamik Bengali 1st chap 5 mark suggestions 2021


মাধ্যামিক বাংলা সাহিত্য সঞ্চয়ন (জ্ঞানচক্ষু) 5 নম্বরের সাজেশন ২০২১


1,‘এর মধ্যে তপন কোথা? এর মধ্যে বলতে কীসের মধ্যে? এর মধ্যে তপন নেই বলতে কী বােঝানাে হয়েছে?

‘2.এর মধ্যে তপন কোথা?’ – উক্তিটির তাৎপর্য কোথায়? অথবা,এরকম ভাবনার কারণ কী? 

3.‘যেন নেশায় পেয়েছে’ – প্রসঙ্গ আলােচনা করাে। 

4.“আমি বললে সন্ধ্যাতারা’র সম্পাদক না করতে পারবে না।” – বক্তা কে? কোন্ প্রসঙ্গে এই কথা বলেছেন?

5.“এর প্রত্যেকটি লাইন তাে নতুন আনকোরা, তপনের অপরিচিত।” কী, কীভাবে তপনের অপরিচিত হয়ে গেছে?

6.“কিন্তু নতুন মেসসাকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।” প্রথমবার কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল? পরে তার সত্যিকারের জ্ঞানচক্ষু কীভাবে খুলেছিল লেখাে। 

7.“তার চেয়ে দুঃখের কিছু নেই; তার থেকে অপমানের!” – “তার’ বলতে কার কথা বলা হয়েছে? কোন্ বিষয়টি তার কাছে সবচেয়ে দুঃখের ও অপমানের?

8.“তপন আর পড়তে পারে না। বােবার মতাে বসে থাকে।” তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করাে

9. “তপন লজ্জা ভেঙে পড়তে যায়” – তপনের লজ্জার কারণ কী? সে পড়তে গিয়ে কোন্ পরিস্থিতির মুখােমুখি হয়েছিল?

10. “তপনের নতুন মেসােমশাই একজন লেখক। সত্যিকার লেখক।” – লেখক সম্পর্কে তপনের প্রাথমিক ধারণার পরিচয় দাও। মেলােমশাইকে দেখে কীভাবে সেই ধারণার পরিবর্তন হয়?

11.“তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।” – “আজ’ বলতে কোন্ দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কী?

12.“বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটল সেই ঘটনা।” – কে, কেন বিষন্ন মন নিয়ে বসে ছিল?

13.“লেখক মানে কোনাে আকাশ থেকে পড়া জীবনয়, -এই উপলব্বি কার? এমন উপলদ্ধির কারণ কী? ‘লেখক’ সম্পর্কে তার এই মনােভাব তার কাছে কীভাবে ধরা পড়েছিল তা নিজের ভাষায় লেখাে

14.“সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এল আজ?” – তপনের জীবনে সুখের দিন বলতে কোন্ দিনটির কথা বলা হয়েছে? সেই দিনটি সত্যিই কি তার কাছে সুখের ছিল আলােচনা করাে। 

15. জ্ঞানচক্ষু’ গল্পে তপন চরিত্রটির পরিচয় দাও

16.জ্ঞানচক্ষু’ শব্দটির অর্থ কী? তপনের জ্ঞানচক্ষু কি সত্যিই উন্মােচিত হয়েছিল তা গল্পানুসারে বিবৃত করাে

17.তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। – দুঃখ আর অপমানের কারণ কী? এই দুঃখ থেকে সে কিছু শিক্ষা লাভ করেছিল কী? 

18.তপন অবশ্য মাসির হইচইতে মনে মনে পুলকিত হয়। মাসির হইচই-এর কারণ কী? তপন মনে মনে পুলকিত হয়েছিল কেন? 

19. তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। – কোন্ কথার মধ্যে তপন হারিয়ে যায়? কথাগুলি শােনার পর তার কী রকম অনুভূতি হয়েছিল? 

20.তপনের মনে লেখক হওয়ার বাসনা কীভাবে জাগল এবং তার পরিণতি কী হয়েছিল?

21.তবে তপনেরই বা লেখক হতে বাধা কী?’ – লেখক হতে তপনের বাধা নেই কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কী অভিজ্ঞতা হয়েছিল?

File Details -

PDF Name / Book Name মাধ্যামিক বাংলা সাহিত্য সঞ্চয়ন (জ্ঞানচক্ষু) 5 নম্বরের সাজেশন ২০২১ 
Language : Bengali
Size : 122 kb
Download Link : Click Hereto Download




Next Post Previous Post
1 Comments
  • নামহীন
    নামহীন ৬ মার্চ, ২০২৪ এ ৭:৫১ PM

    2o24 year

Add Comment
comment url